English Grammar In Bengali | English Grammar

English Grammar In Bengali
English Grammar In Bengali

নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব ভালোই চলছে। বর্তমানে সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যালয়ে English ভাষার ব্যবহারের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। তাছাড়া, একটি ভাষা হিসেবে English এর গুরুত্ব আমাদের জীবনে অসীম। তাই আজকে আমরা এই Article এ English Grammar In Bengali এর Basic ধারণা নিয়ে বিস্তারে আলোচনা করবো। এবং পরবর্তী Article গুলিতে English Grammar এর অবশিষ্ট অংশ নিয়ে আমরা বিস্তারে আলোচনা করবো। আর সময় নষ্ট না করে চলো আমাদের পাঠ্য শুরু করি।

{tocify} $title={Table of Contents}

Introduction | সূচনা

মানব সম্প্রদায় এই পৃথিবীতে আসার পর থেকে তারা একে অপরের মধ্যে তাদের মনের ভাব প্রকাশ করার জন্য হাত ও মুখের ঈশারার ব্যবহারের কথা আমরা ইতিহাসের কথায় কথায় শুনে এসেছি। ধীরে ধীরে মানব সম্প্রাদায়ের বিকাশের ফলে এখন তাদের আর সেই হাত ও মুখের ঈশারার পরিবর্তে শব্দের দ্বারা তারা তাদের মনের ভাব প্রকাশ করার জন্য কিছু শব্দের ব্যবহার করতে শেখে। আর সেই শব্দই বর্তমানে আমাদের ভাষায় পরিণত হয়েছে।  তারা এখন মনের ভাব প্রকাশের জন্য ভাষার ব্যবহার করেছে। আর এই ভাষাকে শুদ্ধ ও সুন্দরভাবে লিখতে, পড়তে ও বলতে শেখার জন্য আমাদের ভাষার ব্যাকরণ বা Grammar শেখা অত্যন্ত জরুরি।

What is language? | ভাষা কী?

মানুষের মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম হল ভাষা। বর্তমানে পৃথিবীতে অনেক ভাষার প্রচলন আছে, যেমন- বাংলা, হিন্দী, ইংরেজী, উর্দু, তামিল, সংষ্কৃত, তেলেগু ইত্যাদি। প্রত্যেক ভাষার ব্যাকরণ বা Grammar আছে।

মনে রাখতে হবে, প্রত্যেক ভাষারই ব্যাকরণ বা Grammar আছে। যেহেতু ইংরেজী বা English একটি ভাষা, তাই ইংরেজী ভাষারও একটি ব্যাকরণ বা Grammar আছে। {alertInfo}

ইংরেজী ব্যাকরণ বা English Grammar বোঝার আগে আমাদের বুঝতে হতে যে, এই English Grammar কীভাবে তৈরী হয়েছে।

প্রত্যেক ভাষা একাধিক ধ্বনি বা Sound থেকে তৈরী হয়েছে। এই ধ্বনি বা Sound এর লিখিত রুপকে বর্ণ। ইংরেজী ভাষায় এই বর্ণকে Letter বলা হয়।  ইংরেজী ভাষায় মোট 26 টি Letter বা বর্ণ আছে। এই 26 টি Letter বা বর্ণকে একত্রে Alphabet বা বর্ণমালা বলা হয়।

What is letter? | বর্ণ কী?

ধ্বনির লিখিত রূপকে Letter বা বর্ণ বলে।

Types of letter | বর্ণের প্রকারভেদ

ইংরেজী ভাষায় Letter বা বর্ণকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়েছে, যথা- 1) লিখিতরূপ অনুসারে (Writing) 2) উচ্চারণ অনুসারে (Pronunciation)

লিখিতরুপ অনুসারে | Writing

লিখিতরুপ অনুসারে Letter বা বর্ণ দুই প্রকার, যথা- A) Capital Letter বা বড়ো অক্ষর B) Small Letter বা ছোটো বর্ণ

Capital Letter বা বড়ো অক্ষর

ইংরেজী ভাষার Letter বা বর্ণকে যখন বড়ো আকারে লেখা হয় তখন তাকে capital Letter বা বড়ো অক্ষর বলা হয়। Capital Letter কে Block Letter বা Upper Case ও বলা হয়। উদাহরণ- A  B  C  D  E  F  G  H  I  J K  L  M  N  O  P  Q  R  S  T  U  V  W  X  Y  Z

Small Letter বা ছোটো অক্ষর

ইংরেজী ভাষার Letter বা বর্ণকে যখন ছোটো আকারে লেখা হয় তখন তাকে Small Letter বা ছোটো অক্ষর বলা হয়। Small letter কে Lower Case ও বলা হয়। উদাহরণ- a  b  c  d  e  f  g  h  i  j k  l  m  n  o  p  q  r  s  t  u  v  w  x  y  z

উচ্চারণ অনুসারে | Pronunciation

উচ্চারণ অনুসারে ইংরেজী ভাষার Letter বা বর্ণ সাধারণত দুই প্রকার, যথা- A) Vowel বা স্বরবর্ণ B) Consonant বা ব্যঞ্জনবর্ণ

Vowel বা স্বরবর্ণ

যে সকল ইংরেজী  Letter বা বর্ণ উচ্চারণের সময় অন্য কোনো  ইংরেজী বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে, তাদের Vowel বা স্বরবর্ণ বলে।  ইংরেজী ভাষায় মোট 5 টি Vowel বা স্বরবর্ণ আছে, যথা- A, E, I, O, U

Consonant বা ব্যঞ্জনবর্ণ

যে সকল ইংরেজী Letter বা বর্ণ উচ্চারণের সময় Vowel –এর সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাদের Consonant বলে। ইংরেজী ভাষায় মোট 21 টি Consonant বা ব্যঞ্জনবর্ণ আছে, যথা- B, C, D, F,G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z

এই 21 Consonant বা ব্যঞ্জনবর্ণের মধ্যে W ও Y হল এমন দুটি বর্ণ যারা কোনো শব্দের প্রথমে, মাঝে ও শেষে অবস্থান করার কারণে উচ্চারণের পার্থক্য লক্ষ্য করা যায়। তাই W ও Y কে Semi-Vowel অর্ধস্বর বলা হয়?

Semi-Vowel | অর্ধস্বর

যে সকল ইংরেজী বর্ণ কোনো শব্দের প্রথমে থাকলে Consonant বা ব্যঞ্জনবর্ণ রুপে এবং শব্দের মাঝে ও শেষে থাকলে Vowel বা স্বরবর্ণ রুপে ব্যবহৃত হয়, তাদের Semi-Vowel বা অর্ধস্বর বলে। ইংরেজী ভাষায় Semi-Vowel বা অর্ধস্বর এর সংখ্যা 2 টি, যথা- W, Y

Watch, Year শব্দ দুটির প্রথমে W ও Y Consonant বা ব্যঞ্জনবর্ণ রুপে ব্যবহৃত হয়েছে এবং Owl, Type শব্দ দুটির মাঝে অ শেষে W ও Y Vowel বা স্বরবর্ণ রুপে ব্যবহৃত হয়েছে।  একই Letter বা বর্ণের এই দুই রকম ব্যবহারের কারণেই W ও Y কে Semi-Vowel বা অর্ধস্বর বলা হয়েছে।

মনে রাখতে হবে, W ও Y এর দুই রকম ব্যবহারে কারণে কে Semi-Vowel বা অর্ধস্বর বলা হয়।{alertInfo}

Alphabet | বর্ণমালা

ইংরেজী ভাষায় মোট 26 টি Letter বা বর্ণ আছে। এই 26 টি Letter বা বর্ণকে একত্রে Alphabet বা বর্ণমালা বলা হয়।

এখন আমরা জানবো, English Grammar বা ইংরেজী ব্যাকরণ কী।

What is English Grammar? | ইংরেজী ব্যাকরণ কাকে বলে?

ইংরেজী ভাষাকে সুন্দর ও শুদ্ধভাবে লিখতে, পড়তে এবং বলতে শেখার জন্য আমরা যে বই পড়ি, তাকেই English Grammar বা ইংরেজী ব্যাকরণ বলা হয়।

আমরা English Grammar বা ইংরেজী ব্যাকরণ পড়ব কেন?

ইংরেজী ভাষাকে সুন্দর ও শুদ্ধভাবে লিখতে, পড়তে এবং বলতে শেখার জন্য আমাদেরকে English Grammar বা ইংরেজী ব্যাকরণ পড়তে হবে।

Vowel, Consonant ও Semi-Vowel একত্রে মিলিত হয়ে যখন কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন তাকে Word বা শব্দ বলা হয়।

What is word? | শব্দ কাকে বলে?

A meaningful unit of letters is called Word.

এক বা একাধিক Letter বা বর্ণ পাশাপাশি বসে যখন কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন সেই বর্ণ বা বর্ণসমষ্টিকে Word বা শব্দ বলে।  যেমন- Father, Mother, Brother, Sister, Boy, Girl ইত্যাদি।

E N T বর্ণ তিনটি পাশাপাশি লিখলে আমরা পাবো Ent, Net, Ten, Tne, Nte কিন্তু Ent, Net, Ten, Tne, Nte এর যে প্রত্যেকটাই Word বা শব্দ হবে তা নয়। এখানে Net এবং Ten হল Word বা শব্দ যেতেতু এদের নির্দিষ্ট অর্থ আছে। কিন্তু Ent, Tne এবং Nte এরা কোনো শব্দ নয়, যেহেতু এদের কোনো অর্থ নেই।

মনে রাখতে হবে, Letter বা বর্ণ পাশাপাশি লিখে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তবেই তাকে Word বা শব্দ বলবো।{alertInfo}

পরবর্তী Article এ আমরা Syllable, Phrase, Clause ও Sentence নিয়ে বিস্তারে আলোচনা করবো।  ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং এভাবেই পড়তে থাকো।

উপরে উল্লিখিত বিষয়বস্তু সম্পর্কে কোনো রকম কিছু বুঝতে সমস্যা হলে, নীচে কমেন্ট করো। আমাদের Article তোমার যদি ভালো লেগে থাকে, তবে নীচে কমেন্টের মাধ্যমে তোমার প্রতিক্রিয়া জানাও এবং  তোমার বন্ধুদের সাথে Share করো।

ধন্যবাদ।

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of English Grammar and Mathematics and the founder of DigitalPorasona.in, loves to share his knowledge. He is a content writer. Digital Porasona

Post a Comment (0)
Previous Post Next Post