Model Activity Compilation (Final) 2021 Geography Class 9 Part-8 |
Model Activity Compilation (Final) 2021 Geography Class 9 Part-8
Class 9 Geography Part-8
মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণি ফাইনাল ভূগোল প্রশ্ন পত্রের উত্তর
নবম শ্রেণি ফাইনাল ভূগোল প্রশ্ন পত্রের উত্তর
ভূগোল
নবম শ্রেণি
পূর্ণমান – ৫০
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ সৌরজগতের বহিঃস্থ গ্রহগুলির যে বৈশিষ্ট্যটি থাকেনা সেটি হলো—
ক) এরা আকারে বড়
খ)এদের নির্দিষ্ট কক্ষপথ আছে।
খ)এদের নির্দিষ্ট কক্ষপথ আছে।
গ) এরা কঠিন শিলায় গঠিত
ঘ) এরা সূর্য থেকে অনেক দূরে অবস্থিত
উত্তর: গ) এরা কঠিন শিলায় গঠিত
১.২ সূর্যের উত্তরায়নের শেষ সীমা হলো—
ক) মকরক্রান্তি রেখা
ঘ) কর্কটক্রান্তি রেখা।
ঘ) কুমেরুবৃত্ত রেখা
ঘ) সুমেরুবৃত্ত রেখা
উত্তর: কর্কটক্রান্তি রেখা।
ক) মকরক্রান্তি রেখা
ঘ) কর্কটক্রান্তি রেখা।
ঘ) কুমেরুবৃত্ত রেখা
ঘ) সুমেরুবৃত্ত রেখা
উত্তর: কর্কটক্রান্তি রেখা।
১.৩ মানবিক সম্পদের একটি উদাহরণ হলো –
ক) সূর্যালোক
খ) প্রাকৃতিক গ্যাস
গ) দক্ষতা
ঘ) ভূতাপ শক্তি
উত্তর: গ) দক্ষতা
১.৪ বিষুবরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হলো
ক) ৯০°
খ) 30°
গ)
ঘ)
উত্তর: 0°
১.৫ ভূ-আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয়—
ক) স্তূপ পর্বত
খ) ভঙ্গিল পর্বত
গ) গ্রস্ত উপত্যকা
ঘ) মহাদেশ
উত্তর: খ) ভঙ্গিল পর্বত
১.৬ ঠিক জোড়াটি নির্বাচন করো —
ক) তিস্তা নদী — জোয়ারের জলে পুষ্ট
() দার্জিলিং জেলা – দৈনিক উষ্ণতার প্রসর বেশি
গ) মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা
ঘ) পাইন। ম্যানগ্রোভ উদ্ভিদ
ক) তিস্তা নদী — জোয়ারের জলে পুষ্ট
() দার্জিলিং জেলা – দৈনিক উষ্ণতার প্রসর বেশি
গ) মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা
ঘ) পাইন। ম্যানগ্রোভ উদ্ভিদ
উত্তর: গ) মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা
১.৭ অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো-
১.৭ অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো-
ক) সর্বোচ্চ অক্ষরেখার মান ০°
(খ) প্রতিটি অক্ষরেখা মহাবৃত্ত
গ) অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল
ঘ) প্রতিটি অক্ষরেখার পরিধি সমান
(খ) প্রতিটি অক্ষরেখা মহাবৃত্ত
গ) অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল
ঘ) প্রতিটি অক্ষরেখার পরিধি সমান
উত্তর: গ) অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল
১.৮ বিদার অগ্নামের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো
তুপ পর্বতক)
(খ)
(গ) পর্বতবেষ্টিত মালভূমি
(খ)
(গ) পর্বতবেষ্টিত মালভূমি
(ঘ) জলধারণ ক্ষমতা কম
উত্তর:(খ) লাভা মালভূমি
১.৯ ঠিক জোড়াটি নির্বাচন করো—
ক) দামোদর নদী – পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল
খ) কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান
গ) পডজল মৃত্তিকা - পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল
(ঘ) অ্যালপাইন উদ্ভিদ – সুন্দরবন অঞ্চল
উত্তর: খ) কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান
২. শূন্যস্থান পূরণ করো : ১ × ৩ = ৩
২.১ দ্রাঘিমারেখাগুলি নিরক্ষরেখাকে..................কোণে ছেদ করেছে।
উত্তর:দ্রাঘিমারেখাগুলি নিরক্ষরেখাকে সম কোণে ছেদ করেছে।
২.২ আবহবিকারগ্রস্ত শিলা চূর্ণবিচূর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে ..............বলে।
উত্তর:আবহবিকারগ্রস্ত শিলা চূর্ণবিচূর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে রেগলেথ বলে।
২.৩ দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো................
উত্তর:দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো তিস্তা নদী।
৩। বাক্যটি সত্য হলে 'ঠিক' এবং ভাসত্য হলে 'ভুল' লেখো:
৩.১ নিরক্ষরেখার অভিকর্যের মান সর্বাধিক।
উত্তর: নিরক্ষরেখার অভিকর্যের মান সর্বাধিক-ভুল
৩.২ কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়ন বায়ু বামদিকে বেঁকে প্রবাহিত হয়।
উত্তর: ভুল
৩.৩ অচিরাচরিত শক্তির একটি উৎস জোয়ারভাটা শক্তি
উত্তর: ঠিক
8. একটি বা দুটি শব্দে উত্তর দাও : ১×৩ = ৩
৪.১: কোনো স্থানের দ্রাঘিমা ২৪° হলে ঐ স্থানটির প্রতিপাদস্পনের দ্রাঘিমা কত হবে।
উত্তর: কোনো স্থানের দ্রাঘিমা ২৪° হলে ঐ স্থানটির প্রতিপাদস্পনের দ্রাঘিমা হবে (১৮০- ২৪)°= ১৫৬° ।৪.২ একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখ?
উত্তর: একটি পর্বত বেষ্টিত মালভূমি হল তিব্বত মালভূমি।
৪.৩ কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার লক্ষ্য করা যায়?
উত্তর: আদ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার লক্ষ্য করা যায়।
৫. সংক্ষিপ্ত উত্তর দাও :
৫.১ কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি উল্লেখ করো।
উত্তর: কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি হল-
ক) অভাব মোচন ক্ষমতা বা উপযোগিতা
খ) কার্যকারিতা
গ) সর্বজনীন চাহিদা
ঘ ) গ্রহণযোগ্যতা
ঙ) অনুকূল পরিবেশ।
৫.২ GPS - এর দুটি ব্যবহার উল্লেখ করো।
উত্তর: GPS(Global Positioning System) - এর দুটি ব্যবহার হল-
ক) ভূপৃষ্ঠে কোন স্থানের সঠিক স্থান বা অবস্থান নির্ণয় করার জন্য GPS ব্যবহার করা হয়।
খ) ভূপৃষ্ঠে কোন স্থানের সঠিক উচ্চতা নির্ণয় করার জন্য GPS ব্যবহার করা হয়।
গ) যানবাহনের যাওয়ার সময় বা চালানোর সময় সঠিক গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়।
ঘ ) কোন স্থানের পৃথিবীর মানচিত্র দেখার জন্য ব্যবহার করা হয়।
৫.৩ নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি কী কী?
উত্তর: নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের কুপ্রভাব বা ক্ষতিকর প্রভাবগুলি হল-
ক) নিকটবর্তী কৃষিজমির কৃষি কাজের ফলে খাল ও নদীর জল অতিরিক্ত ব্যবহারের ফলে ওই জমি গুলি লবণাক্ত হয়ে ওঠে ও চাষের অযোগ্য হয়ে ওঠে।
খ) নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহার করলে ওই জলের বিভিন্ন কীটপতঙ্গ ও প্রাণী মৃতদেহ থেকে যায় সেই সমস্ত বিরক্ত হয়ে পড়ে যা কৃষিজমি ও অন্যান্য প্রাণীর পক্ষে ক্ষতিকর প্রভাব পড়তে থাকে।
গ) শিল্পাঞ্চলে কাছে বা নিকটবর্তী ও নদীর জল অতিরিক্ত ব্যবহারের ফলে সেখানে দূষণের মাত্রা বৃদ্ধি পেতে থাকে।
ঘ ) কোন বৃহৎ খাল ও নদীর জলে বিভিন্ন ধরনের জলযান যানবাহনের ফলে সেই নদী বা খালের জল দূষণ হতে থাকে ও দূষণের মাত্রা বৃদ্ধির ফলে জলে বসবাসকারী প্রাণী জীবজন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে থাকে।
৫.৪ আবহবিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো।
উত্তর: উত্তর: মৃত্তিকায় বসবাসকারী বহু প্রাণী তাদের বাসস্থান তৈরীর জন্য শিলার যান্ত্রিক আবহবিকার
ঘটায়। যেমন : খরগোশ, ইঁদুর, খেকশিয়াল, প্রেইরি কুকুর, কেঁচো প্রভৃতি প্রাণী সরাসরি শিলার মধ্যে
গর্ত করে শিলাকে চূর্ণ-বিচূর্ণ করে। আবার প্রাণীদের বর্জ্য পদার্থ এবং মৃতদেহ নিঃসৃত জৈব অ্যাসিড শিলার রাসায়নিক বিয়োজনে সাহায্য করে।
৬. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :৬.১ আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করিনা কেনঃ
উত্তর:
৬.২ “পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন। ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। ৬.৩ আগের পর্বত ও কয়জাত পর্বতের মধ্যে দ্বাপকা লেখো।
উত্তর:
৭. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৭.১ চিত্রসহ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পৃথিবীর মোহনীয় আকৃতির প্রমাণ
উত্তর:
৭,২ “উচ্চ পার্বত্য অঞ্চলে তুয়ারের কার্যের ফলে শিলা আবহবিকারগ্রস্ত হয় চিত্রসহ ব্যাখ্যা করো। অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কাভাবে কিয়োজিত হয় উদাহরণসহ লেখো।
উত্তর:
৭.৩ পশ্চিমবঙ্গের জলবায়ু কাভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়?
উত্তর: