![]() |
Model Activity Task Class 3 Part 6 Mathematics September 2021 |
নিচের প্রশ্নগুলির উত্তর লেখ:
১.বহুমুখী উত্তর ধর্মী প্রশ্ন:
(ক) ৩৯০÷৩ =
(a) ১৩
(b) ৩০
(c) ০৩১
(d) ১৩০
উত্তর- ১৩০
(খ) ২৩×৫+৮×৫
(a) ২৫×৮
(b) ২৮×৫
(c) ২০×৫×৮
(d) ২০×৫×৮×৫
উত্তর- ২৮×৫
(গ) ⧍, চিত্রটি হল
(a) আয়তাকার চিত্র
(b) বর্গাকার চিত্র
(c) বৃত্তাকার চিত্র
(d) ত্রিভুজাকার চিত্র
উত্তর-ত্রিভুজাকার চিত্র
(ঘ) ৩২÷৩, ভাগটিতে ভাজ্য হলো
(a) ৩
(b) ৩২
(c) ১০
(d) ২
উত্তর - ৩২
২. সত্য/মিথ্যা লেখ (T/F):
(ক) ৭০ দিনে ৭ সপ্তাহ
উত্তর- মিথ্যা
(খ) ৪৪÷৪=৪÷৪৪
উত্তর -মিথ্যা
(গ) চিত্রটিতে, বৃত্তাকার চিত্রের মধ্যে আয়তাকার চিত্র আছে।
উত্তর -সত্য
(ঘ) একটি কুনোব্যাঙ১ লাফে ৭ ঘর যায়, ৫, লাফে যায় (৭+৫) ঘর।
উত্তর - মিথ্যা
খ। এক ঘুড়ি বিক্রেতা ১৪৮টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘুড়ি দাম ৬ টাকা হলে, মোট কত টাকা পেয়েছেন?
উত্তর- ১ ৪ ৮
x ৬
--------------------- অতএব , তিনি ১৪৮টি ঘুড়ি বিক্রি করে মোট ৮৮৮ টাকা পেয়েছেন।
৮ ৮ ৮
গ।