![]() |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
New Model Activity Task Swasthya O Sharir Siksha Class 8
১। বহুর মধ্যে সঠিক উত্তর খুঁজে বার করে ✔️ চিহ্ন দাও।
(ক) কোনটি শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদান?
(১) পেশিশক্তি
(২) গতি ✔
(৩) নমনীয়তা
(খ) শারীরিক সক্ষমতার স্বাস্থ্য সম্পর্কিত
উপাদানটি হল—
(১) ভারসাম্য
(২) ক্ষমতা
(৩) পেশী সহনশীলতা ✔️
(গ) 1907 সাল থেকে পরপর তিনবার ট্রেডস
কাপ জেতে কোন ক্লাব?
(১) ডালহৌসি
(২) মোহনবাগান ✔
(৩) কুমারটুলি
(ঘ) কখন স্পৃন্ট করা হয়?
(১) রক্তপাত বন্ধ করতে
(২) জ্বর কমাবার জন্য
(৩) অস্থিভঙ্গের ক্ষেত্রে ✔
২। শূন্যস্থান পূরণ করো:
(ক) শারীর শিক্ষার লক্ষ্য ব্যাক্তিস্বত্তার......
পূর্ণ বিকাশ..।
(খ) দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের
ক্ষমতা নির্ভর করে.... ক্ষিপ্রতার... উপর।
(গ) 50 মিটার দৌড়.... ট্রাক... নির্দেশ
করে
(ঘ) প্রতিদিন শারীরিক ক্রিয়া-কলাপে
অংশগ্রহণ... শরীরের অভ্যন্তরীণ... বিভিন্ন যন্ত্র ও তন্ত্র গুলির উপর প্রভাব বিস্তার
করে।
৩। বাঁদিকের সঙ্গে ডান দিকের অংশ মেলাও:
৪। কয়েকটি বাক্যে উত্তর দাও-
(ক) শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদান গুলির নাম লেখ।
উত্তরঃ - উপাদান গুলি হল-
(i) গতি
(ii) ক্ষমতা
(iii) ক্ষিপ্রতা
(iv) সমন্বয় সাধন
(v) ভারসাম্য
(vi) প্রতিক্রিয়ার সময়
(খ) শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তা
ব্যক্ত করো।
উত্তরঃ - শারীরিক সুস্থতা বা সক্ষমতা
একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। পুষ্টিকর খাদ্য গ্রহণ, ব্যায়াম, পরিচ্ছন্ন জীবনযাপনের
মাধ্যমে সক্ষমতা বাড়ে। শারীরিক সক্ষমতার বহু প্রয়োজনীয়তা ও গুরুত্ব আছে।
সেগুলি হল-(i) শারীরিক গঠন দৃঢ় হয়।
(ii) অভ্যন্তরীণ কলাকোষ অঙ্গ যন্ত্র
তন্ত্র শক্তিশালী হয়।
(iii) কাজ করার ক্ষমতা বাড়ে।
(iv) শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
পায়।
(v) রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
(vi) সর্বাঙ্গীণ শারীরিক বিকাশ ঘটে।
(vii) মনোযোগ বৃদ্ধি ঘটে।
(viii) সংযোগ স্থাপনের ক্ষমতা বাড়ে।
(গ) মোহনবাগান স্পোর্টিং ক্লাব সম্বন্ধে যা জানো লেখ।
উত্তরঃ - মোহনবাগান স্পোর্টিং ক্লাব হল একটি কলকাতাভিত্তিক ভারতীয় ফুটবল
ক্লাব। এটি প্রতিষ্ঠিত হয় 1889 সালে। মোট 32 বার এই দল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ক্রিকেট
লিগে চ্যাম্পিয়ন হয়েছে এবং মোট পাঁচবার এই দল ফুটবলে ভারতের সর্বোচ্চ লীগে চ্যাম্পিয়ন
হয়েছে। এই দল এশিয়ার ফুটবল ক্লাব গুলির মধ্যে প্রাচীনতম।
আমাদের পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পোষ্টটি সহপাঠীদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। উপরিক্তি কোন প্রশ্নোত্তরে সমস্যা থাকলে আমাদের Comment Section-এ অবশ্যই জানাও। আমরা তা সমাধানে সদা তৎপর ও সচেষ্ট থাকব, ধন্যবাদ।