Aka lekha Mridul Dasgupto Class 7 Bangla Part 1 |
Aka lekha Mridul Dasgupto Class 7 Bangla Part 1
সপ্তম শ্রেণির বাংলা
Aka lekha Mridul Dasgupto Class 7 Bangla Part 1 | আঁকা ও লেখা মৃদুল দাশগুপ্ত সপ্তম শ্রেণির বাংলা
Class 7 Bangla Aka lekha Mridul Dasgupto
আঁকা ও লেখা মৃদুল দাশগুপ্ত সপ্তম শ্রেণির বাংলা
আঁকা, লেখা
মৃদুল দাশগুপ্ত
লেখক পরিচিতি:
রং ছড়িয়ে খুশ খেয়ালে আমি যখন চিত্র আঁকি
তিনটি শালিক ঝগড়া থামায় অবাক তাকাই চুড়ুই পাখি
মৎস্য ভুলে মাছরাঙ্গা তার নীল রং দিতে চাই
প্রজাপতির ঝাঁক চাইছে তাদের রাখি আমার আকায়
গর্ত থেকে ইন্দোর সে তার পিঠে চোখ দেখতে চেয়ে
রং তুলির বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে।
ওই যে মাঠে চাঁদের দুধের সর জমে যায় যখন পুরু
বাতাস ঈষৎ কাঁপন দিতেই আমার ছড়া লেখার শুরু
এবার যেন তারা মাখা খুব গোপনে নামছে কাছে
ওয়াহ লিখছে ও লিখছে দশ জোনাকি বকুল গাছে
এই ছড়াতেই আজ আমাকে মোর কাছে আনলো হাওয়া
সেই তো আমার পরমপুলক সেই তো আমার পদক পাওয়া।
তিনটি শালিক ঝগড়া থামায় অবাক তাকাই চুড়ুই পাখি
মৎস্য ভুলে মাছরাঙ্গা তার নীল রং দিতে চাই
প্রজাপতির ঝাঁক চাইছে তাদের রাখি আমার আকায়
গর্ত থেকে ইন্দোর সে তার পিঠে চোখ দেখতে চেয়ে
রং তুলির বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে।
ওই যে মাঠে চাঁদের দুধের সর জমে যায় যখন পুরু
বাতাস ঈষৎ কাঁপন দিতেই আমার ছড়া লেখার শুরু
এবার যেন তারা মাখা খুব গোপনে নামছে কাছে
ওয়াহ লিখছে ও লিখছে দশ জোনাকি বকুল গাছে
এই ছড়াতেই আজ আমাকে মোর কাছে আনলো হাওয়া
সেই তো আমার পরমপুলক সেই তো আমার পদক পাওয়া।
বিষয়বস্তু:
3