![]() |
পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা | ষষ্ঠ শ্রেণি আমাদের পরিবেশ |
$ads={1}
ষষ্ঠ শ্রেণি আমাদের পরিবেশ পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা
কোন কাজ করার জন্য তোমাকে তোমার পরিবারের সদস্যদের উপর নির্ভর করতে হয়
কোন কাজ |
কার ওপর নির্ভর
করো |
1. প্রতিদিন রান্না
করা |
1. মা,কাকিমা,ঠাকুমা,জ্যেঠীমা |
2. ছোটো ভাই বা বোনকে দেখশোনা করা |
2. বাবা, কাকু,দাদু, কাকিমা, ঠাকুমা, কাকিমা, মা |
3. বাজার করা |
3.দাদু,জেঠু,কাকু,বাবা |
Class 6 Amader Poribesh Biggan Bivag
কোন কাজ করার জন্য তোমাকে সমাজের বিভিন্ন লোকের ওপর নির্ভর করতে হয়
কোন কাজ |
কার ওপর নির্ভর
করো |
বাড়ির আলো,
পাখা না জ্বললে |
ইলেকট্রিক
মিস্ত্রি |
জামা কাপড় সেলাই
করতে |
দর্জি |
জলের কল খারাপ
হলে |
মিস্ত্রি |
প্রথম অধ্যায় পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা
আমরা মানে মানুষেরা কি কোনভাবে গাছেদের ওপর নির্ভর করে নিচের তালিকা লেখ মানুষ কোন কোন জিনিসের জন্য গাছপালার উপর নির্ভর করে:
মানুষ কীভাবে গাছেদের ওপর নির্ভর করে |
খাবারের জন্যঃ 1. চাল: 2. আটা: 3. ফল ঘরবাড়ি তৈরিতে বা প্রতিদিন ব্যাবহার করা হয় এমন জিনিস
তৈরি করার জন্যঃ 1. খড় 2. বাঁশ 3.ঘরের কাঠের আসবাব জামা কাপড় তৈরি করার জন্যঃ 1.কার্পাস 2. রেশম 3. তুলো অন্য জিনিসের জন্যঃ 1. মশলা 2. অক্সিজেন 3. ওষধ |