Class 7 Bangla Din Furole Snkho Ghossh Part 1 |
Class 7 Bangla Din Furole Snkho Ghossh Part 1 | দিন ফুরোলে শঙ্খ ঘোষ বাংলা সপ্তম শ্রেণি
Class 7 Bangla Din Furole Snkho Ghossh Part 1
Bangla Din Furole Snkho Ghoss Kotita
দিন ফুরোলে
শঙ্খ ঘোষ
সবজি নাকি সত্যি নিজের ইচ্ছায়
ডুব দিয়েছে ? সন্ধ্য হলো? দুচ্ছেই
আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর
চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে।
লক্ষ্য, বা তা হতেও পারে একশো
কেউ বা খুলে দেখেছে রঙের বাক্স!
আমরা কি আর দেখতে পাবো ভাবছো?
বাপ মায়েরা যাবেই তবে তুচ্ছ।
পাখির সারি যেমন ধানের গুচ্ছে
আঁধার ফেলে ঘরের দিকে উঠছে
তেমনি এবার ফিরতে হবে সত্যিসত্যি
নিজের নিজের মন খারাপের গর্তে
বলবে বাবা এইটুকু সব বাচ্চা
দিন ফুরোলেও মাঠ ছাড়ে না? আচ্ছা!
মা বলবে, ঠ্যাং দুটো কি কুচ্ছিৎ।
এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি।