Ago Moni Premendo Mitro Bangla Class 3 Part 1 |
Ago Moni Premendo Mitro Bangla Class 3 Part 1
আগমনী প্রেমেন্দ্র মিত্র বাংলা তৃতীয় শ্রেণি পর্ব ১
Class 3 Bangla Ago Moni
আগমনী
প্রেমেন্দ্র মিত্র
বর্ষা করে যাব, যাব
শীত এখনও দূর
এরই মধ্যে মিঠে কিন্তু
হয়েছে রোদ্দুর!
মেঘ গুলো সব দূর আকাশে
পারছেনা ঠিক বুঝতে
ঝরবে, নাকি যাবে উড়ে
অন্য কোথাও খুঁজতে!
থেকে থেকে তাই কি শুনি
বুক কাপানো ডাক
হাঁকটা যতই হোক না জবর
মধ্যে ফাঁকির ফাঁক!
আকাশ বাতাস আনমনা আজ
শুনে এ কোন ধ্বনি
চিরনতুন হয়েও অচিন
একার আগমনী।
আগমনী কবিতার কবি পরিচিতি:
আগমনী কবিতার সারসংক্ষেপ:
আগমনী কবিতার শব্দের অর্থ: