WB HS Exam Routine 2021 | উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন


WB HS Exam Routine 2021 | উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন
WB HS Exam Routine 2021 | উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন


WB HS Exam Routine 2021 | উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন

প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনাও নিশ্চয় ভালো চলছে । তোমরা অনেকেই জেনে থাকবে অথবা না-ও জেনে থাকতে পারো, যে, তোমাদের WB HS Exam Routine 2021 । উচ্চ মাধ্যমিক (WBCHSE)পরীক্ষার রুটিন ধার্য করেছে । করোনা পরিস্থিতিতে তোমাদের স্কুল, টিউশন প্রায় বন্ধই ছিল তাই ধারাবাহিকতার অভাবে হয়তো অনেকের সেভাবে পড়াশোনা জোরকদমে হয়নি এবং এমতাবস্থায় দোরগোড়ায় পরীক্ষার অশনি সংকেত এর ঘন্টা ও বেজে উঠেছে কিন্তু হাল না ছেড়ে, সময় নষ্ট না করে পড়া শুরু করে দাও । তোমাদের প্রতি হৃদয়ের অন্তস্থল থেকে আমাদের একরাশ শুভেচ্ছা রইল । পরীক্ষায় কৃতকার্য হও। ভালো থেকো সুস্থ থেকো আর ভালোভাবে পড়তে থাকো।

2021 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে 2021 সালের 15ই জুন তারিখ থেকে এবং পরীক্ষা চলবে 2রা জুলাই তারিখ পর্যন্ত। পরীক্ষার সময়সীমা সকাল 10টা থেকে দুপুর 1টা 15মিনিট পর্যন্ত।

উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার কিছুদিন আগে, সকল ছাত্রছাত্রীদের বিদ্যালয় থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে।

 

উচ্চমাধ্যমিক রুটিন 2021

বিষয় বার তারিখ
বাংলা মঙ্গলবার ১৫/০৬/২০২১
ইংরেজি বৃহস্পতিবার ১৭/০৬/২০২১
রাষ্ট্র বিজ্ঞান ও জীব বিদ্যা শনিবার ১৯/০৬/২০২১
গণিত,ইতিহাস সোমবার ২১/০৬/২০২১
পরিবেশবিদ্যা,মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন মঙ্গলবার ২২/০৬/২০২১
দর্শন, সমাজবিদ্যা বৃহস্পিবার ২৪/০৬/২০২১
পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, শিক্ষাবিঞ্জান শনিবার ২৬/০৬/২০২১
রসায়ন, অর্থনীতি, সংস্কৃত সোমবার ২৮/০৬/২০২১
ভূগোল শুক্রবার ০২/০৭/২০২১
                                  
পরীক্ষার সময়ঃ সকাল 10 টা থেকে দুপুর 1:15 টা
বিঃ দ্রঃ- কোন কারণ বসত যদি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়, তাহলে আমরা তার আপডেট আমাদের সাইটে জানিয়ে দেব।
Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

Post a Comment (0)
Previous Post Next Post