Class 6 Model Activity Task February 2022 |
Class 6 Model Activity Task February 2022 Poribesh o Vugol Part- 2
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ষষ্ঠ শ্রেণি
পরিবেশ ও ভূগোল
পূর্ণমান : ২০
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ যে গ্রিক পণ্ডিত প্রথম পৃথিবীর গোলকাকৃতির কথা বলেন তিনি হলেন –
$ads={1}
(খ) অ্যারিস্টটল
(গ) এরাটোস্থেনিস
(ঘ) ম্যাগেলান।
উত্তরঃ যে গ্রিক পণ্ডিত প্রথম পৃথিবীর গোলকাকৃতির কথা বলেন তিনি হলেন -(খ) অ্যারিস্টটল.
(খ) মকরক্রান্তি রেখা
(গ) সুমেরুবৃত্ত রেখা
(ঘ) নিরক্ষরেখা।
১.২ ২৩/° উঃ অক্ষরেখা যে নামে পরিচিত তা হলো –
(ক) কর্কটক্রান্তি রেখা(খ) মকরক্রান্তি রেখা
(গ) সুমেরুবৃত্ত রেখা
(ঘ) নিরক্ষরেখা।
উত্তরঃ ২৩/° উঃ অক্ষরেখা যে নামে পরিচিত তা হলো –(খ) মকরক্রান্তি রেখা.
(খ) ৯০°
(গ) ২৩ ১/২°
(ঘ) ৬৬ ১/২°
১.৩ পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে যত ডিগ্রি কোণে হেলে থাকে তার মান হলো –
(ক) 0°(খ) ৯০°
(গ) ২৩ ১/২°
(ঘ) ৬৬ ১/২°
উত্তরঃ পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে যত ডিগ্রি কোণে হেলে থাকে তার মান হলো – (ঘ) ৬৬ ১/২°
Class 6 Model Activity Task February 2022 Poribesh o Vugol Part- 2
২.১ বাক্যটি সত্য হলে 'ঠিক' এবং অসত্য হলে 'ভুল' লেখো।
২.১.১ চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া বৃত্তাকৃতি হয় না। উত্তরঃ চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া বৃত্তাকৃতি হয় না- ভুল।
২.১.২ পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে।
২.১.২ পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে।
উত্তরঃ পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে- ভুল।
২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও :
২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও :
২.২.১ পৃথিবীর আকৃতি কীরকম হলে সব জায়গায় একই সময়ে সূর্যোদয় হতো?
উত্তরঃ পৃথিবী যদি টেবিলের মত চ্যাপ্টা সমতল হতো ভূপৃষ্ঠের সর্বত্র একসময় সূর্যোদয় ও সূর্যাস্ত হতো।
২.২.২ পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সবদিকই দক্ষিণদিক হবে?
উত্তরঃ পৃথিবীর একেবারে উত্তর মেরুতে দাঁড়ালে সব দিক দক্ষিণ দিক হবে।
২.২৩ গ্রীনিচের মান মন্দিরের ওপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমারেখার নাম লেখো।
উত্তরঃ লন্ডনের গ্রিনিচ মান মন্দির ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই দ্রাঘিমারেখা
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
Poribesh o Vugol Part- 2 Class 6 Model Activity Task February 2022
৩.১ পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান দুটির নাম লেখো।
উত্তরঃ পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের' মাউন্ট এভারেস্ট'
এবং
সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের 'মারিয়ানা থাত'।
$ads={2}
৩.২ নিরক্ষরেখার দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।
উত্তরঃ (১) নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর অক্ষ ৯০° কোণ করে আছে।
(২) নিরক্ষরেখা পৃথিবীর্তে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :একটি বৃত্ত অঙ্কন করে তিনটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা চিহ্নিত করো।
উত্তরঃ
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :
‘পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো।' – উক্তিটির যথার্থতা বিচার করো।
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :
‘পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো।' – উক্তিটির যথার্থতা বিচার করো।
উত্তরঃ আমরা জানি পৃথিবী নিজের অক্ষের চারদিকে অনেক দ্রুত ঘোরে বলে ওপর-নিচ কিছুটা চাপা, আর মাঝ বরাবর কিছুটা স্ফীত। তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে 'পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো।