![]() |
সমার্থক শব্দ |
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা শিখবো এবং জানবো সমার্থক শব্দ ( Somarthok shobdo ) bangla synonym সম্পর্কে। সমার্থক শব্দকে সহজতরভাবে শিখতে হলে আমাদের অবশ্যই সমার্থক শব্দের বেসিক সম্পর্কে জানা প্রয়োজন। তাই আমরা প্রত্যেক সমার্থক শব্দের উদাহরণসহ শ্রেণীবিভাগ করে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সমার্থক শব্দের ক্লাস। চলো তবে শুরু করি সমার্থক শব্দের বেসিক থেকে সম্পূর্ণ আলোচনা।
{tocify} $title={Table of contents}
সমার্থক শব্দের
অর্থ কী?
সমার্থক শব্দের অর্থ হলো একই শব্দের একাধিক শব্দ।
সমার্থক শব্দ কাকে বলে?
যেসব শব্দ দ্বারা কোন শব্দের একই অর্থ বোঝায় সেগুলিকে ওই শব্দের
সমার্থক শব্দ বলে।
প্রাকৃতিক বস্তু বিষয়ক-
আকাশ- অম্বর, গগন, নভঃ, অন্তরীক্ষ, ব্যোম, বিমান ইত্যাদি।
দিন- দিবস, দিবা, অহঃ ইত্যাদি।
নক্ষত্র – তারা, তারকা, জ্যোতিষ্ক ইত্যাদি।
সূর্য- তপন, রবি, অরুণ, ভানু, প্রভাকর, দিবাকর, দিনমণি, আদিত্য, ভাস্কর, সবিতা, মার্তণ্ড
ইত্যাদি।
চন্দ্র- চাঁদ, শশী, শশাঙ্ক, ইন্দু, শশধর, সুধাংশু, হিমাংশু, নিশাকর, চন্দ্রমা ইত্যাদি।
জল- বারি, পানি, সলিল, নীর, অপ, জীবন, উদক, পয়ঃ ইত্যাদি।
গাছ- বৃক্ষ, তরু, পাদপ, বিটপী ইত্যাদি।
পর্বত- পাহাড়, গিরি, মহীধর, ভূধর, অদ্রি, শৈল, অর্ণব, অচল, নগ ইত্যাদি।
পৃথিবী- জগৎ, ধরা, ভূ, মেদিনী, ধরিত্রী, ভুবন, অবনী, বসুধা ইত্যাদি।
বন- অরণ্য, কানন, জঙ্গল, বিপিন, কান্তার, অটবী।
বায়ু- বাতাস, সমীর, অনিল, বায়ু, পবন, সমীরণ, মরুৎ, গন্ধবহ ইত্যাদি।
বিদ্যুৎ- তড়িৎ, বিজলি, চপলা, ক্ষণপ্রভা।
মেঘ- অভ্র, জলদ, ঘন, জলধর, কাদম্বিনী, বারিদ, নীরদ, বারিধর, অম্বুদ ইত্যাদি।
সমুদ্র- জলধি, সাগর, পারাবার, রত্নাকর, বারিধ, অর্ণব, পাথার, সিন্ধু, দরিয়া ইত্যাদি।
রজনী- রাত্রি, নিশা, শর্বরী, ত্রিযামা, বিভাবরী ইত্যাদি।
অগ্নি- পাবক, অনল, কুশানু, বহ্নি, বিভাবসু, হুতাশন, বৈশ্বানর সর্বভুক ইত্যাদি।
কিরণ- রশ্মি, প্রভা, জ্যোতি, কর, দ্যুতি, অংশু, বিভা, ময়ূখ ইত্যাদি।
উদ্যান- উপবন, বাগিচা, বাগান ইত্যাদি।
নদী- নদ, তটিনী, তরঙ্গিনী, স্রোতস্বিনী, নির্ঝরিণী, প্রবাহিনী, কল্লোলিনী ইত্যাদি।
মানবদেহের অঙ্গ পতঙ্গ বিষয়ক-
মাথা- মস্তক, শীর্য, শির ইত্যাদি।
পা- চরণ, পদ্, পাদ ইত্যাদি।
কান- কর্ণ, শ্রুতি, শ্রবণেন্দ্রিয় ইত্যাদি।
দাঁত- দন্ত, আশী, দশন
ইত্যাদি।
মুখ- আনন, মুখমণ্ডল,
বদন, আস্য ইত্যাদি।
হাত- পাণি, বাহু, ভুজ, হস্ত, কর ইত্যাদি।
চোখ- নয়ন, আঁখি, নেত্র, লোচন, চক্ষু, দর্শনেন্দ্রিয়, অক্ষি ইত্যাদি।
নাক- নাসিকা, ঘ্রাণেন্দ্রিয়, নাসা ইত্যাদি।
চুল- কেশ, চিকুর, কুন্তল, অলক ইত্যাদি।
অঙ্গ- দেহ, গাত্র, কলেবর, বপন, তনু, শরীর, বপু ইত্যাদি।
জীবজন্তু বিষয়ক-
গরু- গো, গাই, গাভী, ধেনু
ইত্যাদি।
পাখি- পক্ষী, খেচর, বিহঙ্গ, পক্ষধর, ঋভা ইত্যাদি।
মৎস্য- মাছ, মীন ইত্যাদি।
হাতি- গজ, হস্থী, দন্তী, করী, মাতঙ্গ ঐরাবত,
দ্বিরজ, কুঞ্জর ইত্যাদি।
হরিণ- মৃগ, কুরঙ্গম, কুরঙ্গ ইত্যাদি।
কোকিল- পিক, পরভৃত, বসন্তদূত, বসন্তসখা ইত্যাদি।
সিংহ- পশুরাজ, মৃগরাজ, কেশরী ইত্যাদি।
সাপ- সর্প, নাগ, ফণী, আশীবিষ, অহি, ভুজঙ্গ, ভুজঙ্গম ইত্যাদি।
ষাঁড়- বৃষ, বৃষভ, ষণ্ড ইত্যাদি।
মৌমাছি- মধুকর, অলি, মধুমক্ষিকা
ইত্যাদি।
ঘোড়া- অশ্ব, তুরগ, তুরঙ্গম, ঘোটক, বাজী ইত্যাদি।
ময়ূর- কেকা, কলাপী, শিখী।
পরিবেশ বিষয়ক-
বাড়ি- গৃহ, ঘর, নিলয়, আলয়, ভবন, আবাস, নিবাস, নিকেতন, বাটী, সদন, কুটির ইত্যাদি।
গ্রাম- গাঁ, পল্লি, লোকালয়, জনপদ, দেহাত ইত্যাদি।
শহর- নগর, পুর, নগরী।
উঠান- প্রাঙ্গণ, অঙ্গন, আঙিনা, চাতাল, চত্বর ইত্যাদি।
মন্দির- দেবালয়, দেবগৃহ, দেউল, সুরালয় ইত্যাদি।
দরজা- দ্বার, দুয়ার, ফটক ইত্যাদি।
কাপড়- বস্ত্র, বসন, বাস, পরিধেয় ইত্যাদি।
পদ্ম- কমল, শতদল, উৎপল, পঙ্কজ, সরোজ, সরোসিজ, কোকনদ ইত্যাদি।
আত্মীয় পরিজন বিষয়ক-
বাবা- পিতা, জনক, বাপ, পিতৃ, জন্মদাতা, তাত, পিতৃদেব ইত্যাদি।
মা- জননী, গর্ভধারিনী, প্রসূতি, প্রসবিনী, অম্বা, মাতা, জন্মদাত্রী ইত্যাদি।
ভাই- ভ্রাতা, ভ্রাতৃ, সোদর, সহোদর, অনুজ, অগ্রজ ইত্যাদি।
বোন- ভগ্নী, সহোদরা, অনুজা, অগ্রজা, স্বসা ইত্যাদি।
কাকা- খুড়া, খুড়ো, পিতৃব্য, খুল্লতাত ইত্যাদি।
পুত্র- ছেলে, তনয়, সন্তান, নন্দন, আত্মজ, কুমার, দুলাল, সূত ইত্যাদি।
কন্যা- তনয়া, দুহিতা, মেয়ে, নন্দিনী, সুতা, আত্মজা, পুত্রী ইত্যাদি।
শিক্ষক- আচার্য, শিক্ষাদাতা, গুরু, ইত্যাদি।
স্বামী – পতি, প্রভু, নাথ, মনিব, ভর্তা ইত্যাদি।
স্ত্রী- গৃহিণী, গিন্নি, বধু, বউ, ঘরণী, জায়া, কান্তা, ভার্যা ইত্যাদি।
জাতি বিষয়ক-
ছাত্র- শিষ্য, শিক্ষার্থী, বিদ্যার্থী, পড়ুয়া ইত্যাদি।
মানুষ- মানব, নর, লোক, মনুষ্য ইত্যাদি।
নারী- রমণী, ললনা, মহিলা, স্ত্রী, বনিতা, প্রমদা, বামা, অঙ্গনা ইত্যাদি।
বন্ধু- মিত্র, সখা, বান্ধব ইত্যাদি।
শত্রু- অরি, রিপু, বৈরী, আরাতি
ইত্যাদি।
কর্ম বিষয়ক-
স্নান- চান, নাহা, ডুবন, গোসল, নিমজ্জন, অবগাহ, ইত্যাদি।
রান্না- রন্ধন, রাঁধা, পাক, রসুই।
পূজা- ভজনা, অর্চনা, বন্দনা, আরাধনা।
অনুভূতি বিষয়ক-
ইচ্ছা- কামনা, অভিপ্রায়, অভিলাষ, অভিরুচি, আকাঙ্ক্ষা, অভীপ্সা ইত্যাদি।
রাগ- ক্রোধ, রোষ, কোপ ইত্যাদি।
আনন্দ- উল্লাস, আমোদ, প্রমোদ, আহ্লাদ, পুলক, ইস্ট ইত্যাদি।
সৌন্দর্য- শোভা, চারুতা, চারিমা, বাহার, অভিরুপ্য, বিভূষা ইত্যাদি।
ক্ষমা- দয়া, কৃপা, মায়া, অনুগ্রহ, মার্জনা ইত্যাদি।
দেবদেবী বিষয়ক-
ইন্দ্র- বাসব, পুরন্দর, দেবরাজ, শচীপতি ইত্যাদি।
ঈশ্বর- ভগবান, বিধি, বিধাতা, পরমেশ্বর, জগদীশ্বর ইত্যাদি।
দুর্গা- শারদা, চন্ডী, পার্বতী, দশভূজা,উমা ইত্যাদি।
অগ্নি- অনল, বহ্নি, পাবক, কৃশানু, আগুন ইত্যাদি।
সরস্বতী- বাগদেবী, শুভ্রা, বীণাপাণি, শ্বেতা, ভারতী, সারদা, শ্বেতাম্বরা ইত্যাদি।
গণেশ- গণপতি, গজানন, হেরম্ব, সিদ্ধিদাতা ইত্যাদি।
শিব- শম্ভু, গিরিশ, মহাদেব, শংকর, ভোলানাথ, ভব, কৃত্তিবাস, মহেশ ইত্যাদি।
লক্ষ্মী- পদ্মা, বিষ্ণুপ্রিয়া, কমলা, নারায়নী ইত্যাদি।
আমাদের Article ভালো লাগলে লাইক, শেয়ার ও Subscribe করতে পারো। যাতে তোমাদের অনুপ্রেরনাকে পাথেয় করে আরো নিত্যনতুন বিষয়ের উপর সহজতর, বোধগম্য ও চিত্তাকর্ষক লেখনী নিয়ে হাজির হতে পারি। ততক্ষন তোমরা সুস্থ থাকো, ভালো থেকো এবং এভাবেই পড়তে থাকো।
ধন্যবাদ
Darun
ReplyDeleteNice
ReplyDeleteValo
ReplyDeleteThanks
ReplyDelete🥇🏆💐
ReplyDeleteThanks💖
ReplyDeleteThank
ReplyDelete