![]() |
Model Activity Task Part 5 Swathya o Sharir Siksha Class 6 |
তোমরা আমাদের Website Digital Porasona পাবে সমস্ত All English Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরল ভাষায়।
Model Activity Task Part 5 Swathya Sharir Siksha Class 6 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ স্বাস্থ্য ও শারীর শিক্ষা ষষ্ঠ শ্রেণি -র সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সম্মুক্ষে হাজির হলাম। তোমরা আর সময় অপচয় না করে, এবার তোমরা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ স্বাস্থ্য ও শারীরশিক্ষা সমস্ত উত্তর গুলো ঝটপট লিখে নাও।
Model Activity Task Part 5 Swathya O Sharir Siksha Class 6 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ স্বাস্থ্য ও শারীর শিক্ষা ষষ্ঠ শ্রেণি
Class 6 Model Activity Task Part 5 Swathya o Sharir Siksha Solved
Swathya o Sharir Siksha Class 6 Model Activity Task Part 5 Fully Solved
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
ষষ্ঠ শ্রেণি
তৃতীয় অধ্যায় : স্বাস্থ্য শিক্ষা
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো-
(ক) সু অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কি গুণাবলী থাকা দরকার?
(১) স্কুলের শাসন
(২) রোগ ভোগ
(৩) দৃঢ় মানসিক প্রত্যয়
(৪) অভিভাবকের শাসন
উত্তর-(৩) দৃঢ় মানসিক প্রত্যয়
(খ) একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে?
(১) ১ লিটার
(২) ২.৫ - ৩ লিটার
(৩) ৩-৫ লিটার
(৪) ৪-৫ লিটার
উত্তর- (২) ২.৫ - ৩ লিটার ।
(গ) স্বাস্থ্য কি?
(১) কেবলমাত্র শারীরিক সুস্থতা
(২) কেবলমাত্র মানসিক সুস্থতা
(৩) কেবলমাত্র সামাজিক সুস্থতা
(৪) পরিপূর্ণ জীবনে উপযোগী শারীরিক মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয়
উত্তর- (৪) পরিপূর্ণ জীবনে উপযোগী শারীরিক মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয়।
(ঘ) মাস্ক ব্যবহারের সুফল কি?
(১)শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে রোগ সংক্রমিত হতে পারে না
(২) রোগীর দেহ থেকে রোগ ছড়ায় না
(৩) শ্বাস-প্রশ্বাস ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না
(৪) রোনায় আক্রান্ত রোগী পুনরায় রোগ সংক্রমণ থেকে বাঁচতে পারে
উত্তর-(৩) শ্বাস-প্রশ্বাস ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না
(ঙ) করোনা ---------------রোগ ।
(১) ভাইরাস দ্বারা সংক্রামক রোগ
(২) অসংক্রামক রোগ
(৩) বংশগত রোগ
(৪) মশাবাহিত রোগ
.উত্তর- (১) ভাইরাস দ্বারা সংক্রামক রোগ ।
২. উত্তর-
Model Activity Task Part 5 Swathya o Sharir Siksha Class 6 |
(ক) নভেল করোনা ভাইরাসের উপসর্গ লেখ।
উত্তর-নভেল করোনাভাইরাস এক মহামারী রূপ ধারণ করেছে। ইহা সৃষ্টি হয়েছে ২০১৯ সালে চীনের হূয়াং ল্যাবরেটরী থেকে, পুরো বিশ্বকে একেবারে কাঁপিয়ে তুলেছে এই করোনাভাইরাস।
এই নভেল করুনা ভাইরাসের অনেকগুলি উপসর্গ রয়েছে। তার মধ্যে বিশেষ বিশেষ উপসর্গ গুলি হল-
1)কাঁপুনি দিয়ে জ্বর আসা।
2 )ঘন ঘন কাশি হওয়া।
3) মানবদেহের হৃদপিন্ডের শ্বাস-প্রশ্বাস কষ্ট ও ব্যাথা করা।
4 )দেহ ঝিমঝিম ও দুর্বল অনুভব করা শীত লাগা।
5) পুরো শরীর ব্যথা করা ।
6) প্রচন্ড হারে মাথায় যন্ত্রণা করা।
7)জিহবা দিয়ে লালা পড়া স্বাধীন বোধ করা।
8) নাক দিয়ে সর্দি বেরোনো।
9) ঠিকঠাক খাবার হজম না হওয়া ইত্যাদিস।
(খ) নভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধ আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে?
উত্তর-ভারতসহ বিভিন্ন দেশের বৈজ্ঞানিকরা অক্লান্ত পরিশ্রম করে ও অনেক গবেষনা করে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে তারপর তারা করোনা ভাইরাস এর প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন তৈরি করে।
এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে আমাদের বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতেই হবে তবে। আমাদের এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে সেগুলি হল-
1) প্রত্যেক ব্যক্তিকে ঘর থেকে বেরোনোর সময় অবশ্যই মাস্ক পড়ে বাইরে বের হতে।
2) একে অপরের সঙ্গে কমপক্ষে ছয় ফুট অথবা দুই মিটার দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে।
3) একে অপরের সঙ্গে কথা বলার সময় বা শেষে অথবা প্রথমে হাত মেলানো যাবে না দূর থেকে নমস্কার প্রণাম জানিয়ে সম্বোধন জানাতে হবে।
4 )বাইরে থেকে আসার পর প্রথমেই ভালো করে হাত ও পা এবং মুখ ধুতে হবে ডেটল সাবান ও ভালো সাবান দিয়ে।
5) সকলকেই স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
6) প্রত্যেককেই ভ্যাকসিন টিকা নিতে হবে।
7) অসুবিধা বোধ হলে বা উপরোক্ত উপসর্গ লক্ষ্য করলে ডাক্তারের পরামর্শ নিয়ে সেভাবে চলতে হবে।
আমরা তোমাদের সুবিধার জন্য তোমাদের বাকি বিষয়গুলির লিংক নিচে দিয়ে দিলাম-
Model Activity Task Part 5 Mathematics Class 6 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ গণিত ষষ্ঠ শ্রেণি
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona website-এ দৃষ্টিগোচর করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেনা। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি ও উপকৃত হয়েছো, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের বড় দাদা, দিদিদের কেউ Share করে, তাদের Model Activity Task Part 5 Swathya Sharir Siksha Class 6 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ স্বাস্থ্য ও শারীর শিক্ষা ষষ্ঠ শ্রেণি করার সুযোগ করে দাও।
ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী Model Activity Task Part 6-এ প্রশ্নের উত্তর পর্ব নিয়ে হাজির হব তোমাদের সামনে প্রশ্নপত্র বিতরন করা মাত্রই।
খুব ভালো লাগলো কোশ্চেনের অ্যানসার গুলো দেওয়ার জন্য
ReplyDelete