Fuler Kachhe Pakhir Kachhe Al Mohmud Class 5 Bangla Part 1 |
পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ
Fuler Kachhe Pakhir Kachhe Al Mohmud Class 5 Bangla Part 1
Fuler Kachhe Pakhir Kachhe Al Mohmud Class 5 Bangla Part 1
পাখির কাছে ফুলের কাছে
আল মাহমুদ
নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল
ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল ।
ছিটকানিটা আস্তে খুলে বেরিয়ে গেলাম ঘর
ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থর থর।
মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছে কেউ ,
পাথরঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ?
দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়
কোহু্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আমায়।
পাহাড়টাকে হাত বুলিয়ে লালদীঘির পার
এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার ।
আমায় দেখে কলকলিয়ে দীঘির কালো জল
বলল, এসো, আমরা সবাই না ঘুমানোর দল
পকেট থেকে খোলো তোমার পদ্য লেখা ভাঁজ
রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ।
দিঘির কথায় উঠলো হেসে ফুল পরিরা সব
কাব্য হবে, কাব্য হবে ----জুড়লো কলরব।
কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই
পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই।