Note Boi (Note Book) Sukumar Roy Kobita Bangla Class 7 Part 1 |
Note Boi (Note Book) Sukumar Roy Kobita Bangla Class 7 Part 1 | নোট বই সুকুমার রায় সপ্তম শ্রেণির বাংলা পর্ব ১
Note Boi (Note Book) Sukumar Roy Kobita Bangla Class 7 Part 1
Class 7 Note Boi Bangla
নোট বই সুকুমার রায় সপ্তম শ্রেণির বাংলা পর্ব ১
নোট বই
সুকুমার রায়
এই দেখো পেন্সিল, নোটবুক হাতে
এই দেখো ভরা সব কিলবিল লেখাতে।
ভালো কথা শুনে যেই চটপট লিখি তাই-
ফড়িং এর কটা ঠ্যাং আরশোলা কি কি খায়;
আঙ্গুলে তে আঠা দিলে কেন লাগে চটচট,
কাতুকুতু দিলে গরু কেন করে ঝটপট।
দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে
নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ।
কান করে ফোড়া করে টন টন-
ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লন্ঠন।
কাল থেকে মর লেগে আছে খটকা
ঝোলা গুড় কিসে দেয়? সাবানন না পটকা?
এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে
জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে।
পেট কেন কামড়ায়, বল দেখি পারো কে?
বল দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে?
তেজ পাতপাতে তেজ কেন ? ঝাল কেন লঙ্কায়?
নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়?
কার নাম দুন্দুভি ? কাকে বলে অরণি?
বলবে কি, তোমরাও নোট বই পড়োনি!