Model Activity Task 2022 January | Class 9 Geography Part 9 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ জানুয়ারী নবম শ্রেণী ভূগোল পার্ট ৯

Model Activity Task 2022 January | Class 9 Geography Part 9
Model Activity Task 2022 January | Class 9 Geography Part 9

Model Activity Task 2022 January Class 9 Geography

Class 9 Geography Part 9

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ জানুয়ারী নবম শ্রেণী ভূগোল পার্ট ৯ 

Model activity task 2022(January)

Class – IX, Part-9

F. M– 20

Sub- Geography 

Model Activity Task 2022 January

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ × ৩ = ৩

১.১ উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হলো— 
(ক) ৬০° 
(খ) ০° 
(গ) ৯০° 
(ঘ) ৪৫° 
উত্তরঃ (গ) ৯০° 
১.২ যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন তা হলো— 
(ক) নিরক্ষরেখা 
(খ) সুমেরুবৃত্ত রেখা
(গ) কর্কটক্রান্তি রেখা 
(ঘ) মকরক্রান্তি রেখা
উত্তরঃ(ক) নিরক্ষরেখা 
১.৩ ঠিক জোড়টি নির্বাচন করো – 
(ক) পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখা — নিরক্ষরেখা 
(খ) সাবমেরিন চালনা GPS 
(গ) পৃথিবীর উপর চাঁদের ছায়া — চন্দ্রগ্রহণ 
(ঘ) সৌরজগতের উষ্ণতম গ্যাসীয় গ্রহ – বুধ 
উত্তরঃ(খ) সাবমেরিন চালনা GPS 
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : ১ × ২ = ৩
২.১.১ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে _____ গ্রহের ঘনত্ব সর্বাধিক। 
উত্তরঃ পৃথিবী । 
২.১.২ পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন গ্রিক পণ্ডিত _____ ।
উত্তরঃএরাটস্থেনিস।
২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও : ১ × ৩ = ৩
২.২.১. GPS- এর পুরো কথাটি কী ? 
উত্তরঃGPS এর পুরো নাম হল‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’। 
২.২.২ পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার ?
উত্তরঃ পৃথিবীর মেরু ব্যাস হল- ১২,৭১৪ কিমি। 
২.২.৩ কোন বহিঃস্থ গ্রহের ব্যাস সর্বাধিক ?
উত্তরঃ বৃহস্পতি গ্রহের ব্যাস সর্বাধিক।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২ × ২ = ৪
৩.১ সৌরজগতের অস্তঃস্থ ও বহিঃস্থ গ্রহগুলির মধ্যে দুটি পার্থক্য লেখো ।

অন্তঃস্থ গ্রহ        

বহিঃস্থ গ্রহ       

অন্তঃস্থ গ্রহগুলি আকারে ছোট হয়।

বহিঃস্থ গ্রহগুলি আকারে বড় হয়।

অন্তঃস্থ গ্রহগুলি সূর্যের নিকটে থাকে তাই উষ্ণতা বেশি l

বহিঃস্থ গ্রহগুলি সূর্য থেকে বহু দূরে থাকায় উষ্ণতা কম।                          

অন্তঃস্থ গ্রহগুলি হল- বুধ, শুক্র, পৃথিবী l

বহিঃস্থ গ্রহগুলি হল- বৃহস্পতি, শনি,

 ৩.২. বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় । —এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো । 

উত্তরঃ পৃথিবীর সূর্যোদয় এবং সূর্যাস্ত হওয়ার কারণ হলো পৃথিবীর আবর্তন গতি। এই আবর্তন গতির জন্য পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। সেইসঙ্গে উত্তর থেকে দক্ষিনে বিস্তৃত কাল্পনিক রেখাগুলি ও  আবর্তন করছে। প্রত্যেকটি দ্রাঘিমা রেখা প্রতিদিন একবার করে সূর্যের সম্মুখে আসে। পৃথিবীর বিভিন্ন দ্রাঘিমা রেখার স্থানীয় সময় ভিন্ন ভিন্ন হয়। পৃথিবীর বিভিন্ন দেশ এবং বিভিন্ন স্থানের উপর দিয়ে ভিন্ন দ্রাঘিমারেখা প্রসারিত হওয়াই সীমারেখার স্থানীয় সময়ও ভিন্ন। তাই বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩ × ১ = ৩
‘জিয়ড’ – এর ধারণাটি সংক্ষেপে আলোচনা করো ।
উত্তরঃপৃথিবীর আকৃতি অভিগত গোলাকার হলেও পৃথিবীকে প্রকৃত গোলক বলা যায় না এর কারণ- সমুদ্রতল, পাহাড়, পর্বত এবং মালভূমি ভূত্বককে বন্ধুর রূপ দিয়েছে। মাউন্ট এভারেস্ট হল পৃথিবীর উচ্চতম অংশ, আর প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা খাত হল পৃথিবীর নিম্নতম অংশ । পৃথিবীপৃষ্ঠের উঁচুনিচু অবস্থান সত্বেও পৃথিবীর আকৃতিটা অমসৃণ গোলকের মতো নয়। আসলে পৃথিবী  গোলক হওয়ায় তার গায়ে পাহাড়-পর্বত, নদী,সাগর ইত্যাদি থাকা সত্ত্বেও পৃথিবীপৃষ্ঠ বেশ মসৃন।
পৃথিবী থেকে যে সমস্ত কৃত্রিম উপগ্রহ পাঠানাে হয়েছে তাতে ধরা পড়েছে যে –
i) পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। পৃথিবীর ওপর-নীচ এবং মাঝ বরাবর কিছুটা অংশ ফোলা।
ii) পৃথিবী দক্ষিণ মেরু কিছুটা চাপা উত্তর মেরু  নয়।  
iii) দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু ২০ মিটার অতি উঁচু।
iv)পৃথিবীর মাঝের ভাগ কিছুটা স্ফীত- প্রায় ৪৩ কিমি।  
কমলালেবুর সঙ্গে পৃথিবীর আকৃতির  মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতিকে অন্য কিছুর সঙ্গে  মেলানো যায় না। তাই বলা হয়  পৃথিবীর প্রকৃত আকৃতিকে  ইংরেজিতে বলা জিয়ড।
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৫ × ১ = ৫ 
‘সৌর জগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবীই একমাত্র জীবজগতের আবাসস্থল।’— বক্তব্যটির যথার্থতা বিচার করো ।
উত্তরঃ সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবীতে একমাত্র জীব জগতের আবাসস্থল। অন্যান্য গ্রহগুলোতে প্রাণ আছে কিনা তা জানা এখনো সম্ভব হয়নি। জীব জগতের আবাসস্থল রূপে পৃথিবীর গুরুত্ব অপরিসীম । 
 i) সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনুকুল। পৃথিবী সঠিক তাপ পায়। পৃথিবীর গড় তাপমাত্রা ১৭ ডিগ্রী সেন্টিগ্রেড যা জীবকুলের বেঁচে থাকার জন্য আদর্শ ।  দূরের গ্রহগুলির উষ্ণতা থাকে ২০০ডিগ্রি সেন্টিগ্রেড হিমাঙ্কের নিচে।
ii) পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্ব ৫.৫ গ্রাম। অন্যান্য গ্রহের তুলনায় পৃথিবীর ঘনত্ব বেশি তাই পৃথিবীতে ভূত্বক গঠিত হয়েছে।
iii)  একমাত্র পৃথিবীতে বায়ুমণ্ডল রয়েছে। পৃথিবীর উপরে ১০,০০০ কিমি পর্যন্ত বায়ুমণ্ডলের অন্তর্গত। বায়ুমন্ডলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয়বাষ্প এবং ধূলিকণা রয়েছে বলেই আবহাওয়া ও জলবায়ুর ঘটনা বায়ুমণ্ডলেই ঘটে। ওজোনস্তর  অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করছে এই সব কারণেই পৃথিবীতে জীবকুল বেঁচে আছে।
iv) একমাত্র পৃথিবীতে রয়েছে জল।  তাই একে নীল গ্রহ বা জলগ্রহ বলে। পৃথিবীর ৭০% অংশ জলে আবৃত। তাই জলচক্র যেভাবে ক্রিয়া করে  তেমনি সমুদ্র গুলির উষ্ণতা নিয়ন্ত্রণ করে।
v)  পৃথিবীর উপরে রয়েছে কঠিন আবরণ ভূত্বক বা শিলামন্ডল, যার উপর জীবকুলের আবাসস্থল ও বৃক্ষরাজি বর্তমান। 
vi) শিলামন্ডল, বায়ুমন্ডল ও বারিমন্ডলের মধ্যে এক গভীর আন্ত সম্পর্ক আছে বলে পৃথিবীতে সৃষ্টি হয়েছে উদ্ভিদ ও প্রাণী জগৎ ।
Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post