Porjoton Nirendranath Chokroborti Bangla Class 3 Part 1 |
Porjoton Nirendranath Chokroborti Bangla Class 3 Part 1 | পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতা বাংলা পাতাবাহার প্রথম পর্ব
Porjoton Nirendranath Chokroborti Bangla Class 3 Part 1
পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতা বাংলা পাতাবাহার প্রথম পর্ব
পর্যটন
নীরেন্দ্র চক্রবর্তী
মাথায় মস্ত পাগড়ি এটেঁ,
গজিয়ে দাড়ি, গুম্ফ ছেঁটে
কেষ্টবাবু কোথায় যান ?
বাদকশান, বাদকশান!
কুলির মাথায় মাল চাপিয়ে
সিংহসম লম্ফ দিয়ে
বিষ্টুবাবো যান কোথায়?
মোম্বাসায় মোম্বাসায়!
উড়িয়ে ধুলো মহেশ দাস
ভরদুপুরে কোথায় যাস?
হঠাৎ কোথায় চললি রে?
সান্টা ফে, সান্টা ফে!
সবাই এখন ছাড়ছে ঘর,
কেষ্ট বিষ্ণু মহেশ্বর।
ব্যাপার দেখে হচ্ছে শখ
আমিও হব পর্যটক!
কিন্তু আমি কোথায় যাই
একটি বিনে টঙকা নাই ।
তাই নিয়ে যায় কোথায় আর?
শ্যামবাজার, শ্যামবাজার।