Mayatoru Ashokbijoy Raha Bangla Part 1 Class 5 |
Mayatoru Ashokbijoy Raha Bangla Part 1 Class 5
Class 5 Mayatoru Ashokbijoy Raha Bangla Part 1
মায়াতরু অশোকবিজয় রাহা বাংলা প্রথম পর্ব পঞ্চম শ্রেণি
Class 5 Text Book Patabahar
"মায়াতরু" কবিতাটি তাঁর "ভানুমতীর মাঠ' কাব্যগ্রন্থ থেকে
নেওয়া হয়েছে।
হাতে কলমে
👉১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
১.১ তোমার চেনা এমন দুটি গাছের নাম লেখো অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন
মানুষের মতো হাত নেড়ে ডাকছে।
উত্তর-আমার চেনা এমন দুটি গাছ হল কলাগাছ ও খেজুর গাছ।
১.২ দুই বন্ধু আর ভাল্লুককে নিয়ে যে গল্পটি আছে তা তোমরা শুনেছ? যদি না
শুনে থাকো, তাহলে শিক্ষকের থেকে জেনে নিয়ে গল্পটি নিজের খাতায় লেখো।
উত্তর-
১.৩ নানারকম রঙিন মাছ তুমি কোথায় দেখেছে?
উত্তর- নানা রকম রঙিন মাছ আমি আমার মামার বাড়ির অ্যাকোরিয়ামে দেখেছি।
১.৪ ভোরের আলো তোমার কেমন লাগে? তখন তোমার কোথায় যেতে ইচ্ছে করে?
উত্তর- ভোরের আলো আমার ভালোই লাগে। তখন আমার বাড়ির বাইরে যেতে ইচ্ছা করে।
১.৫ আলোয় এবং অপকারে একই গাছের দুরকম চেহারা তোমার চোখে কীভাবে ধরা পড়ে?
উত্তর- কলাগাছ সকালে দেখতে একরকম লাগে। আর অন্ধকারে দেখলে মনে হয় হাত নেড়ে
ডাকছে।
👉২. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মিলিয়ে লেখো:
ক |
খ |
গাছ |
অশরীরী |
বন |
বৃক্ষ |
ভূত |
কাঁপুনি |
ঝালর |
অরণ্য |
কম্প |
পর্দা |
উত্তর-
ক |
খ |
গাছ |
বৃক্ষ |
বন |
অরণ্য |
ভূত |
অশরীরী |
ঝালর |
পর্দা |
কম্প |
কাঁপুনি |
👉৩. কবিতা অবলম্বনে শূন্যস্থান পূরণ করো :
৩.১ এক যে ছিল______।
উত্তর- এক যে ছিল গাছ।
৩.২ বিষ্টি হলেই আসত_______ কম্প দিয়ে_______।
উত্তর- বিষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে জ্বর।
৩.৩ ______হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ ______ মাছ।
উত্তর- মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হিরার মাছ।
৩.৪ _______ পশলার ______।
উত্তর- এক পশলার শেষে।
৩.৫ বনের মাথায় ঝিলিক মেরে ______ উঠত যখন
ভালুক হয়ে ঘাড় _____ করত সে _____।
উত্তর- বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন
ভালুক হয়ে ঘাড় ফুলেয়ে করত সে গরগর।
👉৪. কবিতাটি অবলম্বনে একটি গল্প তৈরি করো :
একটি গাছ ছিল সন্ধে হলেই _______________। আবার কখনো হঠাৎ বনের _____________
। যখন বৃষ্টি শেষ হয়ে যেত _______________।
ভোরবেলায় কত কী যে ________________। আর যখন
সকাল হতো ________________________।
উত্তর- একটি গাছ ছিল সন্ধে হলেই দুহাত তুলে নাচ জুড়ত ভূতের মতো। আবার কখনো
হঠাৎ বনের মধ্যে যখন চাঁদ উঠত, তখন ভালুক হয়ে ঘাড় ঘুরাত । যখন বৃষ্টি শেষ হয়ে যেত কম্প দিয়ে জ্বর আসত। ভোরবেলায় কত কী যে আবছায়ার
কান্ড হতো। আর যখন সকাল হতো একটিও মাছের দেখা পাওয়া যেত না।
👉৫. শব্দগুলির অর্থ লিখে তা দিয়ে বাক্য রচনা করো: ঝাঁক, বিলিক, ঘাড়, মুকুট,
ঝিকিরমিকির।
উত্তর-
ঝাঁক- (অনেক গুলো)-
বিলিক- (চমক)-
ঘাড়- (গলার পিছনের দিকের অংশ)-
মুকুট- (মাথার অলংকার)-
ঝিকিরমিকির- (ঝিকিমিকি)-
👉৬. কোনটি কী জাতীয় শব্দ শব্দঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো :
গাছ, যে, বা, রূপালি, জুড়ত, তুলে, হয়ে, ঝিকিরমিকির, লক্ষ, সে, কম্প, জ্বর।
উত্তর-
বিশেষ্য |
বিশেষণ |
সর্বনাম |
অব্যয় |
ক্রিয়া |
গাছ লক্ষ কম্প জ্বর
|
রূপালি ঝিকিরমিকির |
যে সে
|
বা হয়ে |
জুড়ত তুলে |
👉৭. বিপরীতার্থক শব্দ লেখো: সন্ধে, হঠাৎ, শেষে, হেসে, আলো।
উত্তর-
শব্দ |
বিপরীতার্থক শব্দ |
সন্ধে |
সকাল |
হঠাৎ |
প্রায়শই |
শেষে |
শুরুতে |
হেসে |
কেঁদে |
আলো |
অন্ধকার |
👉৮. সমার্থক শব্দ লেখো : গাছ, ভুত,
বন, বিষ্টি, মাছ, চাঁদ।
উত্তর-
গাছ- বৃক্ষ, তরু, পাদক, উদ্ভিদ, শাখী, মহিরুহ, বিটপী।
ভুত- প্রেতাত্মা, কায়াহীন।
বন- জঙ্গল, অরণ্য, কানন, কান্তার।
বিষ্টি- বৃষ্টি,
মাছ- মৎস্য, মীন।
চাঁদ- চন্দ্র, শশী, শশাঙ্ক, বিধু, সুধাকর, শশধর, চন্দ্রমা।
👉৯. প্রতিটি বাক্য ভেঙে আলাদা দুটি বাক্যে লেখো:
৯.১ এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভুতের নাচ।
উত্তর- একটি গাছ ছিল। সন্ধে হলেই দুহাত তুলে ভূতের মতো নাচ জুড়তো।
৯.২ বিষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে জ্বর।
উত্তর- বিষ্টি হত। কম্প দিয়ে জ্বর আসত।
৯.৩ সকাল হল যেই, একটিও মাছ নেই।
উত্তর- সকাল হল। একটিও মাছের দেখা নেই।
৯.৪ মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ।
উত্তর- লক্ষ হিরার মাছ আছে। মাছগুলি মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে।
৯.৫ ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গরগর।
উত্তর- সে ভালুক হয়ে যেত, সে ঘাড় ফুলিয়ে গরগর আওয়াজ করত।
👉১০. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো :
র গ র গ, ট কু মু, ব আ য়া ছা, র কি মি ঝি র কি, র বে ভো লা।
উত্তর-
র গ র গ- গরগর।
ট কু মু- মুকুট।
ব আ য়া ছা- আবছায়া।
র কি মি ঝি র কি- ঝিকিরমিকির।
র বে ভো লা- ভোরবেলা।
👉১১.১ কবি আশোকবিজয় রাহার দুটি বইয়ের নাম লেখো।
উত্তর- আশোকবিজয় রাহার দুটি বইয়ের নাম "ভানুমতীর মাঠ', 'রুদ্রবসন্ত',।
১১.২ তাঁর কবিতা রচনার প্রধান বিষয়টি কী ছিল?
উত্তর- তাঁর কবিতা রচনার প্রধান বিষয়টি ছিল নদী- পাহাড়, অরণ্যপ্রকৃতি।
১১.৩ ‘মায়াতরু’ কবিতাটি তাঁর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর- ‘মায়াতরু’ কবিতাটি তাঁর "ভানুমতীর মাঠ' কাব্যগ্রন্থ থেকে নেওয়া
হয়েছে।
👉১২. দিনের কোন সময়ে কোন ঘটনাটি ঘটছে পাশে পাশে লেখো। খাতায় ছবি আঁকো
:
১২.১ দুহাত তুলে জুড়ত ভূতের নাচ _______।
উত্তর- দুহাত তুলে জুড়ত ভূতের নাচ সন্ধে বেলা।
১২.২ ভাল্লুক হয়ে ঘাড় ফুলিয়ে করত যে গরগর_______।
উত্তর- ভাল্লুক হয়ে ঘাড় ফুলিয়ে করত যে গরগর বনের মাথায় যখন চাঁদ উঠত
রাতে।
১২.৩ কেবল দেখি পড়ে আছে ঝিকিমিকির আলোর রূপালি এক ঝালর_____।
উত্তর- কেবল দেখি পড়ে আছে ঝিকিমিকির আলোর রূপালি এক ঝালর সকালবেলা।
👉১৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১৩.১ 'মায়াতরু' শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে 'মায়াতরু' বলা হয়েছে কেন?
উত্তর-
১৩.২ শব্দের শুরুতে 'মায়া' যোগ করে পাঁচটি নতুন শব্দ তৈরি করো। একটি কনো দেওয়া হল মায়াজাল
উত্তর-
i)
মায়াকান্না
ii)
মায়াবতী
iii)
মায়া বাঁধন
iv)
মায়ামৃগ
v)
মায়াকানন
১৩.৩ ভূতের আর গাছের প্রসঙ্গ রয়েছে এমন কোন গল্প তুমি পড়েছ? পাঁচটি বাক্যে সেই গল্পটি লেখো।
উত্তর-
১৩.৪ দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রুপে দেখেছেন?
উত্তর-