KG 1 | Chhora O Pora | All in One | Pre Nursery | ছড়া কবিতা নামতা বর্ণপরিচয়

KG | Chora O Pora | All in  | OnePre Nursery | ছড়া কবিতা নামতা বর্ণপরিচয়
KG 1 | Chora O Pora | All in  | OnePre Nursery | ছড়া কবিতা নামতা বর্ণপরিচয়
আমাদের তরফ থেকে সমস্ত বড়দের শ্রদ্ধা ও ছোটদের ভালোবাসা ও স্নেহ জানিয়ে আমরা সমস্ত রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিতে চলেছি শিক্ষাবিষয়ক দিকে। 

 একান্ত ভাবে আমরা কামনা করি তারা (আপনাদের হীরের টুকরো সন্তানদের) যেন এই কোরোনা পরিস্থিতিতে, তাদের স্নেহের, সোনার টুকরো ছেলে মেয়েদের কোন পরিস্থিতিতেই বাইরে যেন বের না হয়। কেবলমাত্র অতি প্রয়োজন(চিকিৎসা বিষয়ক ছাড়া) তাদেরকে সুরক্ষার দায়িত্ব শ্রদ্ধেয় পিতা মাতা ও গুরুজনদের করা একান্তই উচিত। 

Digital Porasona এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন আপনাদের সোনার তুল্য ছেলে-মেয়েদের সমস্ত প্রকৃতির পড়াশোনার পাঠ্যবইয়ের সহজ-সরল ভাষায় উচ্চারণ ও তার অর্থ। 

আপনারা পাবেন, এখানে ছড়া, কবিতা, ধারাপাত বই এর পড়া, ইংরেজি বইয়ের পড়া ছোট ছোট ছড়া ও শব্দের অর্থ। 

আর পাবেন আপনারা একে চন্দ্র, নামতা ও বিভিন্ন ছবি যা আপনার ছেলে-মেয়েদের অতি গুরুত্বপূর্ণ ও জ্ঞানের ভান্ডার বিস্তার লাভে বিশেষ সহায়তা করবে। 

আজকে আমরা আলোচনা করব KG 1 | Chhora O Pora | All in One | Pre Nursery | ছড়া কবিতা নামতা বর্ণপরিচয়।

আপনারা আপনাদের সন্তানদের এই সমস্ত পড়া গুলি তাদেরকে হাসি মুখে, মজার ছলে, আদর, স্নেহ ভরে হেলে- দুলে পড়াগলো মনোযোগ সহকারে শিক্ষা দেবেন। 

আর আপনার মেহের ও নয়নমনি রাধা অতি দ্রুত সহজে শিক্ষা লাভ করতে সক্ষম হবে। 

এই সমস্ত পড়া, ছোড়া এতই মজার ও আনন্দের যে আপনারা আপনাদের ছেলেমেয়েদের শিক্ষা দেওয়ার জন্য পড়ছেন সেটা আপনাদের মনে হবে না, মনে হবে যেন আপনার আপনার আদরর  গানের সুরে, মজার, হাস্যকৌতুক ছলে নিজেরাই অভিনয় করছেন। এতে আপনি ও আপনার হৃদয় টুকরো বা সোনার তুলল সন্তানদের খুব সহজে শিক্ষা গ্রহণ শিক্ষা দিতে পারবেন  এবং কোচিকাচা সহজে শিখতে পারবে। 

KG 1 | Chhora O Pora | All in One | Pre Nursery | ছড়া কবিতা নামতা বর্ণপরিচয়

KG 1 | Chhora O Pora | All in One | Pre Nursery

বাংলা বর্ণপরিচয়

All in One

Part - 1

বাংলা বর্ণপরিচয়

অ ➡️ অজগর খাচ্ছে খাবার। 🐍

আ➡️ গাছে ওই আমটি হাওয়াই দোলে। 🥭 🌲🌲

ই ➡️ ইন্দুর টি রুটির টুকরো খাচ্ছে। 🐀🐀

ঈ ➡️ ঈগল পাখি আকাশে উড়ে। 🦅🦅

উ ➡️ হট চলে সারে সারে। 🐪🐪

ঊ ➡️ ঊষা দেখা যায় পূর্বদিকে। 🌞🌞🌞

এ ➡️ 🐘🐘🐘🐘

ঐ ➡️ ঐ আমার বল। ⚽⚽⚽

ও 

ক ➡️ কাকাতুয়া পাখি বসে আছে গাছের ডালে🐦🐦🐦

খ ➡️ খরগোশটি চলছে লাফিয়ে লাফিয়ে🐰🐰🐰🐰

গ ➡️ গরু আমাদের দুধ দেয়

ঘ ➡️ ঘোড়ায় চড়ে মোহন বাবু

ঙ ➡️ 

চ ➡️ চিল ইন্দুর নিয়ে পালায়

ছ ➡️ খোকা ছিপ দিয়ে মাছ ধরে

জ ➡️ জলে মাছ খেলা করে

 ঝ➡️ ঝাউ গাছটি দাঁড়িয়ে আছে

ঞ ➡️

ট ➡️ টুনটুনি পাখি গাছের ডালে বসে আছে

ঠ➡️ ঠাকুমা আমাদের গল্প শোনাচ্ছে

ড ➡️ ডাবের জল খেতে মজা

ঢ ➡️ পুজোর ঢাক বাজে

ণ➡️

ত➡️ তিমি মাছ জলে সাঁতার কাটে

থ➡️ তালা বেড়ে ভাত খাই

দ➡️ দাঁত দেখতে সাদা রংয়ের হয়

ধ➡️ মাঠে কত ধান

ন➡️ নৌকা চলে নদীতে

প➡️ পাখিরা সব পাখা মেলে আকাশে ওড়ে

ফ➡️ ফড়িং ঘাসের লাফিয়ে লাফিয়ে চলে

ব➡️ আমরা বল খেলি

ভ➡️ ভালুক বনে আছে

ম➡️ মা আমায় যত্ন করেন

য➡️ যাতা দিয়ে মটর পেশায় হয়

র➡️ আজ রথের দিন

ল➡️ লাট্টু ঘরে গোল গোল

শ➡️ শরীর যত্ন নেওয়া দরকার

ষ➡️  ষাড় মাঠে ঘুরে বেড়ায়

স➡️ সাপ চলে আঁকাবাঁকা

হ➡️ হনুমান কলা খায়

ড়➡️

ঢ়➡️

য়➡️

ৎ➡️

ং➡️

ঃ➡️

ঁ➡️

Part-2

1. A➡️ Apple- আপেল 🍎

2. B➡️Ball - বল  ⚽

3. Cat➡️ -বিড়াল  🐈

4. Dog➡️ - কুকুর 🐕

5. Egg➡️ - ডিম 🥚

6. Frog ➡️- ব্যাং 🐸

7. Gun ➡️- বন্ধুক 🔫

8. Han➡️ -মুরগি  🐔

9. Ice cream➡️  আইসক্রিম🍦🍧

10. Jug ➡️- জগ 🗑

11. Kite➡️- ঘুড়ি 

12.  Lion➡️ - সিংহ 🦁

13. Mango➡️ আম 🥭

14. Night➡️ রাত 🌃🌃

15. Orange➡️  কমলালেবু 🍊🍊

16.Puppy ➡️ কুকুরের বাচ্চা 🐕🐕

17. Queen➡️ রানি 👸👸

18. Rat➡️ ইন্দুর 🐀🐀🐀🐀

19.  Sun➡️ সূর্য ☀️☀️☀️

20. Toy ➡️ খেলনা 🧸🧸🧸🧸

21. Umbrella➡️  ☂️☂️☂️

22. Van➡️  গাড়ি 🚗🚒

23. Water➡️ জল 💧💧💧

24. Xerox ➡️

25. Yellow ➡️ হলুদ 💛💛💛

26. Zebra ➡️ জেব্রা 🦓🦓

Part- 3

১ এক 🏆

২ দুই 🏍🏍

৩ তিন ⚽⚽⚽

৪ চার 🍦🍦🍦🍦

৫ পাঁচ 🍎🍎🍎🍎🍎

৬ ছয় 🌹🌹🌹🌹🌹🌹

৭ সাত  🐕🐕🐕🐕🐕🐕🐕

৮ আট 🍊🍊🍊🍊🍊🍊🍊🍊

৯ নয় 🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓

১০ দশ  🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦

Part -4

1 One 🏐

2 Two 🥍🥍

3 Three 🏆🏆🏆

4 Four 🎲🎲🎲🎲

5 Five 🐇🐇🐇🐇🐇

6 Six 🦋🦋🦋🦋🦋🦋🦋

7 Seven 🐪🐪🐪🐪🐪🐪🐪

8 Eight 🐠🐟🐠🐟🐠🐟🐠🐟

9 Nine 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

10 Ten 🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿

Part- 5 | ছড়া

1

সন্ধ্যা পরে রাত পোহাবে
আজ খোকনের পড়া হবে 
খোকন বলে খেলা হবে 
মা বলেন মজা করে পড়া হবে। । 

2

মা যে আমায় কত ভালোবাসে
কোন শত্রুকে আসতে দেয় না আমার পাশে
আদর মাখা ভালবাসায়
আচল দিয়ে ঢেকে রাখে
নিজে না খেয়ে আমায় খাওয়ায়
হাত বুলিয়ে দেয় মুখে আর দেয় মাথায়
 ঘুম পাড়ায় যে দিনের শেষে
আসবে পরি নিয়ে মোকে
ঘুরতে নিয়ে যাবে তাদের দেশে। 

3

রতন, খোকন ঘুমায় আর ঘুমায় সোনা
মায়ের ছড়া কবিতা আর পড়া 
না শুনলে যে আমার ঘুম আসেনা
মা বলেন চিন্তা করো না 
তোমরা পেয়ে যাবে ডিজিট্যাল পড়াশোনা।। 

4

বৃষ্টি পড়ে টুপটাপ
খোকন থাকে চুপচাপ
গাছ থেকে ডাল পড়ে ধুপ ধাপ। । 

5

জানালা দিয়ে আসছে বৃষ্টি
 হেসে নাও 
খেলে নাও 
পড়ে নাও
 মা বলেন, দেবো আমি মিষ্টি। 

6

আম, কলা, লিচু 
ডিজিট্যাল পড়াশোনা বাদে
আর দেখবো না কিছু।। 

7

লিখবো, পড়বো জানবো
 সবাইকে স্নেহ, 
ভালোবাসা আদর করবো।। 

8

মা যে আমার সেরা শিক্ষক
এই পৃথিবীর সবই ভক্ষক
একমাত্র মা  আমার রক্ষক। 
তাইতো বলি
 মায়ের মত আমি পাব না
 কোথাও এমন শিক্ষক।। 
9
মা যে আমার সবার সেরা 
মন মন মানে না তাকে ছাড়া । 
10
আয় পাখি দেখে যা
 সোনাকে আমার নিয়ে যা
 রাদিন খাবি দাবি
 সঙ্গে করে খেলবি
 সন্ধ্যাবেলায় দিয়ে যা। 
11
আসছে ঝড় তেড়ে
বাতাস বইছে গাছপালা নড়ে
 মা বলে বাদশা আই দৌড়ে
 আমি কোলে তুলে নেব সবকিছু ছেড়ে।। 
12
দাদু আসছে 
ঘোড়ায় চড়ে , 
আমায় নিয়ে খেলা করবে
 আমাদের পুকুর পাড়ে ।। 
13
রাত হল 
পড়া হলো 
খাবার খাওয়া হলো
 মায়ের আদর খেয়ে 
মায়ের আঁচল হঠাৎ ,
দেখি পরী এল ফুলের তোড়া নিয়ে 
এল তাদের সাজসজ্জা আমায় নিতে
 নক্ষত্র, গ্রহ, তারা দেখাবে বলে
 সেই হাত বাড়িয়ে আসে
সারারাত বয়ে গেল 
খেলা করে তাদের সাথে
 আমায় আবার রেখে গেল 
রাত পোহাবার শেষে।। 
14
বইছে হাওয়া 
বইছে নদীর জল
আমরা কেন রৈব
ও ভাই তোরা তোরাও উঠে পড় 
আর লেগে পর কাজে 
সব হইবে মন ,শরীর সব থাকবে তারা যে।। 
15
সূর্য বলে আমি এসেছি 
তোমার কাছে
 তুমি এসো তোমার বিছানা ছেড়ে
 আমার কাছে 
বাতাস বলে আমি এসেছি
 মরুর দেশ থেকে নয় শীতল দেশ থেকে
 এবারে আমরা মাঠে গিয়ে দৌড়াদৌড়ি ।। 

   Link All Subjects  

KG 2

  Link For Another Class  

Class 1 

Class 2 English Amar boi | দ্বিতীয় শ্রেণীর ইংরেজির প্রথম অধ্যায়

উপরোক্ত KG 1 | Chhora O Pora | All in One | Pre Nursery | ছড়া কবিতা নামতা বর্ণপরিচয়  পর্বে আমরা বিভিন্ন ছড়া বর্ণপরিচয় নিয়ে আলোচনা করলাম ও পরবর্তীতে আমরা বর্ণপরিচয় এর পরের অংশ ও কিছু গুরুত্বপূর্ণ শব্দ কিছু গুরুত্বপূর্ণ ছবি নিয়ে আলোচনা করব আর ছোট ছোট হাস্য কবিতা ও গল্প নিউ আমরা আপনাদের সামনে উপস্থিত হব, এই Digital Porasona ওয়েবসাইটে । 

উপরের কোথাও যদি তোমাদের কোন প্রশ্ন জিজ্ঞাসা করা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে গিয়ে আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন তার উত্তর দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত রয়েছি । 

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post