Bong Amar Jononi Amar By Dbijendolal Roy Part 1 Class 6 |
প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্নের উত্তর পত্র লিখে জমা দিয়েছো এখনো লিখে বাড়িতে রেখেছো যেগুলো সপ্তম অধ্যায় সপ্তম বিতরণ প্রশ্নপত্রের উত্তর সেগুলো তোমরা বিদ্যালয় খুললে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিয়ে দেবে আর পরবর্তী সময়ে শিক্ষা মহলের নির্দেশে তোমাদের বিদ্যালয় গুটি কয়েকটি ছাত্র-ছাত্রী নিয়ে শুরু করা হবে এবং পরে সমস্ত ছাত্র-ছাত্রীদের পূর্বের ন্যায় পঠন-পাঠনের সুযোগ দেওয়া হবে আর সেই উদ্দেশ্যেই তোমাদের পড়াশোনার গতির পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা তোমাদের বাংলা বইয়ের কবিতা নিয়ে হাজির হয়েছি
আজ আমরা Bong Amar Jononi Amar By Dbijendolal Roy Part 1 Class 6 | বঙ্গ আমার ! জননী আমার ! দ্বিজেন্দ্রলাল রায় পার্ট ১ বাংলা ষষ্ট শ্রেণি পাঠে মনোনিবেশ করব
Class 6 Bangla Bong Amar Jononi Amar
Bong Amar Jononi Amar By Dbijendolal Roy Part 1 Class 6
বঙ্গ আমার ! জননী আমার ! দ্বিজেন্দ্রলাল রায় পার্ট ১ বাংলা ষষ্ট শ্রেণি
বঙ্গ আমার ! জননী আমার !
দ্বিজেন্দ্রলাল রায়
বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ
কেন -গো মা তোর শুকনো নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ?
কেন গো মা তোর আসন, কেন গো মা তোর মলিন বেশ?
ত্রিংশ কোটি সন্তান যার ডাকে উচ্চে--' আমার দেশ'
উদিল যেখানে বুদ্ধ -আত্মা মুক্ত করিতে মোক্ষ দ্বার,
আজিও জুড়িয়া অর্ধ- জগৎ ভক্তি প্রণত চরণে যাঁর;
অশোক যাঁহার কীর্তি ছাইল গন্ধার হইতে জলধি শেষ,
তুই কি না মাগো তাঁদের জননী তুই কি না মাগো তাঁদের দেশ।
একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়,
একদা যাহার অর্ণব পোত ভ্রমিল ভারত সাগরময়;
সন্তান যার তিব্বত -চীন- জাপান গঠিন উপনিবেশ,
তার কিনা এই ধুলায় আসন, তার কিনা এই ছিন্ন বেশ!
উঠিল যেখানে মুখে মন্ত্র নিমাই কন্ঠে মধুর তান,
নেয়ার বিধান দিল রঘুমণি, চন্ডীদাস যেথা গাহিল গান।
যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই তো মা সেই ধন্য দেশ!
ধন্য আমরা যদি এ শিরায় থাকে তাঁদের রক্তলেশ।
যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘোর ,
কেটে যাবে মেঘ, নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর,
আমরা ঘোচাবো মা তোর দৈন্য; মানুষ আমরা; নহি তো মেষ!
দেবী আমার! সাধনা আমার !স্বর্গ আমার !আমার দেশ!
কিসের দুঃখ, কিসের দৈন্য , কিসের লজ্জা, কিসের ক্লেশ।
ত্রিংশ কোটি মিলিত -কন্ঠে ডাকে যখন --'আমার দেশ'।
উপরোক্ত আলোচ্য বিষয়ে তোমাদের কোন প্রশ্ন জিজ্ঞাসা করা থাকলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে খুব শিগগিরই জানিয়ে দিবে ।
ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পড়াশোনা চালিয়ে যেতে থেকো আমাদের সঙ্গে এতোক্ষণ থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।