MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 3 Part 1 Amader Poribesh 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন আমাদের পরিবেশ III

MCQ

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 3 Part 1 Amader Poribesh 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন আমাদের পরিবেশ III

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 3 Part 1 Amader Poribesh 2021

Class 3 MCQ of Amader Poribesh Oct. 2021

বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন আমাদের পরিবেশ III

বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021
পরিচিতি ও অনুশীলন
তৃতীয় শ্রেণী
 আমাদের পরিবেশ


১. জল বাঁচাতে নিচের কোন কাজটা করা উচিত নয়?
ক) যথাসম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করা
খ) কোন গাছের গোড়ায় কাঁচা আনাজ ধোয়া জল দেওয়া
গ) জলের কল খুলে রেখে দেওয়া
ঘ) বৃষ্টির জল ধরে রেখে সেই জলে স্নান করা
উত্তরঃ গ) জলের কল খুলে রেখে দেওয়া।
নিচে বাড়ির একটা মানচিত্র দেওয়া আছে বাড়ির কোন দিকে ফুলের বাগান আছে?
MCQ

ক) উত্তর দিকে

খ) পশ্চিম দিকে

গ) দক্ষিণ দিকে

ঘ) পূর্ব দিকে

উত্তরঃ খ) পশ্চিম দিকে।

৩. শীতকালে কোন ধরনের পোশাক পরলে আরাম পাবে? 

ক)

খ)

গ)

ঘ)

উত্তরঃ ঘ)।

৪. ভূমিকম্প প্রবণ অঞ্চলে কোন ধরনের বাড়িতে থাকলে সুবিধা?

ক) খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি

খ) কাঠের বাড়ি

গ) টিনের চাল দেওয়া মাটির বাড়ি

ঘ) পাকা বাড়ি

উত্তরঃ খ) কাঠের বাড়ি।

৫.

MCQ
৬. পথে যেতে যেতে তোমার খুব তেষ্টা পেয়েছে। তোমার কাছে কিংবা আশেপাশের কোথাও জল নেই। রাস্তার ধারের ফলের দোকানে নানান রকমের ফল আছে। তেষ্টা মেটাতে তুমি কোনটা সবচেয়ে আগে কিনতে চাইবে?
ক) আপেল
খ) আখরোট
গ) খেজুর
ঘ) ডাব
উত্তরঃ ঘ) ডাব।
৭. তোমার ইন্দ্রিয়গুলি নানানভাবে বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেয়। ইন্দ্রিয় ও উদ্দীপনার বিষয়ে যে জোড়টি যথাযথ নয় তা চিহ্নিত করো
ক) খুব গরমে শরীরে অনেক ঘাম হয়
খ) হঠাৎ চোখে আলো পড়লে চোখ বুজে যায়
গ) খুব মিষ্টি খাবারে জিভ জ্বালা করে
ঘ) অনেকক্ষণ খুব জোরে আওয়াজ শুনলে কষ্ট হয়
উত্তরঃগ) খুব মিষ্টি খাবারে জিভ জ্বালা করে।
৮. রাস্তায় চলার সময় কোন কাজটা করা নিরাপদ নয়?
ক) ফুটপাত থাকলে ফুটপাত দিয়ে হাটা
খ) রাস্তা পেরোতে হলে আগে দু দিক দেখে নেওয়া
গ) মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পেরনো
ঘ) রাস্তার মোড়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পেরনো
উত্তরঃগ) মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পেরনো।
৯. ঠিক জোড়া টি নির্বাচন করো
ক) ফুলকপি - ফুল
খ) গাজর - কান্ড
গ) পেঁয়াজ - ফল
ঘ) লাউ - ফল
উত্তরঃক) ফুলকপি- ফুল।
১০. তোমাদের ঘরে অনেক পুরোনো খবরের কাগজ জমা হয়েছে। কি করলে পরিবেশ দূষিত হবে না, তোমার ঘর খালি হবে আবার নতুন কাগজ তৈরি করার ব্যবস্থাও করা যাবে?
ক) কাগজ জ্বালিয়ে রান্না করা
খ) কাগজকে কুচিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া
গ) পুরনো খবরের কাগজের দোকানে বিক্রি করা
ঘ) কাগজের ঠোঙা তৈরি করা
উত্তরঃ গ) পুরনো খবরের কাগজের দোকানে বিক্রি করা।
১১. ছবিতে দেখা যাচ্ছে একটি মাটির বাড়ি তৈরি হচ্ছে। বাড়ীর চাল ছাওয়ার জন্য সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় এমন কোন উপাদান ব্যবহার করা হচ্ছে? 

ক) টিন
খ) খড়
গ) ইট
ঘ) গাছের পাতা
উত্তরঃ খ) খড়।
১২ তোমার বন্ধু সুজয়ের পরিবার বৃক্ষটি নিচে দেওয়া হল। রেখা চিত্রটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নটির উত্তর দাও:

MCQ
সুজয়ের কাকা বিয়ে করার পর তার একটি মেয়ে হল। সুজয়ের বাবা বাচ্চা মেয়েটির কে হন?
ক) বাবা
খ) দাদা
গ) জেঠু
ঘ) দাদু
উত্তরঃ গ) জেঠু।

MCQ
১৩ সবিতা প্রতিদিন সকাল সাতটায় কাজে যায়। পোশাক দেখে বলতো সবিতা কোথায় কাজ করে?
ক) ব্যাংকে
খ) পুলিশ স্টেশনে
গ) হাসপাতালে
ঘ) বিদ্যালয়ে
উত্তরঃ গ) হাসপাতালে।

১৪ তোমার বন্ধু তার মায়ের সঙ্গে ডাকঘরে যাবে। বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গেলে প্রথমে পড়বে মাঠ। এরপর আরো উত্তরে গেলে ক্ষেত, তারপর কোন দিকে গেলে তারা ডাকঘরে পৌঁছবে? নিচের মানচিত্র দেখে প্রশ্নটির উত্তর দাও-

MCQ
ক) পূর্বদিকে
খ) পশ্চিম দিকে
গ) উত্তর দিকে
ঘ) দক্ষিণ দিকে
উত্তরঃ খ) পশ্চিম দিকে।
১৫ নিচের কোন ক্রমে তোমার ছায়ার দৈর্ঘ্য বড় থেকে ক্রমশ ছোট হবে?
ক) সকাল 10টা >দুপুর 12 টা> বিকেল 4টে
খ) সকাল 7টা >সকাল 10টা> দুপুর 12 টা
গ) সকাল 10টা >দুপুর 2 টা> বিকেল 4টা
ঘ) দুপুর 12 টা >দুপুর 2টা> বিকেল 4 টা
উত্তরঃ খ) সকাল 7টা >সকাল 10টা> দুপুর 12 টা।


Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post