Mayatoru Ashokbijoy Raha Bangla Part 1 Class 5 | মায়াতরু অশোকবিজয় রাহা বাংলা প্রথম পর্ব পঞ্চম শ্রেণি

Mayatoru Ashokbijoy Raha Bangla Part 1 Class 5
Mayatoru Ashokbijoy Raha Bangla Part 1 Class 5 

Mayatoru Ashokbijoy Raha Bangla Part 1 Class 5

Class 5 Mayatoru Ashokbijoy Raha Bangla Part 1

মায়াতরু অশোকবিজয় রাহা বাংলা প্রথম পর্ব পঞ্চম শ্রেণি

Class 5 Text Book Patabahar

 মায়াতরু
অশোকবিজয় রাহা

এক যে ছিল গাছ,
সন্ধে হলেই দু হাত তুলে জুড়ত ভুতের নাচ।
আবার হঠাৎ কখন
বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন
ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গরগর
বিষ্টি হলেই আসতো আবার  কম্প দিয়ে জ্বর।
এক পশলা শেষে
আবার যখন চাঁদ  উঠত হেসে
কোথায় বা সেই  ভালুক গেল ,কোথায় বা সেই গাছ,
মুকুট হয় ঝাঁক বেঁধেছে লক্ষ্ হীরের মাছ।
ভোরবেলাকার আবছায়াতে কান্ড হতো কি যে
ভেবে পাই নে নিজে ,
সকাল হলো যেই,
একটিও মাছ নেই ,
কেবল দেখি পড়ে আছে ঝিকিরমিকির আলোর
রুপালি ঝালর। 

☝লেখক পরিচিতঅশোকবিজয় রাহা (১৯১০-১৯৯০): জন্ম বাংলাদেশের শ্রীহট্টে। কবি ও প্রাবন্ধিক। রচিত উল্লেখযোগ্য কাব্য "ভানুমতীর মাঠ', 'রুদ্রবসন্ত', 'ডিহংনদীর বাঁকে', 'জলডমুর পাহাড়', 'রক্তসন্ধ্যা", "উড়ো চিঠির বাঁক। নদী, পাহাড়, অরণ্যপ্রকৃতি তাঁর কবিতার কেন্দ্রভূমি। ১৯৯০ খ্রিস্টাব্দে তাঁর জীবনাবসান হয়।

"মায়াতরু" কবিতাটি তাঁর "ভানুমতীর মাঠ' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

👆শব্দার্থপশলা- একবারের বৃষ্টি। কম্প – কাপুনি। ঝিকিমিকির-বিকিমিকি। ঝিলিক- তীব্র কিন্তু অল্পক্ষণ আলোর ছটা, চমক। আবছায়া- আবছা/ অস্পষ্ট। ঝালর- যা ঝলমলে  করে ঝুলিতে থাকে। হঠাৎ- অকাস্মাৎ। রূপালি- রূপার মতো আভাযুক্ত। ঝাঁক বেঁধেছে- জল বেধেছে। জুড়ত- শুরু করত।

👇সারসংক্ষেপ- 

হাতে কলমে

👉১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

১.১ তোমার চেনা এমন দুটি গাছের নাম লেখো অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে।

উত্তর-আমার চেনা এমন দুটি গাছ হল কলাগাছ ও খেজুর গাছ।

১.২ দুই বন্ধু আর ভাল্লুককে নিয়ে যে গল্পটি আছে তা তোমরা শুনেছ? যদি না শুনে থাকো, তাহলে শিক্ষকের থেকে জেনে নিয়ে গল্পটি নিজের খাতায় লেখো।

উত্তর-  একদা দুই বন্ধু ভ্রমণে বের হয়েছিল। তাদের পথটি পড়েছিল এক জঙ্গলের ভেতর দিয়ে। যখন তারা জঙ্গলের মধ্যে অর্ধেক পথ এসেছে, তখন একটা ভাল্লুক তাদের দিকে ধীরগতিতে এগিয়ে আসছিল । তাদের মধ্যে একজন একটা গাছে উঠে পড়ল। অন্যজন গাছে চড়তে জানত না এবং সে নিঃশ্বাস বন্ধ করে উপুড় হয়ে মাটিতে শুয়ে পড়ল।

১.৩ নানারকম রঙিন মাছ তুমি কোথায় দেখেছে?

উত্তর- নানা রকম রঙিন মাছ আমি আমার মামার বাড়ির অ্যাকোরিয়ামে দেখেছি।

১.৪ ভোরের আলো তোমার কেমন লাগে? তখন তোমার কোথায় যেতে ইচ্ছে করে?

উত্তর- ভোরের আলো আমার ভালোই লাগে। তখন আমার বাড়ির বাইরে যেতে ইচ্ছা করে।

১.৫ আলোয় এবং অপকারে একই গাছের দুরকম চেহারা তোমার চোখে কীভাবে ধরা পড়ে?

উত্তর- কলাগাছ সকালে দেখতে একরকম লাগে। আর অন্ধকারে দেখলে মনে হয় হাত নেড়ে ডাকছে।

👉২. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মিলিয়ে লেখো:

গাছ

অশরীরী

বন

বৃক্ষ

ভূত

কাঁপুনি

ঝালর

অরণ্য

কম্প

পর্দা

 উত্তর-

গাছ

বৃক্ষ

বন

অরণ্য

ভূত

অশরীরী

ঝালর

পর্দা

কম্প

কাঁপুনি

 👉৩. কবিতা অবলম্বনে শূন্যস্থান পূরণ করো :

৩.১ এক যে ছিল______।

উত্তর- এক যে ছিল গাছ

৩.২ বিষ্টি হলেই আসত_______ কম্প দিয়ে_______।

উত্তর- বিষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে জ্বর

৩.৩ ______হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ ______ মাছ।

উত্তর- মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হিরার মাছ।

৩.৪ _______ পশলার ______।

উত্তর- এক পশলার শেষে

৩.৫ বনের মাথায় ঝিলিক মেরে ______ উঠত যখন

ভালুক হয়ে ঘাড় _____ করত সে _____।

উত্তর- বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন

ভালুক হয়ে ঘাড় ফুলেয়ে করত সে গরগর।

👉৪. কবিতাটি অবলম্বনে একটি গল্প তৈরি করো :

একটি গাছ ছিল সন্ধে হলেই _______________। আবার কখনো হঠাৎ বনের _____________ । যখন বৃষ্টি শেষ হয়ে যেত  _______________। ভোরবেলায় কত কী যে ________________।  আর যখন সকাল হতো ________________________।

উত্তর- একটি গাছ ছিল সন্ধে হলেই দুহাত তুলে নাচ জুড়ত ভূতের মতো। আবার কখনো হঠাৎ বনের মধ্যে যখন চাঁদ উঠত, তখন ভালুক হয়ে ঘাড় ঘুরাত । যখন বৃষ্টি শেষ হয়ে যেত কম্প দিয়ে জ্বর আসত। ভোরবেলায় কত কী যে আবছায়ার কান্ড হতো। আর যখন সকাল হতো একটিও মাছের দেখা পাওয়া যেত না।

👉৫. শব্দগুলির অর্থ লিখে তা দিয়ে বাক্য রচনা করো: ঝাঁক, বিলিক, ঘাড়, মুকুট, ঝিকিরমিকির।

উত্তর-

ঝাঁক-  (অনেক গুলো)-

বিলিক-       (চমক)-           

ঘাড়-  (গলার পিছনের দিকের অংশ)-

মুকুট- (মাথার অলংকার)-   

ঝিকিরমিকির- (ঝিকিমিকি)- 

👉৬. কোনটি কী জাতীয় শব্দ শব্দঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো :

গাছ, যে, বা, রূপালি, জুড়ত, তুলে, হয়ে, ঝিকিরমিকির, লক্ষ, সে, কম্প, জ্বর।

উত্তর-

বিশেষ্য

বিশেষণ

সর্বনাম

অব্যয়

ক্রিয়া

গাছ

লক্ষ

কম্প

জ্বর                  

রূপালি

ঝিকিরমিকির

যে

সে                 

বা

হয়ে

জুড়ত

তুলে                  

👉৭. বিপরীতার্থক শব্দ লেখো: সন্ধে, হঠাৎ, শেষে, হেসে, আলো।

উত্তর-

শব্দ

বিপরীতার্থক শব্দ

সন্ধে

সকাল

হঠাৎ

প্রায়শই

শেষে

শুরুতে

হেসে

কেঁদে

আলো

অন্ধকার

👉৮. সমার্থক শব্দ লেখো :  গাছ, ভুত, বন, বিষ্টি, মাছ, চাঁদ।

উত্তর-

গাছ- বৃক্ষ, তরু, পাদক, উদ্ভিদ, শাখী, মহিরুহ, বিটপী।

ভুত- প্রেতাত্মা, কায়াহীন।

বন- জঙ্গল, অরণ্য, কানন, কান্তার।

বিষ্টি- বৃষ্টি,

মাছ- মৎস্য, মীন।

চাঁদ- চন্দ্র, শশী, শশাঙ্ক, বিধু, সুধাকর, শশধর, চন্দ্রমা।

👉৯. প্রতিটি বাক্য ভেঙে আলাদা দুটি বাক্যে লেখো:

৯.১ এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভুতের নাচ।

উত্তর- একটি গাছ ছিল। সন্ধে হলেই দুহাত তুলে ভূতের মতো নাচ জুড়তো।

৯.২ বিষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে জ্বর।

উত্তর- বিষ্টি হত। কম্প দিয়ে জ্বর আসত।

৯.৩ সকাল হল যেই, একটিও মাছ নেই।

উত্তর- সকাল হল। একটিও মাছের দেখা নেই।

৯.৪ মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ।

উত্তর- লক্ষ হিরার মাছ আছে। মাছগুলি মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে।

৯.৫ ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গরগর।

উত্তর- সে ভালুক হয়ে যেত, সে ঘাড় ফুলিয়ে গরগর আওয়াজ করত।

👉১০. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো :

র গ র গ,  ট কু মু,  ব আ য়া ছা,  র কি মি ঝি র কি,  র বে ভো লা।

উত্তর-

র গ র গ- গরগর।

ট কু মু- মুকুট।

ব আ য়া ছা- আবছায়া।

র কি মি ঝি র কি- ঝিকিরমিকির।

র বে ভো লা- ভোরবেলা।

👉১১.১ কবি আশোকবিজয় রাহার দুটি বইয়ের নাম লেখো।

উত্তর- আশোকবিজয় রাহার দুটি বইয়ের নাম "ভানুমতীর মাঠ',  'রুদ্রবসন্ত',।

১১.২ তাঁর কবিতা রচনার প্রধান বিষয়টি কী ছিল?

উত্তর- তাঁর কবিতা রচনার প্রধান বিষয়টি ছিল নদী- পাহাড়, অরণ্যপ্রকৃতি।

১১.৩ ‘মায়াতরু’ কবিতাটি তাঁর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর- ‘মায়াতরু’ কবিতাটি তাঁর "ভানুমতীর মাঠ' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

👉১২. দিনের কোন সময়ে কোন ঘটনাটি ঘটছে পাশে পাশে লেখো। খাতায় ছবি আঁকো :

১২.১ দুহাত তুলে জুড়ত ভূতের নাচ _______।

উত্তর- দুহাত তুলে জুড়ত ভূতের নাচ সন্ধে বেলা

১২.২ ভাল্লুক হয়ে ঘাড় ফুলিয়ে করত যে গরগর_______।

উত্তর- ভাল্লুক হয়ে ঘাড় ফুলিয়ে করত যে গরগর বনের মাথায় যখন চাঁদ উঠত রাতে

১২.৩ কেবল দেখি পড়ে আছে ঝিকিমিকির আলোর রূপালি এক ঝালর_____।

উত্তর- কেবল দেখি পড়ে আছে ঝিকিমিকির আলোর রূপালি এক ঝালর সকালবেলা

👉১৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১৩.১ 'মায়াতরু' শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে 'মায়াতরু' বলা হয়েছে কেন?

উত্তর-

১৩.২ শব্দের শুরুতে 'মায়া' যোগ করে পাঁচটি নতুন শব্দ তৈরি করো। একটি কনো দেওয়া হল মায়াজাল

উত্তর-

i)             মায়াকান্না

ii)           মায়াবতী

iii)         মায়া বাঁধন

iv)          মায়ামৃগ

v)           মায়াকানন

১৩.৩ ভূতের আর গাছের প্রসঙ্গ রয়েছে এমন কোন গল্প তুমি পড়েছ? পাঁচটি বাক্যে সেই গল্পটি লেখো।

উত্তর-

১৩.৪ দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রুপে দেখেছেন?

উত্তর-

১৪. যে গাছটিকে দেখে তোমার মনেও অনেক কল্পনা ভিড় জমায়, তার একটি ছবি আঁকো, সেই গাছটি সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post