![]() |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
Model Activity Task Class 5 Bengali
১. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১.১ 'কি আছে মোর তল্পিটায় / দেখবি
যদি আয়। ' ----- গল্পবুড়োর
তল্পিটায় কি কি দেখতে পাওয়া যাবে?
উত্তর-
কবি সুনির্মল বসু রচিত 'গল্পবুড়ো'কবিতায় গল্পবুড়ো ছোটদেরআহ্বান জানিয়েছেন যেন তারা তার কাছে জড়ো হয়। কেননা তার ঝোলাতে রূপকথার গল্পে সমৃদ্ধ আছে। সেগুলি হল রাজপুত্তুর, পক্ষীরাজ, দানব যক্ষীরাজ, মন পবনের দাঁড়, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, কেশবতী নন্দিনী, চোখধাঁধানো মানিক ইত্যাদি দেখানোর জন্য বাচ্চাদের জলদি আসতে বলেছেন।
১.২ 'এমনি করে সারা শীত দেখতে
দেখতে কেটে গেল । ' ------- 'বুনোহাঁস'
গল্প অনুসরণে শীতকালটির বর্ণনা দাও।
উত্তর-
আলোচ্য অংশটি লীলা মজুমদারের বুনোহাঁস গল্পের অংশ। গল্পের প্রথমেই দেখতে পায় লাদাখের জওয়ানদের ঘাঁটির ওপর দিয়ে আকাশের উপর এক ঝাক বুনোহাঁস উত্তর থেকে দক্ষিনে উড়ে যাচ্ছে। তারা নিরাপদে শীত কাটানোর জন্য একসঙ্গে উড়ে যাচ্ছিল।এমতাবস্থায় একটি বুনোহাঁস যখন হয়ে জখম হয়ে জাওয়ানদের ঘাঁটিতে পড়ে। তার সঙ্গীটি ও তাকে সঙ্গ দিতে নেমে পড়ে এবং জওয়ানদের তাঁবুতে আশ্রয় নেয়। তারা হাঁস দুটিকে মুরগির খাঁচাতে রাখে। জওয়ানরা হাঁস দুটোকে ভাত ভুট্টা টুকরো টিনের মাছ ইত্যাদি খেতে দিত। ধীরে ধীরে তার জখম ডানা সেরে ওঠে নতুন পালক গজায়। এইভাবে দুটি হাঁস সারা শীত জওয়ানদের তাবুতেই কাটিয়ে দেয়। তাদের দলটি ও দেশে ফেরার জন্য যাত্রা শুরু করলে ওই হাঁস দুটি তাদের সঙ্গে উড়ে যায়। এমনি করে সারা শীত কেটে যায়।
১.৩ 'শুনেই হাবু বেজায় কাবু'--- কোন কথা শুনে হাবু কেন কাবু হয়ে
পড়ল?
উত্তর-
আলোচ্য অংশটি ভবানীপ্রসাদ মজুমদারের 'দারোগাবাবু এবং হাবু' কবিতার অংশ। কবিতায় আমরা দেখতে পাই হাবুরা চার ভাই একটি ঘরের বসবাস করে। সেই ঘরে বড়দা পোষে সাতটি বিড়াল, মেজদা পোষে আটটি কুকুর এবং সেজদা পোশে একটি ছাগল। এজন্য ওই বাড়িতে থাকতে হাবুর অসুবিধা হয় এবং থানায় গিয়ে নালিশ জানাই। দারোগাবাবু তাকে জানালা দরজা খুলে রাখার নির্দেশ দিলে সে কাবু হয়ে যায় কারণ তার দেড়শো পোষা পায়রা পাখি উড়ে যাবে।
১.৪ 'ঝড় বাদলের রাতে সব শোনা যায়। ' -----কি শোনা যায় বলে বক্তার
বিশ্বাস?
উত্তর- আলোচ্য অংশটি মহাশ্বেতা দেবীর এতোয়া মুন্ডার কাহিনী গল্পের অংশবিশেষ। আলোচ্য অংশটির বক্তা ভজন ভুক্তা। একজন আদিবাসী বালক। সে এতোয়াকে বলেছিল সুরবীর আদিবাসী রাজা ছিল। যখন বহিরাগতরা তার রাজ্য দখল করে নিয়েছিল তখন সে ডুলং নদীতে ঝাঁপ দিয়েছিল। তার সঙ্গে ছিল তামার ঘন্টা ও তীর ধনুক। আরো জানা যায় রাজা অপেক্ষায় আছে যে কখন তার ভক্তরা ভক্তি সহকারে ডাকবে, তখন সে তামার ঘন্টা এবং তীর ধনুক নিয়ে হাতি চড়ে জল থেকে উঠে আসবে। এই তামার ঘন্টার আওয়াজ ঝড় বাদলের রাতে শোনা যায়।
১.৫ 'ছিটকানিটা আস্তে খুলে বেরিয়ে গেলাম ঘর'---- তার পরবর্তী পরিস্থিতির
কথা 'পাখির কাছে ফুলের কাছে' কবিতা অনুসরণে
লেখো।
উত্তর- আলোচ্য অংশটি আল মাহমুদ রচিত
পাখির কাছে ফুলের কাছে কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রকৃতির
মোহমযী সৌন্দর্যের বহিঃপ্রকাশ দেখতে পায়। কবি প্রকৃতির নৈসর্গিক রূপ অনুভব করতে ছিটকিনি
খুলে গৃহ হইতে বেরিয়ে পড়েন। রাতের অন্ধকারে চন্দ্রিমা কে ডাবের মত, আবার গির্জাকে
লাল পাথরের ঢেউয়ের মত মনে হয়েছে। দরগাতলার পাহাড় কবি কে হাতছানি দিয়ে ডাকে। তাছাড়া
পাখি, ফুল, ও দিঘীর জল কবিকে কবিতা শোনাতে ডাক দেয়। কবির সঙ্গে তাদের বন্ধুত্ব গড়ে
ওঠে।
১.৬ 'খাব না তো আমি'--- কথাটি
'বিমলার অভিমান' কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে
? কথক কেন বারবার কথাটি উচ্চারণ করেছেন?
উত্তর- প্রশ্ন উদ্ধৃত কথাটি নবকৃষ্ণ ভট্টাচার্য এর বিমলার অভিমান
রচনার অংশবিশেষ। আলোচ্য কথাটি চারবার ব্যবহৃত হয়েছে। আলোচ্য উক্তিটির বক্তা বিমলা। বিমলা ঘরের একমাত্র ছোট মেয়ে। কিন্তু মা
তাকে দিয়ে নানান কাজ করায় যেমন ফুলতোলা, ভাই কে কোলে নেওয়া, চুন আনা ইত্যাদি। এছাড়া দাদা ও অবনি কে বেশি বেশি ক্ষীর দেওয়া হয়। তখন বিমলা অভিমান করে বলে খাব
না তো আমি।
২. নিচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ সঠিক উত্তর হল- উৎ + মেষ= উন্মেষ/ পদ + নথি = পদ্ধতি/ রাজ + নীল=
রাঞ্জী/ ষষ্ঠ +ঠ = ষষ্ঠ।
উত্তর-
উৎ +মেষ= উন্মেষ
২.২ গাঢ় নীল আকাশ মাথার উপর------
নিম্ন রেখাঙ্কিত পদটি হলো সকর্মক ক্রিয়া / নাম বিশেষণ/ বিশেষণের বিশেষণ/ ক্রিয়া বিশেষণ।
উত্তর-বিশেষণের বিশেষণ।
২.৩ সন্ধি বিচ্ছেদ করো।
পরিষ্কার-পরিঃ+কার
Part-2
নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের
ভাষায় লেখ।
1. গল্পবুড়ো কেন ছোটদের
ছুটে আসার ডাক দিয়েছেন?
উত্তর - গল্প বুড়োর ঝোলাই ছিল মন ভোলা দৈত্ত দানব ও যক্ষীরাজ, পক্ষীরাজের গল্প আর ছিল কড়ির সার বাঁধা পাহাড়, মানিক হীরা, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, সোনার কাঠি, কেশবতি নন্দিনী ইত্যাদি রূপকথার গল্প। এইসব দেখার জন্য জন্যই গল্পবুড়ো ছোটদের আহ্বান জানিয়েছেন।
2. লাদাখে জওয়ানদের ঘাঁটিতে বুনোহাঁসের কি করছিল?
উত্তরঃ - লাদাখে জওয়ানদের ঘাঁটিতে একটা বুনোহাঁস জখম হয়ে নেমে এসেছিলো। জওয়ানরা যখন জখম তাবুতে নিয়ে এলে দ্বিতীয় হাঁস টি ও পেছনে পেছনে আসে। জওয়ানদের দেওয়া তরকারি, ভুট্টা, ফলের কুচি, টিনের মাছ ইত্যাদি খেত বুনোহাঁসদুটি।
3. এতোয়া কিভাবে সারাদিন ঘুরে বেড়ায়?
উত্তরঃ - মহাশ্বেতা দেবীর এতোয়া মুন্ডার কাহিনী গল্পে প্রধান চরিত্র হলো এতোয়া। সে সারাদিন গরু চরায়। গরু চরাতে চরাতে কাঁধে রাখা বস্তায় আম, কাঠ, মেঠো আলু প্রভৃতি ভরে নেয়। তারপর বাশের বোনা জাল সুবর্ণরেখা নদীতে পেতে নিজেকে রাজা ভাবতে থাকে।
4. বিমলার অভিমানের কারণ কি?
উত্তরঃ -
বিমলা ঘরের ছোট্ট মেয়ে। তাকে টুকটাক কাজ করতে হয়। যেমন বাচ্চা সামলানো, ফুলতোলা, লবণ আনা, ছাগল ডাকানো
যাতে নটে গাছ না খায়। বিমলার এগুলো ফাইফরমাশ মনে হয়। তাছাড়া দাদাকে বেশি ক্ষীর
দেওয়া হয়। এসব কারণেই বিমলার অভিমান হয়।
5. শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কোথায়?
উত্তরঃ -
১)শব্দ হলো বাক্য গঠনের উপাদান। এক বা একাধিক বর্ণ দিয়ে শব্দ গঠিত হয়। কিন্তু বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি টি পদ বলে।
২) শব্দের সাথে বিভক্তি যোগ হয় না। কিন্তু পদে বিভক্তি যুক্ত থাকে।
আমাদের Digital Porasona web সাইটে চোখ রাখার জন্য তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ।আগামীতেও তোমরা পরবর্তী অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান পাবে এখানে। উপরোক্ত প্রশ্নোত্তর নিয়ে কোন সমস্যা থাকলে Comment Box -এ লিখে পাঠাও। ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ।