Ami Sagor Pari Debo Kaji Najrul Islam Kobita Bangla Class 4 Patabahar |
Ami Sagor Pari Debo Kaji Najrul Islam Kobita Bangla Class 4 Patabahar
আমি সাগর পাড়ি দেবো কাজী নজরুল ইসলাম বাংলা চতুর্থ শ্রেণি পাতাবাহার
Class 4 Ami Sagor Pari Debo Kaji Najrul Islam Kobita Bangla Patabahar
চতুর্থ শ্রেণি আমি সাগর পাড়ি দেবো কাজী নজরুল ইসলাম বাংলা পাতাবাহার
কাজী নজরুল ইসলাম
আমি সাগর পাড়ি দেবো আমি সওদাগর ।
সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর ।
আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে,
চলবে আমার বেচাকেনা বিশ্বজোড়া হাটে।
ময়ূরপঙ্খি বজরা আমার 'লাল বাওটা' তুলে
ঢেউ-এর দোলায় মরাল সম চলবে দুলে দুলে।
সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার
আমার তরি বোঝাই করে দেবে উপহার।
দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা,
শক্তি দেবে মুক্ত মালা আমারে নজরানা।
চারপাশে মোর গাঙ চিলেরা করবে এসে ভিড়
হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর।
আজবে হাঙ্গর কুমির তিমি ---কে করে তায় ভয় ;
বলব; 'ওরে , ভয় পাই যে --এ সে ছেলে নয়।
সপ্ত সাগর রাজ্য আমার, আমি বণিক বীর ,
খাজনা জোগায় রাজ্যে আমার হাজার নদীর নীর।
ভয় করি না তোমাদের দুটো দন্ত নখর দেখে,
জল-দস্যু, তোদের তরে পাহারা গেলাম রেখে
সিন্ধু -গাজি মোল্লামাঝি, নৌ-সেনা ওই জেলে ,
বর্শা দিয়ে বিঁধবে তারা, রাজ্যে আমার এলে। '
দেশে দেশে দেয়াল গাঁথা রাখবো নাকো আর,
বন্যা এনে ভাঙবো বিভেদ করব একাকার।
আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব,
তাদের দেশের সুধা এনে আমার দেশে দেবো
বলব মাকে, 'ভয় কি গো মা, বাণিজ্যেতে যাই!
সেই মণি মা দেব এনে তোর ঘরে যা নাই ।
দুঃখিনী তুই, তাইতো মা এ দুখ ঘুচাব আজ,
জগৎ জুড়ে সুখ কুড়াব-- ঢাকব মা এ লাজ। '
লাল জহরত পান্নাচুনি মুক্তামালা আনি
আমি হব রাজার কুমার, মা হবে রাজরানি।