Class 3 Amader Poribesh February 2022 Model Activity Task |
Class 3 Amader Poribesh February 2022 Model Activity Task
ফেব্রুয়ারি 2022 মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি আমাদের পরিবেশ
২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ লালার প্রধান কাজ কী?
উত্তর খাবার হজম করতে সাহায্য করা লালার প্রধান কাজ।
২.২ খাদ্য কাকে বলে?
উত্তর যা খেয়ে আমাদের শরিরের শক্তির জোগান দেয়,তাকে খাদ্য বলে।
২.৩ কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম লেখো।
উত্তর কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম শশা, টম্যাটো।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
Amader Poribesh February 2022 Class 3 Model Activity Task
৩.১ অনেক সময় আমরা খাবার হজম করতে পারি না কেন?
উত্তর অনেক সময় আমরা খাবার হজম করতে পারি না-
i. বেশি খাবার খাওয়া হলে।
ii. খারাপ খাবার খাওয়া হলে।
৩.২ এমন দুটি আনাজের নাম লেখো যা মাটির নীচে হয়।
উত্তর এমন দুটি আনাজের নাম লেখো যা মাটির নীচে হয়-আলু,গাজর,মূল,বিট।
৩.৩ নিমপাতা ও মোচা খাওয়ার উপকারিতা কী কী?
উত্তর নিমপাতা খোস-পাঁচড়া অথবা ঘা, ফোঁড়া হতে দেয় না।
কলার মোচা রক্তাল্পতার সমস্যা কমায়।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
February 2022 Class 3 Model Activity Task Amader Poribesh
“ফল শরীরের জন্য খুব দরকার এ বিষয়ে তোমার মতামত লেখো।
উত্তর আমাদের নানা রকম ফল খাওয়া শরীরের দরকার। ফলের শাঁসে আর রসে অনেক ভিতামিন থাকে। সেগুলো শরীরের জন্য খুব দরকারি। সেই দরকারি জিনিস গুলো অন্য কোন খাবার থেকে পাওয়া যায় না। বেশিরভাগ ফল সহজেই হজম হয় আমাদের। অসুখ বিসুখে ফল খেলে ভালো হয়। রোগ প্রতিরিধ করতে ফল দরকার।