Use the following flow-chart to write a paragraph (within 100 words) on how a building is constructed:
Flow-Chart: Drawing of a plan of the building by the architect- getting the plan sanctioned by the corporation or municipal authorities-engaging masons and laborers- starting the construction with brick, cement and sand- fitting doors and windows- plastering of walls-wiring-electric and water connections- painting-building completed-fit living.
Write a paragraph on how a building is constructed
How Building is Constructed
Constructing a building is a pretty complex and expansive process. Many things need to be considered before construction work. Firstly drawing of a plan of the building by the architect is done. Then the plan gets sanctioned by the municipal authorities. After sanctioning the plan it is time to build the structure. For that masons and labourers are engaged. They start the construction with brick, sand and cement. After that doors and windows are fixed. The next step is the plastering of walls. All kinds of wiring like electric and water connections are done after that. The last step is painting. After the painting is completed the building is fit for living.
বঙ্গানুবাদ:
একটি বাড়ি নির্মাণের পদ্ধতি
একটি বিল্ডিং তৈরি করা বেশ জটিল এবং খরচ সাপেক্ষ প্রক্রিয়া। নির্মাণ কাজের আগে অনেক রকম সামগ্রী দরকার। প্রথমে স্থপতি দ্বারা বিল্ডিংয়ের কোনো পরিকল্পনার অঙ্কন করা হয়। তারপর পরিকল্পনাটি পৌর কর্তৃপক্ষ অনুমোদিত হয়। পরিকল্পনা অনুমোদনের পরে এখন কাঠামো তৈরির সময়। কাঠামো রাজমিস্ত্রি ও মজুররা মিলে তৈরি করেন। তারা ইট, বালি এবং সিমেন্ট দিয়ে নির্মাণের কাজ শুরু করে।তারপর দরজা এবং জানালা লাগানো হয়। পরবর্তী পদক্ষেপটি হল দেয়ালের প্লাস্টার করা। বৈদ্যুৎ এবং জল সংযোগের মতো তারের সমস্ত রকম কাজকর্ম তার পরে করা হয়। শেষ পদক্ষেপ হল রঙ করা। রঙ করা শেষ হওয়ার পরে বাড়িটি এখন বসবাসের প্রস্তুত।
শব্দার্থ:
Construction (noun)- নির্মাণ, নির্মাণকার্য।
Complex (adjective)- জটিল।
Expansive (adjective)- ব্যয়বহুল, দামী, খরচে, খরচ সাপেক্ষ।
Architect (noun)- স্থপতি, সৌধশিল্পী।
Sanctioned (verb)- অনুমোদিত।
Structure (noun)- গঠন, গঠনপ্রণালী।
Masons (plural countable noun)- রাজমিস্ত্রি।
Labourer (plural countable noun)- শ্রমিক, মজুর।
Brick (uncoutable noun)- ইঁট।