Model Activity Compilation (Final) 2021 Physical Science Class 10 |
Model Activity Compilation (Final) 2021 Physical Science Class 10 Part 8
Physical Science Class 10 Part 8
Final Physical Science Class 10 Part 8
Class 10 Part 8
মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণি ফাইনাল ভৌত বিজ্ঞান প্রশ্ন পত্রের উত্তর পর্ব
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দশম শ্রেণি
ফাইনাল, পূর্ণমান- 50
ভৌত বিজ্ঞান
প্রশ্ন পত্রের উত্তর পর্ব
১. ঠিক উত্তর নির্বাচন করাে :
১.১ যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলাে—
(ক) বায়ােগ্যাস(খ) পেট্রোল
(গ) ডিজেল
(ঘ) কয়লা
উত্তরঃ (ক) বায়ােগ্যাস
১.২ কোনাে উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে—
(ক) সদ্ ও অবশীর্ষ(খ) অসদ্ ও অবশীর্ষ
(গ) সদ্ ও সমশীর্ষ
(ঘ) অসদ ও সমশীর্ষ
উত্তরঃ (ঘ) অসদ ও সমশীর্ষ
১.৩ যে যৌগটি আয়নীয় নয় তা হলাে—
(ক) KH(খ) NaCl
(গ) CaCl2
(ঘ) CH4
উত্তরঃ (ঘ) CH4
১.৪ যেটি মৃদু তড়িৎবিশ্লেষ্য সেটি হলাে—
(ক) সােডিয়াম ক্লোরাইড(খ) অ্যামােনিয়াম সালফেট
(গ) সালফিউরিক অ্যাসিড
(ঘ) অ্যাসেটিক অ্যাসিড
উত্তরঃ (ঘ) অ্যাসেটিক অ্যাসিড
১.৫ যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হলাে—
(ক) 4 g/mol(খ) 16 g/mol
(গ) 32 g/mol
(ঘ) 64 g/mol
উত্তরঃ (ঘ) 64 g/mol
১.৬ গলিত সােডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণ করার সময়
(ক) ক্যাথােড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে।(খ) ক্যাথােড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
(গ) অ্যানােড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
(ঘ) অ্যানােড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
উত্তরঃ (খ) ক্যাথােড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
১.৭ 3 ওহম এবং 6 ওহম রােধের সমান্তরাল সমবায়ের তুল্য রােধের মান হলাে—
(ক) 9 ওহম(খ) 4 ওহম
(গ) 2 ওহম
(ঘ) 1 ওহম
উত্তরঃ (গ) 2 ওহম
১.৮ যেটি গ্রিনহাউস গ্যাস সেটি হলাে—
(ক) নাইট্রোজেন
(খ) অক্সিজেন
(গ) নাইট্রাস অক্সাইড
(ঘ) হাইড্রোজেন
উত্তরঃ (গ) নাইট্রাস অক্সাইড
২. শূন্যস্থান পূরণ করা :
২.১ হ্যালােজেন মৌলগুলির মধ্যে যেটির তড়িৎঋণাত্মকতা সর্বাধিক সেটি হলাে _____ ।
উত্তরঃ ফ্লোরিন ।২.২ বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিওতরঙ্গ প্রতিফলিত করে সেটি হলাে _____ ।
উত্তরঃ আয়নমন্ডল ।
২.৩ ফিউজ তারের গলনাঙ্ক এর উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা _____ হয়।
উত্তরঃ কম হয়।