![]() |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
স্নেহের ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো । অনেক শিক্ষার্থীর একান্ত অনুরোধে আমরা এই পর্বে প্রকাশ করতে চলেছি Model Activity task, part-1, 2 class-3 এর পরিবেশ এর প্রশ্নের সমাধান। আশা করি তোমাদের চাহিদা পূরণের আমাদের এই পোস্ট তোমাদের সহযোগী হয়ে উঠবে। আবারো তোমাদের বলছি আমাদের Digital Porasona Education online platform এ তোমাদের স্বাগত। এখানে নার্সারি-দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিষয় ভিত্তিক পাঠদান, অনুশীলনীর ব্যাখা ইংরেজি গ্রামার ও বাংলা ব্যাকরণ এর সহজতর বিশ্লেষণ সহজলভ্য। তবে আর দেরি না করে আজকের বিষয়ে আলোকপাত করা যাক-
Digital Porasona -এর Online Educational Platform- এর সকলকে সু-স্বাগতম। আমাদের এখানে তোমরা পাবে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ও অনুশীলনীর খুঁটিনাটি ব্যাখ্যা ও আলোচনা। তাছাড়া বাংলা ব্যাকরণ ও English Grammar এর সুস্পষ্ট, সহজ-সরল আলোচনা।
আজকের পোষ্টে আমরা 2021 এর Model Activity Task Class 3 এর Poribesh এর যথাযথ সমাধান নিয়ে আলোচনা করেছি। আগামীতে আমরা পরবর্তী Model Activity Task -এর সমাধান নিয়ে হাজির হবো। তবে এসো আমরা আজকের বিষয়ে প্রবেশ করি।
আমাদের পরিবেশ
তৃতীয় শ্রেণি
Part- 1
১.দাঁত ভালো রাখতে কি কি অবশ্যই করা উচিত?
উত্তর-
i) দিনে দুবার দাঁত মাজতে হবে।
ii) ঘুম থেকে উঠে সকালে একবার ও ঘুমোতে যাবার সময় রাত্রে একবার খাবার পরে ভালো করে কুলকুচি করতে হবে।
iii) দুই তিন মাস অন্তর টুথব্রাশ বদল করতে হবে।
iv) মিষ্টি জাতীয় দ্রব্য ও কোল্ড ড্রিংক কম খেতে হবে।
v) ভালো আয়োডিনযুক্ত দাঁতের মাজন ব্যবহার করতে হবে।
২. সাঁতারে আমাদের কি কি উপকার হয়?
উত্তর-
i) শরীরের ব্যায়াম হয়।
ii) শরীরের ব্যথা বেদনা দূর হয়।
iii) বাহুর পেশী শক্তিশালী হয়।
iv) ফুসফুস ভালো থাকে।
v) অস্থিসন্ধি সবল হয়।
৩. খাবার খারাপ হয়ে যায় কি কি কারণে?
উত্তর - প্রথমত, অতিরিক্ত গরমে খাবার পচে যেতে পারে। দ্বিতীয়ত, খাবারে
ছাতা পড়ে বা ছত্রাক এর কারণে খাবার খারাপ হয়ে যায়। তৃতীয়তঃ দুই-তিনদিনের বা বাসি
খাবার দ্রুত খারাপ হয়ে যায়।
৪. আগেকার দিনে মানুষ নদীর কাছাকাছি থাকতো কেন?
উত্তর -
i) সহজেই কৃষি ও পশুপালন এর জন্য ব্যবহার্য জল পাওয়া যায়।
ii) জলজ প্রাণী মাছ ও কাঁকড়া পাওয়া যায়।
iii) পশু পালনের জন্য বিস্তীর্ণ বিচরণভূমি পাওয়া যায়।
iv) নদী তীরবর্তী পলি ও উর্বর মাটিতে
চাষবাস ভালো হয়।
Part-2
নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
১. যেসব জায়গায় বন্যা বেশি হয় সেখানে কিভাবে বাড়ি বানানো দরকার?
উত্তর - যেসব জায়গায় বন্যা বেশি হয় সেসব জায়গায় বাড়ির ভিত বা
মেঝে অনেকটা উঁচু করে বানানো উচিত যাতে সহজে জল উপরে না উঠে। পাকা বাড়ির আন্ডার গ্রাউন্ড এ বাস না করে উপরতলায় বসবাস করাই
উপযুক্ত।
২.তোমার পরিবারের কোনো বয়স্ক সদস্য ভারী ব্যাগ হাতে বাড়িতে এলেন।
সেই সময় তোমার বাড়ির অন্য কোন বড়ো সদস্য উপস্থিত নেই। এ ক্ষেত্রে তোমার কি করা উচিত?
উত্তর - প্রথমেই তাকে ভারী ব্যাগটি নামাতে সাহায্য করব। তাকে আসনে
বসতে দেব। তারপর তাকে জল খেতে দেব এবং বিশ্রাম নিতে বলবো। প্রয়োজনে বিছানায় যেতে
সাহায্য করব।
৩. উল কিভাবে পাওয়া যায়?
উত্তর- ভেড়ার লোম থেকে উল পাওয়া যায় তাছাড়া ছাগলের লোম থেকেও
উল পাওয়া যায়। বর্তমানে সিন্থেটিক উল পাওয়া যায়। ইহা খনিজ তেল থেকে উৎপন্ন হয়।
৪. তোমার বাবার বা আব্বার বোন তোমার কে হন এবং উনি কি তোমার পরিবারের
সদস্য না নিকট আত্মীয়?
উত্তর - আমার বাবা বা আব্বার বোন আমার পিসি হন উনি আমাদের পরিবারের সদস্য নন তবে নিকট
আত্মীয়।
আমাদের আজকের এই সামান্যতম প্রচেষ্টা তোমাদের ভালো লাগলে শেয়ার করতে
ভুলো না। উপরিউক্ত বিশ্লেষণে কোন জিজ্ঞাসা থাকলে Comment Section এ লিখে পাঠাও। আগামী Task এর সমাধান
পেতে আমাদের সঙ্গেই থাকো। চোখ রাখো Digital
Porasona তে ।
ধন্যবাদ।
Thanks,sir
ReplyDelete