Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 5 Part 1 Amader Poribesh 2021 |
Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 5 Part 1 Amader Poribesh 2021
MCQ of Amader Poribesh / আমাদের পরিবেশ For Class 5
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন আমাদের পরিবেশ V
Class 5 Amader Poribesh / আমাদের পরিবেশ
Class V Amader Poribesh
Class 5 MCQ Octo. 2021
১) সুপ্রিয়ার পরিবার বৃক্ষটি নিচে দেখানো হলো। এটি দেখে প্রশ্নের উত্তর দাও।
ক) বিনয়
খ) আশিস
গ) সুবিনয়
ঘ) বিজয়
উত্তরঃ খ) আশিস।
২) মানবদেহে খাবার যে পথে হজম হয় তার সঠিক ক্রমটি খুঁজে বার করো।
ক) মুখবিবর >পাকস্থলী> গ্রাসনালী >ক্ষুদ্রান্ত
খ)মুখবিবর>গ্রাসনালী>পাকস্থলী>ক্ষুদ্রান্ত
গ) মুখবিবর >পাকস্থলী> ক্ষুদ্রান্ত >গ্রাসনালী
ঘ) মুখবিবর >গ্রাসনালী> ক্ষুদ্রান্ত >পাকস্থলী
উত্তরঃ খ) মুখবিবর>গ্রাসনালী>পাকস্থলী>ক্ষুদ্রান্ত।
উপরের ছবিতে পৃথিবীর 'ঘ' চিহ্নিত স্থানে কি হবে?
ক) পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
খ) খন্ডগ্রাস সূর্যগ্রহণ
গ) খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ
ঘ) সূর্যগ্রহণ দেখা যাবে না
উত্তরঃ ঘ) সূর্যগ্রহণ দেখা যাবে না।
৪) বিভিন্ন ধরনের যানবাহন প্রচলনের সঠিক ক্রমটি বেছে নাও।
ক) পালকি> দু চাকার রিকশা> গরুর গাড়ি> সাইকেল
খ) গরুর গাড়ি> পালকি> সাইকেল> দুই চাকার রিকশা
গ) পালকি> গরুর গাড়ি> দুই চাকা রিক্সা >সাইকেল
ঘ) গরুর গাড়ি >পালকি> দুই চাকার রিক্সা >সাইকেল
উত্তরঃ গ) পালকি> গরুর গাড়ি> দুই চাকা রিক্সা >সাইকেল।
MCQ |
একটি এলাকার পরিবহন মাধ্যম এর মানচিত্রটি দেওয়া আছে। মানচিত্রটি দেখে বল কোন যানটি সব রাস্তা দিয়ে যেতে পারে?
ক) সাইকেল
খ) বাস
গ) মোটরগাড়ি
ঘ) লরি
উত্তরঃ ক) সাইকেল।
MCQ |
2010 সাল থেকে 2020 সালের মধ্যে কোন কোন মাছের যোগান কমে গেছে?
ক) রুই ও কাতলা
খ) রুই ও ভেটকি
গ) কাতলা ও ভেটকি
ঘ) মৌরালা ও ন্যাদোশ
উত্তরঃ ঘ) মৌরালা ও ন্যাদোশ।
৭) এক টুকরো বরফ রোদে রাখলে দু ঘন্টা পরে তাকে আর দেখা যায় না। একাধিক ধাপে সংঘটিত এই পরিবর্তনকে তীর চিহ্নের সাহায্যে দেখালে ঠিক ক্রম হবে--
ক) কঠিন> গ্যাস >তরল
খ) কঠিন> তরল >গ্যাস
গ) তরল >গ্যাস >কঠিন
ঘ) গ্যাস >তরল >কঠিন
উত্তরঃ খ) কঠিন> তরল >গ্যাস।
৮) এক চামচ নুন এক কাপ জলে গোলার পরে সেই নুন জল কে দুদিন রোদে রাখলে যা হবে তা হল—
ক) নুন জল যেমন ছিল তেমনই থাকবে
খ) নুন উবে যাবে জল পড়ে থাকবে
গ) নুন বা জল কিছুই পড়ে থাকবে না
ঘ) জল উবে যাবে নুন পড়ে থাকবে
উত্তরঃ ঘ) জল উবে যাবে নুন পড়ে থাকবে।
৯) মাছ কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে রাখা হল। কি করা হলে মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে?
ক) বেশি করে নুন মাখিয়ে রোদে শুকিয়ে রাখলে
খ) খুব ঠান্ডা রাখা হলে
গ) নুন হলুদ মাখিয়ে খুব ঠান্ডা রাখা হলে
ঘ) ঢাকা দিয়ে রান্না ঘরে সাধারণ উষ্ণতায় রাখলে
উত্তরঃ ঘ) ঢাকা দিয়ে রান্না ঘরে সাধারণ উষ্ণতায় রাখলে।
১০) একই রকমের তিনটে বালতিতে কানায় কানায় জল ভরে রাখা আছে। প্রথমটা একটা ফুটবল আকারের নিরেট লোহার বল দ্বিতীয়টাএকটা ক্রিকেট বল আর তৃতীয়টা পাঁচটা কাঁচের মার্বেল দেওয়া হলো। প্রত্যেক বালতি থেকেই কিছুটা জল উপচে পড়ল। বালতি থেকে যতটা জল উপচে পড়বে তার ক্রম হল—-
ক) প্রথম> দ্বিতীয় >তৃতীয়
খ) তৃতীয় >দ্বিতীয়> প্রথম
গ) দ্বিতীয়> তৃতীয়> প্রথম
ঘ) প্রথম >তৃতীয় >দ্বিতীয়
উত্তরঃ ক) প্রথম> দ্বিতীয় >তৃতীয়।
১১) চাকার ব্যবহার সভ্যতা কে অনেক এগিয়ে দিয়েছে। সভ্যতার প্রথম থেকে আজ পর্যন্ত মানুষ চাকা তৈরিতে কোথাও ব্যবহার করেছে ধাতু কোথাও রাবারের টায়ার। প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত মানুষ চাকা তৈরিতে যা যা জিনিস ব্যবহার করেছে তার ঠিক ক্রম হল--
ক) রবার> কাঠ >ধাতু
খ) ধাতু >কাঠ >রাবার
গ) কাঠ >ধাতু >রাবার
ঘ) রাবার> ধাতু >কাঠ
উত্তরঃ গ) কাঠ >ধাতু >রাবার।
১২) লোহা আর লোহা থেকে তৈরি ইস্পাত দিয়ে বহু জিনিস তৈরি করা হয়। নানান কাজে লোহার ব্যাপক ব্যবহারের প্রধান অসুবিধা হলো এই যে--
ক) লোহা খুব শক্ত ধাতু
খ) লোহার দাম অত্যন্ত বেশি
গ) লোহা খুব সহজে পৃথিবীতে পাওয়া যায় না
ঘ) জল হাওয়াতে দীর্ঘদিন থাকলে লোহায় মরচে পড়ে নষ্ট হয়ে যায়
উত্তরঃ ঘ) জল হাওয়াতে দীর্ঘদিন থাকলে লোহায় মরচে পড়ে নষ্ট হয়ে যায়।
১৩) তোমরা সকলে জানো স্বাস্থ্য ই আমাদের সম্পদ তাই শরীরকে সুস্থ রাখতে আমাদের কি করা উচিত নয়?
ক) প্রতিদিন সকালে হাটা
খ) পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া
গ) বেশি পরিমাণে ভাজা খাবার খাওয়া
ঘ) সাঁতারের অভ্যাস করা
উত্তরঃ গ) বেশি পরিমাণে ভাজা খাবার খাওয়া।
১৪) 'আগামী 24 ঘণ্টায় 90 কিমি / ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বইবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আছে' --টেলিভিশনে এই খবরটা শোনার পর তুমি তোমার আশপাশের মানুষদের কিভাবে সতর্ক করবে
ক) খেতে চাষ করতে যেতে বলবে
খ) নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যেতে বলবে
গ) মাঠে খেলতে যেতে বলবে
ঘ) ঝড়ের সময়ে পাকা বাড়ীতে আশ্রয় নিতে বলবে
উত্তরঃ ঘ) ঝড়ের সময়ে পাকা বাড়ীতে আশ্রয় নিতে বলবে।
১৫) নিচের কোন কারণের জন্য মাটির গুন নষ্ট হয় না?
ক) বৃষ্টির জলে মাটির কনা জলে ধুয়ে গেলে
খ) অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে
গ) চাষের সময় পরিমিত জৈব সার ব্যবহার করলে
ঘ) কল কারখানা থেকে নিসৃত নোংরা জল মাটিতে মিশলে
উত্তরঃ গ) চাষের সময় পরিমিত জৈব সার ব্যবহার করলে।
খ) মাছ
গ) গিরগিটি
ঘ) চিংড়ি
খ) পাহাড়ি অঞ্চলের গাছ- পাইন
গ) বালিতে জন্মানো গাছ -বট
ঘ) স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ -ফনিমনসা
খ) কয়লা
গ) জৈব গ্যাস
ঘ) কাঠ
উত্তরঃ গ) জৈব গ্যাস।