Class -3 Bangla Model Activity Task February 2022 Full Marks: 15 |
Class -3 Bangla Model Activity Task February 2022 Full Marks: 15
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
তৃতীয় শ্রেণি
বাংলা
পূর্ণমান : ১৫
তৃতীয় শ্রেণি
বাংলা
পূর্ণমান : ১৫
১.ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ ডাক্তারবাবুর হাতে ছিল(ক) চশমা
খ) ব্যাগ
(গ) বই
(ঘ) স্যুটকেশ
উত্তর: খ) ব্যাগ
১.২ ট্রেন এসে দাঁড়িয়েছিল যে স্টেশনটিতে
(ক) শিয়ালদহ
(খ) মেদিনীপুর
(গ) কারমাটার
(ঘ) বেলানগর
১.২ ট্রেন এসে দাঁড়িয়েছিল যে স্টেশনটিতে
(ক) শিয়ালদহ
(খ) মেদিনীপুর
(গ) কারমাটার
(ঘ) বেলানগর
উত্তর: (গ) কারমাটার
১.৩ 'কুলি' যে নামে নিজের পরিচয় দিয়েছিল—
(ক) বিদ্যাসাগর
(খ) ঈশ্বর
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) ঈশ্বরচন্দ্র শর্মা
১.৩ 'কুলি' যে নামে নিজের পরিচয় দিয়েছিল—
(ক) বিদ্যাসাগর
(খ) ঈশ্বর
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) ঈশ্বরচন্দ্র শর্মা
উত্তর: (ঘ) ঈশ্বরচন্দ্র শর্মা
২.নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
Bangla Model Activity Task February 2022
২.১ ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে ‘কুলি-কুলি' বলে চিৎকার শুরু করে দিলেন কেন?
উত্তর: ডাক্তারবাবু রেল ষ্টেশনে নেমে তার নিজের ব্যাগ ভর্তি নিজেকে লজ্জা বোধ মনে করে তাই কুলি কুলি করে সে চিৎকার করছিল ব্যাকবোন নিয়ে যাওয়ার জন্য।
২.২ কুলি ডাক্তারবাবুর ব্যাগ কোথায় পৌঁছে দিয়েছিল?
উত্তর: ডাক্তারবাবুর ব্যাগটি একটা খুলি রেল স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা পালকিতে তুলে দিলেন।
২.৩ ‘তিনি প্রতিজ্ঞা করলেন. – ডাক্তারবাবু কী প্রতিজ্ঞা করলেন?
উত্তর: ডাক্তারবাবু তার ব্যাগ বয়ে নিয়ে যেতে লজ্জা বোধ করছিলেন এবং সে অপমানিত বোধ করছিলেন তাই সে এক ক্লিকে ডাকলেন এবং তার ব্যাগটা বয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁকে পারিশ্রমিক দিতে চাইলেন কিন্তু সে নিতে অস্বীকার করে বললে যে সে তাকে সাহায্যের জন্য ব্যাগ টি তুলে দিলেন পালকিতে আর তার সঠিক পরিচয় জানতে পেরে ডাক্তারবাবু নিজের প্রতিজ্ঞা করলেন যে নিজের কাজ নিজে করবেন
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
ফেব্রুয়ারি 2022 মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি বাংলা
৩.১ ‘একটি ট্রেন এসে দাঁড়াল। এরপর কী দেখা গেল?
উত্তর: একটি ট্রেন এসে যখন কারমাটার রেল স্টেশনে দার হল আর এক বাঙালি ডাক্তারবাবু ব্যাগ হাতে নিয়ে তখন নামলেন আর ব্যাগটা বয়ে নিয়ে যাওয়ার জন্য কুলি কুলি করে চিৎকার করতে থাকলেন।
৩.২ কুলি বলল, পয়সা লাগবে না। – কেন সে একথা বলেছিল?
উত্তর: ডাক্তারবাবুর ব্যাগটি বয়ে নিয়ে গিয়ে যখন পালকিতে তুলে দিলেন আর পারিশ্রমিক দিতে চাইলে নিতে অস্বীকার করে কারণ সে তাকে কেবলমাত্র সাহায্যের জন্য ব্যাগ দিয়ে দিয়ে ছিলেন তাই সে পয়সা নিতে অস্বীকার করে।
৩.৩ নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। তার চমকে ওঠার কারণ কী?
উত্তর: নিজের হাতে নিজের কাজ গল্পে, যে কুলির কথা বলা হয়েছে সেই কুলির নাম বর্ণপরিচয়। এর স্রষ্টা ঈশ্বর চন্দ্র শর্মা। তার নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠেছিলেন।
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :
February 2022 Class -3 Bangla Model Activity Task
‘ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলে ডাক্তারবাবু কীভাবে "উচিত শিক্ষা লাভ করলেন?
উত্তর: নিজের হাতে নিজের কাজ গল্পে একটা ট্রেন যখন কারমাটার রেল স্টেশনে এসে দাড়ায়। তারপর এক ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে নিজের ব্যাগ নিজে বইতে লজ্জা বা অপমান বোধ করলে, এক কুলি কে ডাকেন। কুলিটি তার ব্যাগ রেল স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা পালকিতে তুলে দেন। পর যখন ডাক্তারের কাছ থেকে পয়সা নিতে অস্বীকার করল তখন ডাক্তারবাবু জানতে পারলেন কুলিটির নাম ঈশ্বর চন্দ্র শর্মা। এবং তিনি শুধুমাত্র ডাক্তারবাবুকে সাহায্য করার উদ্দেশ্যেই ব্যাগটি তুলেছিলেন, একথা জানতে পেরে ডাক্তার বাবু লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন। নিজের প্রতিজ্ঞা করলেন যে নিজের কাজ নিজে করতে আর কখনো সংকোচ বোধ বা অপমান ও লজ্জিত হবেন না এবং তার উচিত শিক্ষা হলো।
Link For All Model Activity Task