Model Activity Task Class 5 Poribesh | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণি পরিবেশ

Model Activity Task Class5 poribesh | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণি পরিবেশ
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালোই আছো। পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ শ্রেণীভিত্তিক মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণি পরিবেশ Model Activity Task Class 5 Poribesh এর প্রশ্ন-পত্র বিতরণ করেছে। হোম টাক্স হিসেবে উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয় জমা দিতে হবে। আমরা তোমাদের পাশে বন্ধুর মতো হাজির হয়ে পঞ্চম শ্রেণির পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান করে দিলাম । আশা করি তোমরা উপকৃত হবে।

Digital Porasona -এর Online Educational Platform- এ সকলকে সু-স্বাগতম আমাদের এখানে তোমরা পাবে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ও অনুশীলনীর খুঁটিনাটি ব্যাখ্যা ও আলোচনা তাছাড়া বাংলা ব্যাকরণ ও English Grammar এর সুস্পষ্ট, সহজ-সরল আলোচনা।

 আজকের পোষ্টে আমরা 2021 এর Model Activity Task Class 5 এর Poribesh এর  যথাযথ সমাধান নিয়ে আলোচনা করেছি আগামীতে আমরা পরবর্তী Model Activity Task -এর সমাধান নিয়ে হাজির হবো তবে এসো আমরা আজকের বিষয়ে প্রবেশ করি। 

Solution of Model Activity Task Class 5 Poribesh

আমাদের পরিবেশ

 পঞ্চম শ্রেণি

Part-1

 নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো-

. পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত ?

উত্তর- পুকুরের জল পরিষ্কার রাখার জন্য যে সমস্ত নিষেধাজ্ঞা জারি করা উচিত তা হল

১) পুকুরে কাপড় কাঁচা, বাসন মাজা যাবে না।

২) পুকুরে স্নান করানো যাবে না।

৩) গৃহপালিত পশুর আবর্জনা ও গৃহস্থলীর আবর্জনা  পুকুরে ফেলা যাবে না।

৪) মানুষ ও পশুপাখির মল-মূত্র ত্যাগ করা যাবে না পুকুরে।

৫) নর্দমা, পয়ঃপ্রণালীর জল পুকুরে ফেলা যাবে না।

. কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় কেন ?

উত্তর- কম গভীরের জল খাওয়া উচিত নয় কারণ-  মাটির উপরের জল ছুঁয়ে নিচে জল স্তরে পৌঁছে যায়। তাছাড়া পুকুরের দূষিত জল ও নিচের স্তরে পৌঁছে যায় যা পানযোগ্য নয় এবং দূষিত জল।

. কোনো অঞ্চলের জীববৈচিত্র কেন সংরক্ষণ করা উচিত বলে তোমার মনে হয়?

উত্তর- জীব বৈচিত্র্য সংরক্ষণ করা উচিত কারণ –

১) নানা প্রজাতির ঔষধি গাছ যাতে বিলুপ্ত না হয়ে যায় ।

২) বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষিত হয়।

৩) জীব বৈচিত্র বৃদ্ধি পেলে জীবজগতের স্থায়িত্ব সুদৃঢ় হবে।

৪) বিলুপ্তপ্রায় প্রাণীদের অস্তিত্ব রক্ষা সম্ভব হবে।

. "পিঁপড়েরা হয়তো বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে"। এর সত্যতা প্রমাণের একটি ঘটনার উল্লেখ করো।

উত্তর- পিঁপড়েরা বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে কারণ- আমরা লক্ষ্য করলে দেখতে পাব বৃষ্টির প্রাকমুহুর্তে বা  আগেই পিঁপড়েরা বুঝতে পারে, যে বৃষ্টি হতে পারে। তখন তারা নিজেদের ডিমগুলি (প্রজাতি রক্ষা হেতু) মুখে নিয়ে নিরাপদ স্থানে বা উঁচু স্থানে যেখানে জল প্রবেশ করতে পারবে না সেখানে চলে যায়। আমি বহুবার পর্যবেক্ষণ করেছি ।

Solution of Model Activity Task of Bengali of Class 5

Solution of Model Activity Task of English of Class 5

Solution of Model Activity Task of Math of Class 5

Solution of Model Activity Task of Poribesh of Class 5

Part-2

নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো-

. ORS তৈরিতে কি কি উপাদান প্রয়োজন?

উত্তর- ওআরএস তৈরিতে যা যা প্রয়োজন হয় সেগুলি হল-

১) গ্লাস ফোটানো জল।

২) এক চিমটি লবণ।

৩) এক চামচ চিনি।

. কি কি কারনে ভূমিক্ষয় হয়?

উত্তর- ভূমিক্ষয়ের কারণ-

১) গাছপালা কেটে দিলে ভূমিক্ষয় হয়।

২) কোন অঞ্চলে প্রচুর প্লাস্টিক বা পলিথিন থাকলে মাটির স্তর আলগা হয়ে ভূমিক্ষয় হয়।

৩) বৃষ্টির জল লম্বা বা খাড়াভাবে বললে বা পতিত হলে ভূমিক্ষয় হয়।

৪) ভূমিকম্পের কারণে ভূমিক্ষয় হয়।

. তিন মানবদেহের তিনটি বড় হাড়ের নাম লেখো ও সেগুলি কোথায় পাওয়া যায় তা লেখো।

উত্তর- মানবদেহে অনেকগুলি হাড় রয়েছে।তাদের মধ্যে সবথেকে বড় তিনটি হাড়ের নাম হল-

(ক) ফিমার- কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত।

(খ) হিউমেরাস- এটি কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত।

(গ) আলনা ও রেডিয়াস- ইহা কনুই থেকে কবজি পর্যন্ত বিস্তৃত।

. মাটির একটি উপকারী ও দুটি অপকারী উপাদানের নাম লেখো।

উত্তর- মাটির একটি উপকারী উপাদান হল কেনো। এবং  দুটি অপকারী উপাদান-

১) প্লাস্টিক

২) পলিথিন

. তোমার জানা তিনটি অমেরুদন্ডী প্রাণীর উদাহরণ দাও।

উত্তর- আমার জানা তিনটি অমেরুদন্ডী প্রাণী হল -

১)কেঁচো

২)জোঁক

৩)বিছে

আমাদের পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ই পোষ্টটি সহপাঠীদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও উপরিক্তি কোন প্রশ্নোত্তরে সমস্যা থাকলে আমাদের Comment Section-এ অবশ্যই জানাও আমরা তা সমাধানে সদা তৎপর ও সচেষ্ট থাকব, ধন্যবাদ

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

2 Comments

Post a Comment
Previous Post Next Post