Bahuvikalpi Vittik Prashna Parichiti o Anusilon Class 10 Part 1 Geography 2021 |
Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 10 Part 1 Geography 2021 | বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন ভূগোল দশম শ্রেণি
Class 10 MCQ Adaptation Package for Geography
MCQ Adaptation Package for Geography Class 10
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন 2021
পরিচিতি ও অনুশীলন
ভূগোল
দশম শ্রেণি
১. সম্পদ সৃষ্টি বা বিকাশের ক্ষেত্রে তোমার বিদ্যালয়ের ভূমিকাকে বোঝানোর জন্য সবচেয়ে সুপ্রযুক্তভাবে যা বলা যায় তা হল—
ক) এখানে প্রাকৃতিক সম্পদ সৃষ্টি হয়
খ) এখানে নিরপেক্ষ উপাদানকে প্রাকৃতিক সম্পদে পরিণত করা হয়
গ) এখানে মানবসম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে
ঘ) এখানে সাংস্কৃতিক সম্পদ সৃষ্টি হয় না
উত্তরঃ গ) এখানে মানবসম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে।
২. কোনটি প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহারের গ্রহণীয় উপায় নয়?
ক) পরিমিত ব্যবহার
খ) পুনর্ব্যবহার
গ) পুনর্নবীকরণ
ঘ) জমি ভরাটকরন
উত্তরঃ ঘ) জমি ভরাটকরন।
৩. এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ?
ক) বন্যপ্রাণ সুরক্ষা আইন
খ) ঝুম চাষ
গ) সামাজিক বনসৃজন
ঘ) নর্মদা বাঁচাও আন্দোলন
উত্তরঃ গ) সামাজিক বনসৃজন।
৪. ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো
ক) ধান
খ) পাট
গ) গম
ঘ) চিনাবাদাম
উত্তরঃ ঘ) চিনাবাদাম।
৫. নিচের কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়?
ক) জলবিদ্যুৎ উৎপাদন
খ) সেচ
গ) জলদূষণ নিয়ন্ত্রণ
ঘ) বন্যা নিয়ন্ত্রণ
উত্তরঃ ক) জলবিদ্যুৎ উৎপাদন।
৬. এদের মধ্যে অধাতব খনিজ কোনটি?
ক) কয়লা
খ) ম্যাগনেটাইট
গ) চালকোপাইরাইট
ঘ) বক্সাইট
উত্তরঃ ক) কয়লা।
৭. নিচের কোনটি অপ্রচলিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ?
ক) ভূতাপশক্তি
খ) পশুবর্জ্য
গ) সূর্যালোক
ঘ) জোয়ারভাটা
উত্তরঃ খ) পশুবর্জ্য।
৮. পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হল
ক) কার্পাসবয়ন শিল্প
খ) পেট্রোরাসায়নিক শিল্প
গ) লৌহ - ইস্পাত শিল্প
ঘ) মোটরগাড়ি নির্মাণ শিল্প
উত্তরঃ ঘ) মোটরগাড়ি নির্মাণ শিল্প।
৯. কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ দিয়ে যুক্ত হয়েছে?
ক) মুম্বাই ও চেন্নাই
খ) বারানসি ও কন্যাকুমারী
গ) শিলচর ও সুরাট
ঘ) দিল্লি ও কলকাতা
উত্তরঃ খ) বারানসি ও কন্যাকুমারী।
১০. দেশভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছে?
ক) পাট শিল্প
খ) রেশম বস্ত্রশিল্প
গ) চা শিল্প
ঘ) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
উত্তরঃ ক) পাট শিল্প।
১১. এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশবান্ধব?
ক) দাঁড় টানা নৌকা
খ) উড়োজাহাজ বা এরোপ্লেন
গ) ব্যক্তিগত গাড়ি
ঘ) বাস
উত্তরঃ ক) দাঁড় টানা নৌকা।
১২. তুমি যদি ভারতের কোন কফি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি আছো
ক) দক্ষিণ ভারতে
খ) পূর্ব ভারতে
গ) উত্তর ভারতে
ঘ) পশ্চিম ভারতে
উত্তরঃ ক) দক্ষিণ ভারতে।
১৩. অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য নয়?
ক) এর উৎসগুলি অফুরন্ত বা পূরণশীল
খ) এর উৎসগুলি সহজলভ্য নয়
গ) এর ব্যাপক উৎপাদনের প্রাথমিক খরচ বেশি
ঘ) এর উৎপাদন পদ্ধতিতে সরাসরি পরিবেশ দূষিত হয় না
উত্তরঃ ক) এর উৎসগুলি অফুরন্ত বা পূরণশীল।
১৪. আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হলো
ক) ল্যান্ডলাইন দুরভাষ
খ) নথিভূক্ত ডাক
গ) কুরিয়ার ব্যবস্থা
ঘ) টেলিগ্রাম
উত্তরঃ ঘ) টেলিগ্রাম।
১৫. তামিলনাড়ুর কোয়েম্বাটোর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্র শিল্প কেন্দ্র। নিচের কোন কারণটি এই শিল্পকেন্দ্র গড়ে ওঠার সহায়ক নয়?
উত্তরঃ
ক) কাঁচামাল হিসেবে তুলোর সহজলভ্যতা
খ) সুলভ বিদ্যুৎ
গ) অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা
ঘ) বস্ত্রের বিপুল চাহিদা
উত্তরঃ গ) অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা।
১৬. জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো
ক) বন্যপ্রাণী সংরক্ষণ
খ) শুষ্ক ঋতুতে জলের সরবরাহ
গ) পর্যটন শিল্পের উন্নতি
ঘ) জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ
উত্তরঃ খ) শুষ্ক ঋতুতে জলের সরবরাহ।
১৭. সারণিতে 2015- 16 সালের ফসল উৎপাদনের (মিলিয়ন টন) পরিসংখ্যান দেওয়া হল। নিচের কোন স্তম্ভ চিত্রের সাহায্যে এই পরিসংখ্যান সঠিক ভাবে দেখানো যায়?
ক) এখানে প্রাকৃতিক সম্পদ সৃষ্টি হয়
খ) এখানে নিরপেক্ষ উপাদানকে প্রাকৃতিক সম্পদে পরিণত করা হয়
গ) এখানে মানবসম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে
ঘ) এখানে সাংস্কৃতিক সম্পদ সৃষ্টি হয় না
উত্তরঃ গ) এখানে মানবসম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে।
২. কোনটি প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহারের গ্রহণীয় উপায় নয়?
ক) পরিমিত ব্যবহার
খ) পুনর্ব্যবহার
গ) পুনর্নবীকরণ
ঘ) জমি ভরাটকরন
উত্তরঃ ঘ) জমি ভরাটকরন।
৩. এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ?
ক) বন্যপ্রাণ সুরক্ষা আইন
খ) ঝুম চাষ
গ) সামাজিক বনসৃজন
ঘ) নর্মদা বাঁচাও আন্দোলন
উত্তরঃ গ) সামাজিক বনসৃজন।
৪. ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো
ক) ধান
খ) পাট
গ) গম
ঘ) চিনাবাদাম
উত্তরঃ ঘ) চিনাবাদাম।
৫. নিচের কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়?
ক) জলবিদ্যুৎ উৎপাদন
খ) সেচ
গ) জলদূষণ নিয়ন্ত্রণ
ঘ) বন্যা নিয়ন্ত্রণ
উত্তরঃ ক) জলবিদ্যুৎ উৎপাদন।
৬. এদের মধ্যে অধাতব খনিজ কোনটি?
ক) কয়লা
খ) ম্যাগনেটাইট
গ) চালকোপাইরাইট
ঘ) বক্সাইট
উত্তরঃ ক) কয়লা।
৭. নিচের কোনটি অপ্রচলিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ?
ক) ভূতাপশক্তি
খ) পশুবর্জ্য
গ) সূর্যালোক
ঘ) জোয়ারভাটা
উত্তরঃ খ) পশুবর্জ্য।
৮. পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হল
ক) কার্পাসবয়ন শিল্প
খ) পেট্রোরাসায়নিক শিল্প
গ) লৌহ - ইস্পাত শিল্প
ঘ) মোটরগাড়ি নির্মাণ শিল্প
উত্তরঃ ঘ) মোটরগাড়ি নির্মাণ শিল্প।
৯. কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ দিয়ে যুক্ত হয়েছে?
ক) মুম্বাই ও চেন্নাই
খ) বারানসি ও কন্যাকুমারী
গ) শিলচর ও সুরাট
ঘ) দিল্লি ও কলকাতা
উত্তরঃ খ) বারানসি ও কন্যাকুমারী।
১০. দেশভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছে?
ক) পাট শিল্প
খ) রেশম বস্ত্রশিল্প
গ) চা শিল্প
ঘ) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
উত্তরঃ ক) পাট শিল্প।
১১. এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশবান্ধব?
ক) দাঁড় টানা নৌকা
খ) উড়োজাহাজ বা এরোপ্লেন
গ) ব্যক্তিগত গাড়ি
ঘ) বাস
উত্তরঃ ক) দাঁড় টানা নৌকা।
১২. তুমি যদি ভারতের কোন কফি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি আছো
ক) দক্ষিণ ভারতে
খ) পূর্ব ভারতে
গ) উত্তর ভারতে
ঘ) পশ্চিম ভারতে
উত্তরঃ ক) দক্ষিণ ভারতে।
১৩. অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য নয়?
ক) এর উৎসগুলি অফুরন্ত বা পূরণশীল
খ) এর উৎসগুলি সহজলভ্য নয়
গ) এর ব্যাপক উৎপাদনের প্রাথমিক খরচ বেশি
ঘ) এর উৎপাদন পদ্ধতিতে সরাসরি পরিবেশ দূষিত হয় না
উত্তরঃ ক) এর উৎসগুলি অফুরন্ত বা পূরণশীল।
১৪. আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হলো
ক) ল্যান্ডলাইন দুরভাষ
খ) নথিভূক্ত ডাক
গ) কুরিয়ার ব্যবস্থা
ঘ) টেলিগ্রাম
উত্তরঃ ঘ) টেলিগ্রাম।
১৫. তামিলনাড়ুর কোয়েম্বাটোর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্র শিল্প কেন্দ্র। নিচের কোন কারণটি এই শিল্পকেন্দ্র গড়ে ওঠার সহায়ক নয়?
উত্তরঃ
ক) কাঁচামাল হিসেবে তুলোর সহজলভ্যতা
খ) সুলভ বিদ্যুৎ
গ) অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা
ঘ) বস্ত্রের বিপুল চাহিদা
উত্তরঃ গ) অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা।
১৬. জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো
ক) বন্যপ্রাণী সংরক্ষণ
খ) শুষ্ক ঋতুতে জলের সরবরাহ
গ) পর্যটন শিল্পের উন্নতি
ঘ) জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ
উত্তরঃ খ) শুষ্ক ঋতুতে জলের সরবরাহ।
১৭. সারণিতে 2015- 16 সালের ফসল উৎপাদনের (মিলিয়ন টন) পরিসংখ্যান দেওয়া হল। নিচের কোন স্তম্ভ চিত্রের সাহায্যে এই পরিসংখ্যান সঠিক ভাবে দেখানো যায়?
Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 10 Part 1 Geography 2021 |
উত্তরঃ খ) এর চিত্র ।
১৮. ভারতের রেখা মানচিত্রে একটি তন্তু ফসল ও একটি বাগিচা ফসল উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে। ফসল দুটি কি কি?
Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 10 Part 1 Geography 2021 |
ক) গম ও ইক্ষু
খ) ডাল ও জোয়ার
গ) ধান ও গম
ঘ) কার্পাস ও চা
উত্তরঃ ঘ) কার্পাস ও চা।
Thanks sir
ReplyDeleteThanks Sir
ReplyDeleteThank you so much sir thanks a lot
ReplyDelete