![]() |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
Solution Of Model Activity Task History Class 8
২. ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা।
নীচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও:
১. দেওয়ানী অধিকার, দ্বৈতশাসন ব্যবস্থা ও ছিয়াত্তরের
মন্বন্তর কীভাবে একে অপরের সাথে পরস্পর সম্পর্ক যুক্ত ছিল ব্যখ্যা করো।
উত্তর - ১৭৫৭ খ্রিঃ পলাশীর
যুদ্ধে পরাজয়ের পর বাংলায় চরম শোষণ শুরু
হয়।১৭৬৫ সালে রবার্ট ক্লাইভ বাংলার নবাব থেকে দেওয়ানি লাভ করে যে শাসন প্রণালীর
উদ্ভব হয়, তা ইতিহাসে
দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। মীরজাফরের মৃত্যুর পর রবার্ট ক্লাইভ ১৭৬৫ সালে
মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। নবাবের হাতে ছিল
ক্ষমতাহীন দায়িত্ব আর ইংরেজদের ছিল দায়িত্বহীন ক্ষমতা। এই সময় নবাবরা ইংরেজদের
বেতনভুক কর্মচারীতে পরিণত হয় ।এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দের উপর
তীব্র শোষণ চালায় যে, ঐতিহাসিক পার্সিভাল স্ফিয়ার এই যুগকে "নির্লজ্জ লুন্ঠনের যুগ" নামে
অভিহিত করেছেন ।
বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভের পর
ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্থিক শোষন চরমে পৌঁছায়। ১৭৬৪-৬৫ খ্রিঃ কোম্পানির রাজস্ব আদায়ের পরিমাণ যেখানে
ছিল ১কোটি ২লক্ষ টাকা। তা ১৭৬৫-৬৬ খ্রিঃ তে
দ্বিগুণে পরিনত হয়। দেওয়ানি লাভের আগে
কোম্পানির বাণিজ্যের জন্য মূলধন ইংল্যান্ড থেকে আসত কিন্তু দেওয়ানি লাভের পর ভারত থেকে অর্থ
ইংল্যান্ড এ প্রেরিত হয়।
রাজস্ব আদায়ের জন্য জমিদার সাধারণ মানুষের
উপরে অত্যাচার প্রয়োগ করে তাতে সাধারন
মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।কোম্পানির নিযুক্ত রাজস্ব বিভাগের দুই সহকারী রেজা
খাঁ ও সিতাব রায়ের শোষণ ও অত্যাচারে প্রজাদের দুঃখ-দুর্দশার অন্ত ছিল না । তাদের
এই ব্যবহারের জন্য তারা "রক্তলোলুপ নেকড়ে" নামে পরিচিত হন। ফলস্বরূপ এই
সময় ১৭৭০খ্রিস্টাব্দে বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর দেখা দেয় ।এর ফলে
বাংলায় বহু মানুষের মৃত্যু হয়
।অনাবৃষ্টির কারণে শস্যহানিতে এই দুর্ভিক্ষের সূচনা হলেও কোম্পানির দুর্নীতির শাসন
নীতি এই দুর্ভিক্ষকে সর্বগ্রাসী ,ব্যাপক, বিভীষিকাময় ও ক্ষয়কারী করে তুলেছিল।
তাই সংক্ষেপে বলা যায়: যদি বাংলায় দ্বৈত
শাসন ব্যবস্থা না হতো তবে দেওয়ানী অধিকার ব্যবস্থা হতো না এবং দেওয়ানী ব্যবস্থার
কুফল ছিল ছিয়াত্তরের মন্বন্তর।
দেওয়ানী অধিকার ছিল কারণ আর ছিয়াত্তরের মন্বন্তর ছিল ফলাফল তাতে সন্দেহ
নেই। তাই বলা যায় দ্বৈত শাসন, দেওয়ানী
অধিকার ও ছিয়াত্তরের মন্বন্তর পরস্পরের পরিপূরক এবং শো পর্যন্ত সম্পর্ক যুক্ত ।
২. নির্ভল তথ্য দিয়ে ফাঁকা ঘরগুলি পূরণ করো ।
<< ।৩. নিচের শব্দ ছক্টি পূরণ করো।
উপর নীচ-
১. বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা।
২. যার প্রস্তাব অনুযায়ী তিনটি প্রেসিডেন্সিতে
তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল।
৩. সুপ্রিম কোটের প্রধান বিচারপতি, হিন্দু
কলেজ তৈরির সাথে যুক্ত ছিলেন।
পাশাপাশি-
৪. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন।
৫. ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত
একটি সংস্থা।
৬. হিন্দু কলেজ প্রতিষ্ঠাতার সঙ্গে যুক্ত
ছিলেন, অন্যতম শিক্ষা অনুরাগী।
উত্তর-
আমাদের Digital Porasona web সাইটে চোখ রাখার জন্য তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ।আগামীতেও তোমরা পরবর্তী অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান পাবে এখানে। উপরোক্ত প্রশ্নোত্তর নিয়ে কোন সমস্যা থাকলে Comment Box -এ লিখে পাঠাও। ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ।
🥇🏆💐
ReplyDelete