Pothon Setu Class 8 Poribesh o Biggan | Bol o Chap Part 1 |
পঠন সেতু
Pothon Setu Class 8 Poribesh o Biggan | Bol o Chap Part 1
বল ও তার পরিমাপ
বল কাকে বলে ?
স্থির বস্তু কে গতিশীল করতে বা গতিশীল বস্তুর স্থির অবস্থায় আনতে বা গতি বৃদ্ধি ঘটাতে বা ক্ষতির দিক পরিবর্তন করতে বস্তুর উপর প্রয়োগ করা হয় তাকেই সাধারণত বলা হয়.
প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি একটি বস্তুর ওপর কোনো বল কাজ করছে কি না তা বুঝতে পারা যাবে যদি বস্তুটির বেগ পরিবর্তিত হয়।
দ্বিতীয় সূত্র থেকে বলতে পারি কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল যত বেশি হবে বেগ পরিবর্তনের হারও অর্থাৎ ত্বরণও তত বেশি হবে।
• তৃতীয় সূত্র থেকে আমরা এটা বুঝেছি যে যখন একটি বস্তু অন্য কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির উপর উলটো দিকে সম মানের বল প্রয়োগ করে। এই দুটি বলের একটিকে যদি বলি ক্রিয়া তবে অন্যটিকে বলা হয় প্রতিক্রিয়া।
কোনো ভৌতরাশির সম্পর্কে ধারণা স্পষ্ট হওয়ার জন্য তার দুটি দিক বিশ্লেষণ করা দরকার—
1.গুণগত পর্যালোচনা (qualitative analysis) যেখানে ভৌতরাশির ধর্ম, বৈশি নিয়ে আলোচনা করা হয়।
2. পরিমাণগত আলোচনা (quantitative analysis) এখানে ভৌত রাশির গাণিতিক পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয়।
2. পরিমাণগত আলোচনা (quantitative analysis) এখানে ভৌত রাশির গাণিতিক পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয়।