Praoshno Porichiti o Anusilon Class 10 Part 1 Bangla 2021 |
Bohubikalpo Vittik Praoshno Porichiti o Anusilon Class 10 Part 1 Bangla 2021 | বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন বাংলা দশম শ্রেণি
Bohubikalpo Vittik Praoshno Porichiti o Anusilon Class 10 Part 1 Bangla 2021
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন বাংলা দশম শ্রেণি
MCQ Adaptation Package for Class 10 Bengali
দশম শ্রেণী
বাংলা
(A) আরাম পাওয়ার জন্য
(B) বাচ্চাদের সুবিধার জন্য
(C) সরু ডালে বাসা তৈরির কারণে
(D) হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য
উত্তরঃ (D) হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।
2. মাটিতে গর্ত করে তার মধ্যে ডিম পাড়ে যে পাখিরা তাদের অন্যতম
(A) টুনটুনি
(B) গাঙচিল
(C) তিতির
(D) শালিক
উত্তরঃ (C) তিতির।
3. তালচোচ পাখির বৈশিষ্ট্য
(A) তারা ভাঙা কাচ পাথর দিয়ে বাসা তৈরি করে।
(B) তারা থুতু দিয়ে বাসা তৈরি করে।
(C) তারা তালপাতা দিয়ে বাসা তৈরি করে
(A) আফ্রিকার
(B) লাতিন আমেরিকার
(C) অস্ট্রেলিয়ার
(D) হিমালয় অঞ্চলের
উত্তরঃ(A) আফ্রিকার।
5. ‘পাখি’ শব্দটি একটি
(A) তৎসম শব্দ
(B) তদ্ভব শব্দ
(C) দেশি শব্দ
(D) বিদেশি শব্দ
উত্তরঃ B) তদ্ভব শব্দ।
6. এদেশে ছাপা প্রথম সংবাদপত্র ছিল
(A) বেঙ্গল গেজেট
(B) সমাচার দর্পণ
(C) অমৃতবাজার,
(D) দিগদর্শন
উত্তরঃ A) বেঙ্গল গেজেট।
7. কেরিসাহেব কাজ করতেন
(A) সেরেস্তায়
(B) নীলকুঠিতে
(C) মহাফেজখানায়
(D) সেনাবাহিনীতে
উত্তরঃB) নীলকুঠিতে।
8. উইলিয়ার কেরি তাঁর নিজস্ব নীলকুঠি কিনে দিলেন।
(A) খড়দহে
(B) দমদমে
(C) খিদিরপুরে
(D) বনগ্রামে
উত্তরঃ(C) খিদিরপুরে।
9. কেরি সাহেব তখন বাইবেলের বাংলা অনুবাদ করেছেন, – রেখাঙ্কিত পদটি হলো
(A) কর্মকারক
(B) সম্বন্ধ পদ
(C) অধিকরণ কারক
(D) নিমিত্ত কারক
উত্তরঃ (B) সম্বন্ধ পদ।
10. ‘সংবাদপত্র’ শব্দটি যে সমাসের উদাহরণ
(A) উপমান কর্মধারয়
(B) মধ্যপদলোপী কর্মধারয়
(C) দ্বন্দ্ব
(D) মধ্যপদলোপী বহুব্রীহি
উত্তরঃ (B) মধ্যপদলোপী কর্মধারয়।
11. পুতুল নাচিয়েকে পুতুলের খেলা দেখানোর সঙ্গে আর যা শিখতে হয়।
(A) ভোজবাজি
(B) গল্প রচনা
(C) আলোর মায়াজাল
(D) অভিনয়
উত্তরঃB) গল্প রচনা।
12. পুতুল নাচের মাধ্যমে
(A) ধর্মশিক্ষা দেওয়া হয়
(B) লোকশিক্ষা দেওয়া হয়
(C) জটিল বিষয়কে সহজভাবে বলা হয়।
(D) মানুষকে বিনোদন দেওয়া হয়।
উত্তরঃ(A) ধর্মশিক্ষা দেওয়া হয়।
13. পুতুল নাচ-এ নাচের সঙ্গে থাকে
(A) গান
(B) অভিনয়
(C) গান ও অভিনয়
(D) নানা শারীরিক কৌশলের প্রদর্শন
উত্তরঃ(C) গান ও অভিনয়।
14. পুতুল নাচের মূল লক্ষ
(A) মানুষকে লোকসংস্কৃতি বিষয়ে সচেতন করা
(B) গ্রামীণ কৃষিজীবনের প্রচার
(C) কৃষ্ণ কথার প্রচার
(D) সমাজ কল্যাণ ঘটানো
উত্তরঃ (D) সমাজ কল্যাণ ঘটানো।
15. ‘স্বাগত’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হল
(A) সু + আগত
(B) স্ব + আগত
(C) স্ব + গত
(D) স্বাগম্ + ত
উত্তরঃ A) সু + আগত।
16. ইউরোপ চশমার সঙ্গে পরিচিত হয়েছিল
(A) দ্বাদশ শতকে
(B) ত্রয়োদশ শতকে
(C) চতুর্দশ শতকে
(D) পঞ্চদশ শতকে
উত্তরঃ (C) চতুর্দশ শতকে।
17. চশমা ব্যবহারের প্রথম যুগে তা ছিল
(A) সন্দেহজনক বস্তু
(B) বিলাসদ্রব্য
(C) খেলনা সামগ্রী
(D) শুধু রাজ পরিবারের জন্য
উত্তরঃB) বিলাসদ্রব্য।
18. প্রাচীন গ্রীস ও রোমে ক্ষীণদৃষ্টির প্রভুকে বই পড়ে শোনাতেন
(A) তার ছাত্ররা
(B) তার শিষ্যরা
(C) ক্রীতদাসরা
(D) গ্রন্থাগারের কর্মিরা
উত্তরঃ(C) ক্রীতদাসরা।
19. প্রথম যুগে রাতে পড়াশোনার করতে হতো
(A) মোমের আলোয়
(B) তেলের আলোয়
(C) গ্যাসের আলোয়
(D) চাঁদের আলোয়
উত্তরঃ (A) মোমের আলোয়।
20. ‘চশমা’ শব্দটি একটি
(A) ফরাসি শব্দ
(B) তুর্কি শব্দ
(C) সংস্কৃত শব্দ
(D) দেশি শব্দ
উত্তরঃ (A) ফরাসি শব্দ।
21. প্রাচীন ভারতীয় আর্যভাষার দৃষ্টান্ত
A) বৈদিক ভাষা
B) প্রাকৃত ভাষা
C) দ্রাবিড় ভাষা
D) বাংলা ভাষা
উত্তরঃ A) বৈদিক ভাষা।
22. প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে মধ্যভারতীয় আর্যভাষার উদ্ভব ঘটে
A) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
B) খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে
(C) ষষ্ঠ খ্রিস্টাব্দে
D) দশম খ্রিস্টাব্দে
উত্তরঃ A) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে।
23. ভারতীয় আর্যভাষার স্তরবিভাজন
A) দুটি
B) তিনটি
C) পাঁচটি
D) দশটি
উত্তরঃ B) তিনটি।
24. বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন
(A) বৈষ্ণব পদ
B) চর্যাপদ
C) শ্রীকৃষ্ণ কীর্তন
D) বেদ
উত্তরঃ B) চর্যাপদ।
25. ‘আর্যভাষা’ শব্দটির প্রকল্প হলো
A) মধ্যপদলোপী কর্মধারয়
B) সম্বন্ধ তৎপুরুষ
C) সাধারণ কর্মধারয়
D) দ্বন্দ্ব
উত্তরঃ A) মধ্যপদলোপী কর্মধারয়।
26. কবিদের ‘যোজনা যৌশল’ হল
(A) অস্তমিল সৃষ্টি
B) যুক্তাক্ষরের মায়া সৃষ্টি
C) উপমা ব্যবহার
D) আগম্বুক শব্দের ব্যবহার
উত্তরঃ B) যুক্তাক্ষরের মায়া সৃষ্টি।
27. কবিকে লক্ষ রাখতে হবে পাঠকরা যেন।
A) ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে
B) কবিতার অর্থ বুঝতে পারে
C) কবিতাকে পাঠযোগ্য মনে করে
D) কবিতার অলংকারগুলো বুঝতে পারে
উত্তরঃA) ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে।
28. কবিতা লেখার জন্য যে সমন্বয় জরুরি
(A) শব্দ আর অন্ত্যমিল
B) অক্ষরে অক্ষরে মিলন
C) শব্দের উচ্চারণ আর ছন্দের চাল
D) কল্পনা আর জীবন
উত্তরঃ C) শব্দের উচ্চারণ আর ছন্দের চাল।
29. ‘সৃষ্টি’ শব্দটির গোড়ায় যে ধাতুটি আছে
A) সূয্
B) সৃজ
C) সুস্
D) সৃ
উত্তরঃ B) সৃজ।
30. ‘উচ্চারণ’ শব্দটির মধ্যে যে ধ্বনি পরিবর্তন দেখা
A) সমীভবন
B) বিষমীভবন
C) স্বরসঙ্গতি
D) ব্যঞ্জনাগম
উত্তরঃA) সমীভবন।
31. স্টুডেন্ট ক্রেডিট কার্ড-এ একজন ছাত্র সর্বোচ্চ ঋণ পেতে পারে।
A) ৫ লক্ষ টাকা
B) ৭ লক্ষ টাকা
C) ১০ লক্ষ টাকা
D) ১৫ লক্ষ টাকা
উত্তরঃ C) ১০ লক্ষ টাকা।
32. স্টুডেন্ট ক্রেডিট কার্ড-এ আবেদনের সর্বোচ্চ বয়সসীমা
A) ১৮ বছর
B) ২০ বছর
C) ৩৭ বছর
D) ৪০ বছর
উত্তরঃD) ৪০ বছর।
33. স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় হতে হবে
(A) দু’লক্ষ টাকা
B) পাঁচ লক্ষ টাকা
C) দশ লক্ষ টাকা
D) কোনো সর্বোচ্চ সীমা নেই
উত্তরঃ D) কোনো সর্বোচ্চ সীমা নেই।
34. নীচে উল্লেখ করা সংস্থাগুলির মধ্যে যেখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ পাওয়া যায় না
A) সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক
B) গ্রাম পঞ্চায়েত
C) রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
D) বেসরকারি ব্যাক
উত্তরঃ B) গ্রাম পঞ্চায়েত।
35. স্টুডেন্ট ক্রেডিট কার্ডে নেওয়া ঋণ পরিশোধের সময়কাল
A) ৫ বছর
B) ১০ বছর
C) ১৫ বছর
D) ২০ বছর
উত্তরঃ C) ১৫ বছর।
link for another Subject