Model Activity Task January 2022 Class 8 Health and Physical Education Part 9 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022 অষ্টম শ্রেণী স্বাস্থ্য ও শারীর শিক্ষা পার্ট 9

Model Activity Task January 2022 Class 8 Health and Physical Education Part 9
Model Activity Task January 2022 Class 8 Health and Physical Education Part 9

Model Activity Task January 2022 Class 8 Health and Physical Education Part 9

Class 8 Swasthya O Sarirsikkha Part 9 Model Activity Task  Solution 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022 অষ্টম শ্রেণী স্বাস্থ্য ও শারীর শিক্ষা পার্ট 9

Class 8 Health and Physical Education Model Activity Task 2022 Answer

Class 8 Model Activity Task January 2022 Fully Solved


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

স্বাস্থ্য ও শারীরশিক্ষা 

অষ্টম শ্রেণী

পূর্ণমান – ২০

শারীরশিক্ষার মৌলিক ধারণা

১। সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করাে : ১ x ৬ = ৬

(ক) শারীরশিক্ষার লক্ষ্য হল ব্যক্তিসত্তার  _____ l

(i) কর্মসূচি (ii) ক্রিয়াকৌশল (iii) উন্নতি (iv) পূর্ণবিকাশ 

উত্তর :  পূর্ণবিকাশ l

(খ) শারীরশিক্ষা হল শিক্ষার সেই অংশ, যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির  _____ গড়ে ওঠে।

(i) ব্যক্তিত্ব (ii) শৈশব (iii) আচরণবিধি (iv) শৃঙ্খলা 

উত্তর :   আচরণবিধি ।

(গ) শারীরশিক্ষার অবদান সমাজ জীবনে _____ l

(i) অবহেলিত (ii) গৌণ (iii) স্বাভাবিক (iv) অনস্বীকার্য 

উত্তর :   অনস্বীকার্য  l

(ঘ) শারীরশিক্ষার জৈবিক প্রয়ােজনীয়তা হল  _____ l

(i) সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ (ii) মানসিক বিকাশ (ii) অভ্যাস গঠন (iv) আন্তর্জাতিক বােঝাপড়া 

উত্তর :   সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ l

(ঙ) স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হল  _____ l

(i) নমনীয়তা (ii) গতি (iii) ক্ষিপ্রতা (iv) ভারসাম্য 

উত্তর :   নমনীয়তা l

(চ) দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলাে _____ l

(i) সমন্বয় সাধন (ii) দেহ উপাদান (iii) নমনীয়তা (iv) পেশি সহনশীলতা

উত্তর :   সমন্বয় সাধন l

২। বাম-স্তম্ভের সঙ্গে ডান-স্তম্ভের সমতাবিধান করাে। ১ x ৪ = ৪

উত্তর :  

                    বাম স্তম্ভ           

                    ডান স্তম্ভ

() গতি.

(iii) ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব

() প্রতিক্রিয়া সময়

(iv) নির্দেশ কাজ শুরুর মধ্যবর্তী সময়

() নমনীয়তা       

(i) অস্থিসন্ধি সঞ্চালন ক্ষমতা

() ক্ষিপ্রতা

(ii) শাটল রান


৩। রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও : ৫ X ২ 
=১০

(ক) আধুনিক জীবনে শারীরশিক্ষার প্রয়ােজনীয়তা ব্যক্ত করাে। 

উত্তর :   আধুনিক জীবনে শারীর শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। এর গুরুত্ব নিম্নে আলোচিত হল  —
(i) শিশুর সার্বিক বিকাশ সাধনে শারীর শিক্ষার অবদান অপরিসীম।
(ii) নিয়মিত শারীর শিক্ষা শারীরিক বৃদ্ধি ও উন্নতি ঘটায়।
(iii) স্বাস্থ্য ও শারীর শিক্ষা বৌদ্ধিক বিকাশেও অনস্বীকার্য l
(iv) প্রক্ষোভিক গুণের বিকাশ ও শারীর শিক্ষা যথেষ্ট ফলদায়ক। 
(v) সামাজিক যোগাযোগ ও সমন্বয়ে শারীর শিক্ষার জুড়ি মেলা ভার l
(vi) শারীর শিক্ষার দ্বারা শারীরিক সক্ষমতা ও শক্তি বৃদ্ধি পায় l
(vii) স্নায়ু ও পেশির গঠন সুদৃঢ় হয় l
(viii) শারীর শিক্ষার মাধ্যমে ব্যক্তির মূল্যবােধের বিকাশ ঘটে । 
(ix) শারীর শিক্ষা শিশুকে শেখায় নেতৃত্বদান ও গণতান্ত্রিক চেতনা । 
(x) চিত্তবিনোদন ও আনন্দদান করে  শারীর শিক্ষা  l 
(xi) শারীর শিক্ষার মাধ্যমে সৃজনশীলতা ও জাতীয় সংহতির মনোভাব গড়ে ওঠে l
(xii) তাছাড়া শারীর শিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক বোঝাপড়া এমনকি শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 
(খ) ১৯১১ সালের ঐতিহাসিক আই এফ এ শিল্ড ফাইনাল খেলা সম্বন্ধে তুমি যা জানাে লেখাে।

উত্তর :  ১৯১১ সালে মােহনবাগান আই.এফ.এ শিল্ডে অংশগ্রহণ করে। এই দল মিডলসেক্সের বিরুদ্ধে জয়লাভ করে ফাইনালে ওঠে। ফাইনালে মােহনবাগানের বিরোধী পক্ষ ছিল ছিল ইস্টইয়র্ক দল। এই ফাইনাল খেলার সাথে ভারতীয়দের জাতীয়সম্মান  জড়িয়ে পড়েছিল। দেশাত্মবােধে অনুপ্রাণিত হয় মােহনবাগানের খেলােয়াড়েরা। খেলার প্রথমদিকে টানটান উত্তেজনা ছিল। হাফ-টাইমের পরে শুরু হল মােহনবাগানের  আক্রমণ। খেলা শেষের  কয়েকমিনিট আগে অভিলাষ ঘােষের বলে মােহনবাগানের জয় চূড়ান্ত রূপ পায়, আকাশে-বাতাসে মুখরিত হয় মােহনবাগানের জয়জয়কার । সেইদিন সমগ্র দেশ আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছিল। ইস্টইয়র্ক-কে হারিয়ে দেশের মানুষের মনে দেশাত্মবোধ, জাতীয় সংহতির চেতনা জাগিয়ে তুলেছিল  মােহনবাগান।



Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

1 Comments

Post a Comment
Previous Post Next Post