Model Activity Compilation (Final) 2021 Class 7 |
Model Activity Compilation (Final) 2021 Class 7 Bangla Part-8
Class 7 Bangla Part-8
Compilation (Final) 2021 Class 7 Bangla Part-8
বাংলা সপ্তম শ্রেণি পূর্ণমান-৫০
সপ্তম শ্রেণি বাংলা পূর্ণমান-৫০
বাংলা
সপ্তম শ্রেণি
পূর্ণমান-৫০
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ × ৫ = ৫
১.১ ‘পাগলা গণেশ’ গল্পে গণেশের বয়স
(ক) একশো বছর(খ) দেড়শো বছর
(গ) একশো পঁচাত্তর বছর
(গ) দুশো বছর
উত্তরঃ দুশো বছর।
১.২ ‘কোকনদ’ হলো
(ক) শ্বেতপদ্ম(খ) রক্তপদ্ম
(গ) নীলপদ্ম
(ঘ) হলুদ পদ্ম
উত্তরঃ রক্তপদ্ম।
১.৩ ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ কবিতাটির রচয়িতা
(ক) আশরাফ সিদ্দিকী(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) মদনমোহন তর্কালঙ্কার
(ঘ) যোগীন্দ্রনাথ সরকার
উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার।
১.৪ শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয়
(ক) মেদিনীপুরে(খ) বীরভূমে
(গ) বাঁকুড়ায়
(ঘ) কলকাতায়
উত্তরঃ বাঁকুড়ায়।
১.৫ খোকনের বাড়ির সামনেই ছিল একটি
(ক) বটগাছ(খ) ইউক্যালিপটাস গাছ
(গ) নারকেল গাছ
(ঘ) বকুল গাছ
উত্তরঃ ইউক্যালিপটাস গাছ।
২. খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ২ × ১০ = ২০
২.১ ‘তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? – একথার উত্তরে শ্রোত কী বলেছিলেন? –
উত্তরঃ গল্পকার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গল্পে আলোচ্য কথাটির উত্তরে শ্রোতা বলেছিলেন- আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে। কবিতার পাতা বায়ুতে ভাসিয়ে দিচ্ছে। যদি কেউ কুড়িয়ে পায় তবে পড়তে ইচ্ছা হয় তো পড়বে।২.২ “My Native Land. Good night!” — উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ আলোচ্য অংশটি মাইকেল মধুসূদন দত্ত রচিত “বঙ্গভূমির প্রতি কবিতা থেকে গৃহীত হয়েছে।২.৩ একুশের কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে?
উত্তরঃ কবি আশরাফ সিদ্দিকীর লেখা একুশের কবিতায় যেসব যেসব গানের সুরের কথা রয়েছে সেগুলি হলো- ভাটিয়ালি গান, মুর্শিদি গান, সারি গান, ছেলেবেলায় শোনা মায়ের গাওয়া নানা গানের কলি প্রভৃতি।২.৪ ‘অত বড়ো একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি, আমার সৌভাগ্য। – কার স্মৃতিচারণায় কথক একথা বলেছেন?
উত্তরঃ রামকিঙ্কর বেইজ রচিত আত্মকথা গল্পের লেখক স্বয়ং কলাভবনের অধ্যক্ষ নন্দলাল বসুর স্মৃতিচারনায় উক্ত কথাটি বলেছেন।২.৫ ‘খোকন অবাক হয়ে গেল।’ কোন কথা শুনে খোকন অবাক হলো?
উত্তরঃ বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্পে, খোকনের পিতার শিল্পী বন্ধু খোকনের আঁকা ছবিগুলি দেখে খোকনকে জিজ্ঞাসা করেন তার নিজের আঁকা ছবি কই এগুলো তো নকল করা। চিত্রকরের সেই কথা শুনে খোকন অবাক হয়ে গিয়েছিল।Link for all Subject