Bicitro Sadh Kobita Bangla Class 4 Patabaha |
Bicitro Sadh Kobita Bangla Class 4 Patabahar Part 1
বিচিত্র সাধ রবীন্দ্রনাথ ঠাকুর চতুর্থ শ্রেণি বাংলা কবিতা পর্ব ১
Class 4 Bicitro Sadh Kobita Bangla Patabahar
চতুর্থ শ্রেণি বাংলা কবিতা বিচিত্র সাধ রবীন্দ্রনাথ ঠাকুর চতুর্থ পর্ব ১
বিচিত্র সাধ
রবীন্দ্রনাথ ঠাকুর
আমি যখন পাঠশালাতে যাই
আমাদের এই বাড়ির গলি দিয়ে,
দশটা বেলায় রোজ দেখতে পাই
ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে
' চুড়ি চা--ই ,চুড়ি চাই' সে হাঁকে,
চিনের পুতুল ঝুড়িতে তার থাকে,
যায় সে চলে যে পথে তার খুশি,
যখন খুশি খাই সে বাড়ি গিয়ে।
দশটা বাজে, সাড়ে দশটা বাজে,
নাইকো তাড়া হয় বা পাছে দেরি।
ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে
অমনি করে বেড়াই নিয়ে ফেরি।।
আমি যখন হাতে মেখে কালকালি
ঘরে ফিরি, সাড়ে চারটে বাজে,
কোদাল নিয়ে মাটি কোপায় মালি
বাবুদের ঐ ফুল বাগানের মাঝে ।
কেউ তো তারে মানা নাহি করে
কোদাল পাছে পড়ে পায়ের পরে।
গায়ে মাথায় লাগছে কত ধুলো,
কেউ তো এসে বকে না তার কাজে।
মা তারে তো পরাই না সাপ জামা,
ধুয়ে দিতে চাইনা ধুলোবালি ।
ইচ্ছে করে, আমি হতেম যদি
বাবুদের ওই ফুল --বাগানের মালি।।
একটু বেশি রাত না হতে হতে
মা আমারে ঘুম পাড়াতে চায়,
জানালা দিয়ে দেখি চেয়ে পথে
পাগড়ি পড়ে পাহারাওয়ালা যায়।
আঁধার গলি, লোক বেশি না চলে,
গ্যাসের আলো মিট মিটিয়ে জ্বলে,
লন্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে
দাঁড়িয়ে থাকে বাড়ির দরোজায় ।
রাত হয়ে যায় দশটা -এগারোটা
কেউ তো কিছু বলে না তার লাগি।
ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে
গলির ধারে আপন মনে জাগে জাগি।।