Pain Dariye Akase Noyon Tuli by Hainrikh Haine Part 1 Bangla Class 6 |
পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি হাইনরিখ হাইনে
পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি হাইনরিখ হাইনে পার্ট ১ বাংলা ষষ্ট শ্রেণি
ষষ্ট শ্রেণি
Pain Dariye Akase Noyon Tuli by Hainrikh Haine Part 1 Bangla Class 6
Class 6 Pain Dariye Akase Noyon Tuli by Hainrikh Haine Part 1 Bangla Class 6
পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি
হাইনরিখ হাইনে
উত্তরে বুনো নগ্ন পাহাড় প'রে,
দাঁড়িয়ে পাইন আকাশে নয়ন তুলে,
যেন বরফের রুপালি কাপড় প'রে,
স্বপ্ন সে দেখে দিন-রাত দুলে দুলে।
দাঁড়িয়ে পাইন আকাশে নয়ন তুলে,
যেন বরফের রুপালি কাপড় প'রে,
স্বপ্ন সে দেখে দিন-রাত দুলে দুলে।
স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি প'রে,
সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে,
তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভ'রে
দাঁড়ায়ে রয়েছে পামগাছ মরুতটে।
-------অনুবাদ: সৌম্যেন্দ্রনাথ ঠাকুর
Link