Saradin Sunirmol Chokroborti Kobita Class 3 Bangla Part 1 | সারাদিন সুনির্মল চক্রবর্তী কবিতা তৃতীয় শ্রেণি পাতাবাহার

pata


Saradin Sunirmol Chokroborti Kobita Class 3 Bangla Part 1

সারাদিন সুনির্মল চক্রবর্তী কবিতা তৃতীয় শ্রেণি পাতাবাহার

Class 3 Bangla Saradin Sunirmol Chokroborti Kobita

Class 3  Patabahar

 সারাদিন  
সুনির্মল চক্রবর্তী

সারাদিন ভালো লাগে
 নানা ছবি আঁকতে, 
খাতার পাতায় চাই
 মন খানা রাখতে। 
হি-জি-বি-জি ভাবনারা 
মনে আছে যখনই, 
ছবি হয়ে খাতা টায়
 রয়ে যায় তখনই । 
হাতি ঘোরা গাছ পাখি 
আঁকি আমি কত কি, 

কেন আঁখি এইসব
 আমি জানি অতকি ? 
এতসব পাখি তবু 
মন ভরে যায় না , 
আসলে এক হাতা ছেড়ে
 মন যেতে চায় না।। 

সারাদিন কবিতার কবি পরিচিতিঃ বাংলার বিভিন্ন জনপ্রিয় কবিদের মধ্যে এক অন্যতম কবি হলেন সুনির্মল চক্রবর্তী। 

তিনি 1953 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম কাব্য গ্রন্থ রচনা করেন "খাতার পাতায়"। এরপর তিনি রচনা করেছিলেন বহু ছোট গল্প ছড়া ছন্দ । তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো শুকতারা আনন্দমেলা সন্দেশ প্রভৃতি পত্রিকায় ছোটদের জন্য নিয়মিত লিখতেন।  কোভিদ প্রকাশিত বইয়ের মধ্যে 'মৌরিফুল 'চিচিংফাক,'পুটুরানি', 'সাত ভাই চম্পা', 'কলাবতি কন্যা', এবং 'কুসুমপুরের শালিক' খুবই জনপ্রিয়। 
তিনি ছিলেন খুবই জনপ্রিয় আর তাকে শিশু সাহিত্যিক বলে আখ্যা দেওয়া হয়। 


সারাদিন কবিতার শব্দার্থঃ



সারাদিন কবিতার সারাংশঃ


Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post