![]() |
Model Activity Task Class 1 Part 6 Setp 2021 |
Model Activity Task Class 1 Part 6 Setp 2021 | স্বাস্থ্য ও শারীর শিক্ষা প্রথম শ্রেণি
New Model Activity Task Class 1 Part 6 Setp 2021
Class 1 Part 6 Setp 2021 New Model Activity Task
সঠিক দেহভঙ্গি, নিরাপত্তা ও যোগাসন
১. ঠিক শব্দটির পাশে দাওঃ
(ক) আমাদের বসা উচিত সোজা হয়ে /সামনে ঝুঁকে।
উত্তরঃ সোজা হয়ে।
(খ) খোয়া যাদের চলাফেরা করতে অসুবিধে হয় তারা চেয়ার / হুইল চেয়ার।
উত্তরঃ হুইল চেয়ার।
(গ) ব্যবহার করতে পারেন মেরুদন্ড ও মাথা/ পা সোজা রেখে হাঁটতে হবে।
উত্তরঃ মেরুদন্ড ও মাথা।
(ঘ) দৌড়ানোর সময় পায়ের আঙ্গুল/ পায়ের পাতা ফেলে দৌড়াতে হবে।
উত্তরঃ পায়ের পাতা।
(ঙ) খাওয়ার আগে ওপরে সাবান/ মাটি দিয়ে হাত ধুতে হবে।
উত্তরঃ সাবান।
(চ) লাফানোর আগে দৌড়ে /হেঁটে আসতে হবে।
উত্তরঃ দৌড়ে।
২। নিচের ছবিটা রং করো।
(ক)
উত্তরঃ
(খ) নিজে লেখো (কথা গুলো লেখো)
খেয়াল করে পথে চলব।
উত্তরঃ ১) রাস্তায় চলার সময় চারি দিকে তাকিয়ে তারপর সামনে দিকে চলতে হবে।
২) রাস্তা পারাপার হওয়ার সময় ভালো করে গাড়ি ও যানবাহন খেয়াল করে পার হতে হবে।
৩) রাস্তায় চলার সময় ফোন করতে করতে আর হবে না।
৪) রাস্তা পার হওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে রাস্তার ধারে থাকা সবুজ লাল হলুদ বাতির দিকে।
৫) সবুজ বাতি জ্বলবে ও সেখানে মানুষের হাটার ছবি আঁকা থাকবে তখনই রাস্তা পার হবে।
৩। ছবি দেখে ঠিক আসনের পাশে দাও।
উত্তরঃ
(ক) ভেকাসন / ভুজঙ্গাসন
![]() |
Model Activity Task Class 1 Part 6 Setp 2021 |
উত্তরঃ
(খ) শবাসন /সুখাসন
![]() |
Model Activity Task Class 1 Part 6 Setp 2021 |
উত্তরঃ
(গ) ভদ্রাসন /ভেকাসন
![]() |
Model Activity Task Class 1 Part 6 Setp 2021 |
(ঘ) বৃক্ষাসন / শবাসন
![]() |
Model Activity Task Class 1 Part 6 Setp 2021 |