Write a biography of Maulana Abul Kalam Azad (within 100 words) based on the hints given below:
![]() |
Maulana Abul Kalam Azad |
Maulana Abul Kalam Azad, A Great National Hero
Among the eminent patriots who played a very crucial role to make India free from the bondage of the British, Maulana Abul Kalam Azad was one of the greatest of them. This great man was born on November 11, 1888, in Mecca, Saudi Arabia. As a young man, Azad composed poetry in the Urdu language. At this time of his life, he worked as a journalist and protested against British Raj. He became an enthusiastic supporter of Gandhiji's ideas and joined the National Congress. Among his famous books are 'India Wins Freedom', 'Ghubar-e-Khatir'. He also played a leading role in shaping up India's educational scenario just after India's Independence. He was the first education minister of India. He is also credited with the establishment of the Indian Institutes of Technology (IIT) and the foundation of the University Grants Commission (UGC), an important institution to supervise and advance higher education in the nation. Today his birthday is celebrated as National Education Day all over the country. This great personality breathed his last on 22 February 1958. Though he is no more, his memory will remain in the hearts of all Indians forever.
বঙ্গানুবাদ: বিশিষ্ট দেশ প্রেমিক যারা ভারতকে ইংরেজদের দাসত্ব থেকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, মহান নায়ক মৌলানা আবুল কালাম আজাদ তাঁদের মধ্যে অন্যতম। এই মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন 1888 খ্রীষ্টাব্দের 11ই নভেম্বর সৌদি আরবের মক্কা শহরে। যুবক হিসেবে আজাদ উর্দু ভাষায় কবিতা রচনা করেছিলেন। জীবনের এই সময়ে তিনি সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন এবং ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তিনি গান্ধীজির ধারনার উৎসাহী সমর্থক হয়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন। তাঁর বিখ্যাত বইগুলির অন্যতম হল India Wins Freedom এবং Ghubar-e-Khatir. তিনি ভারতের স্বাধীনতার ঠিক পরেই, ভারতীয় শিক্ষাব্যবস্থার রূপ দানে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী। এছাড়াও তিনি Indian Institutes of Technology (IIT) এবং জাতির উচ্চ শিক্ষার তদারকি ও অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বা University Grants Commission (UGC) ভিত্তি প্রতিষ্ঠার প্রণেতা। তাঁর জন্মদিনটি দেশব্যাপী জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। এই মহান ব্যক্তিত্ব 1958 খ্রীষ্টাব্দের 22শে ফেব্রুয়ারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও তিনি বর্তমানে জীবিত নয়, তবুও তিনি প্রত্যেক ভারতীয় এর হৃদয়ে চিরকাল জাগ্রত হয়ে থাকবেন।
Word Note:
Eminent (adjective)- প্রখ্যাত, প্রসিদ্ধ।
Patriot (noun)- দেশপ্রেমিক, স্বদেশ প্রেমিক।
Crucial (adjective)- গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ।
Bondage (noun) - দাসত্ব।
Compose (verb)- রচনা করা বিশেষ করে সাহিত্য বা উপন্যাস।
Poetry (uncountable Noun)- কবিতা।
মনে রাখতে হবে, Poerty এর বাংলা অর্থ হল কবিতা, এটি একটি Uncountable Noun অর্থাৎ Poerty শব্দটিকে বহুবচন (Plural) হিসেবে ব্যবহার করা যাবেনা , কেবলমাত্র একবচন (Singular) হিসেবে ব্যবহার করা যাবে । কিন্তু Poem এর বাংলা অর্থ হল কবিতা, যা একটি Common Noun অর্থাৎ Poem শব্দটিকে একবচন (Singular) এবং বহুবচন (Plural) হিসেবে ব্যবহার করা যাবে।{alertInfo}
Journalist (noun)- সাংবাদিক।
Enthusiastic (adjective)- উৎসাহী।
Supporter (noun)- সমার্থক , অনুগামী।
Famous (adjective) - বিখ্যাত।
Leading role (noun)- গুরুত্বপূর্ণ ভূমিকা।
Shaping up (verb)- আকৃতি প্রদান করা বা রূপদান করা।
Scenario (noun)- দৃশ্যকল্প।
Establishment (noun)- স্থাপনা, পত্তন, প্রতিষ্ঠতাপন।
Foundation (noun) - ভিত্তি, পত্তন
Supervise (verb)- তত্ত্বাবধান করা, তদারকি করা।
Celebrate (verb)- উৎযাপন করা।
Personality (noun)- ব্যক্তিত্ব।
Forever (adverb)- চিরদিন, চিরকাল।