A Day in the Zoo । A Day in the Zoo By Gerald Durrell । WBBSE Class 9 English Lesson 4 A Day in the Zoo Bengali Meaning


A Day in the Zoo By Gerald Durrell
A Day in the Zoo By Gerald Durrell


 WBBSE Class 9 English Lesson 4 A Day in the Zoo Bengali Meaning 

Class 9 English Text A Day in the Zoo Analysis

 A Day in the Zoo By Gerald Durrell

A Day in the Zoo 


Lesson 4

A Day in the Zoo 

BY- GERALD DURREL


It is one thing to visit a zoo as an ordinary member of the public. It is quite another thing to own a zoo and live in it. It certainly enables you to rush out at any hour of the day or night to observe the animals. It also means you are on duty twenty- four hours a day.

একজন সাধারন মানুষ হিসাবে  চিড়িয়াখানা দেখতে যাওয়া এক জিনিস, আর একটি চিড়িয়াখানার মালিক হওয়া এবং তার মধ্যে বাস করা সম্পূর্ণ আলাদা জিনিস। এটি অবশ্যই তোমাকে সক্ষম করে  দিন বা রাতের যেকোনো সময় পশুপাখিদের দেখাশোনা করার জন্য ছুটে যেতে। তাছাড়া  আরও বোঝায় যে দিনের মধ্যে 24 ঘন্টায় তুমি কর্তব্যরত অবস্থায় আছো।

The average zoo day begins just before dawn. The sky will be slightly tinged with yellow when you are awakened by the birdsong. You can hear a robin singing. You hear the rich, fruity, slightly hoarse cries of the touracos, and a joyful blackbird. As the last of his song dies, the white-headed thrush bursts into an excited cry. Looking out into the courtyard, on the velvet green lawns you can see an earnest group of peahens searching the dewy grass. A male peahen is dancing, his burnished tail raised like a fountain in the sunlight.

সাধারণত চিড়িয়াখানার  দিন শুরু হয় ভোর হওয়ার ঠিক পূর্ব  মুহূর্তে। আকাশ যখন সামান্য  হলুদ রঙের হয়ে  উঠে তখনই তুমি জেগে উঠবে। তুমি শুনতে পাবে  একটি রবিন পাখি গান গাইছে। তুমি শুনতে পাবে টুরাকস পাখির গম্ভীর ও কর্কশ চিৎকার এবং একটি ব্ল্যাক বার্ড এর আনন্দ দায়ক গান । যখন তার গানে শেষ হয়ে যায় তখন সাদা মাথার থ্রাশ পাখি উত্তেজিত হয়ে  চিৎকার শুরু করবে। বাইরে উঠানের দিকে তাকালে ভেলভেট’-এর মতো সবুজ লনে তুুমি দেখতে পাবে একদল ময়ূরী শিশিরভেজা ঘাসে  কিছু খুঁজে বেড়াচ্ছে।  আর একটা ময়ুর নাচ দেখাচ্ছে  এবং তার রঙ বেরঙের  পেখম সূর্যালোকে যেন ঝর্ণার মত দেখাচ্ছে।

Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post