 |
Model Activity Task Part 5 Paribesh o Geography Class 8 |
আদোরের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। তোমরা অবশ্য জানো যে, তোমাদের পড়াশোনাকে ধারাবাহিক রাখতে West Bengal Education Board আবার পূর্বের ন্যায় প্রত্যেক বিষয়ের Model Activity Task Part 5 সকল বিষয়ের প্রশ্নপত্র তোমাদের দিয়েছেন। এই প্রশ্নপত্র উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে পূর্বের মতো নির্ধারিত সময়ের মধ্যে জমা করতে হবে।
তোমরা আমাদের Website Digital Porasona পাবে সমস্ত All English Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরল ভাষায়।
Model Activity Task Part 5 Paribesh o Geography Class 8 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও ভূগোল অষ্টম শ্রেণি -র সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সম্মুক্ষে হাজির হলাম। তোমরা আর সময় অপচয় না করে, এবার তোমরা তোমাদের Model Activity Task Part 5 Paribesh o Geography Class 8 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও ভূগোল অষ্টম শ্রেণি সমস্ত উত্তর গুলো ঝটপট লিখে নাও।
Model activity task 2021
পরিবেশ ও ভূগোল, পার্ট - ৫
অষ্টম শ্রেণি
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
১.১ কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হল -
উত্তর: খ) উত্তর- পূর্ব আয়নবায়ু।
১.২ ঠিক জোড়টি নির্বাচন করো -
উত্তর: ঘ) ঘুর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ - ঘূর্ণবাতের চোখ ।
১.৩ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো -
উত্তর: সুপিরিয়র ।
২.শূন্যস্থান পূরণ করোঃ
২.১ উত্তর-পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হল ____ |
উত্তর: লু |
২.২ কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাত স্থানগুলিকে মানচিত্র _____ রেখার সাহায্য যুক্ত করা হয়।
উত্তর: সমবর্ষণ |
২.৩ দক্ষিণ আমেরিকা আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল _____ মরুভুমি ।
উত্তর: আটাকামা
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ উত্তর আমেরিকা প্রেইরি সমভূমি দুগ্ধশিল্পে উন্নত কেন ?
উত্তর : উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চল দুগ্ধ শিল্পে উন্নতি হওয়ার কারণ গুলি হল —
i) পঞ্চহ্রদ সন্নিহিত চারণভূমিতে প্রচুর ভুট্টা আলফালফা ইত্যাদি ঘাসের প্রাচুর্য।
ii) এমনকি বসন্তকালে বরফ গলে গেলে এই তৃণভূমিতে হে, ক্লেভার প্রভৃতি তৃণ জন্মায়।
iii) তাছাড়া এখানে উন্নত প্রজাতির গাভী চাষ করা হয়।
iv) এখানে সড়ক পথ, রেলপথ, বিমানপথ উন্নত বলে দুগ্ধ শিল্প উন্নতি লাভ করেছে।
v) তাছাড়া পশু জাতীয় দ্রব্য দুগ্ধ সংরক্ষণের জন্য এখানে উন্নত হিমাগার গড়ে উঠেছে।
৩.২ পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখো।
উত্তর : পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার হল আমাজন অববাহিকা। ইহা নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। এর বৈশিষ্ট্য গুলি হলো -
নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত বলে এখানে সারা বছর বৃষ্টি হয় ফলে এখানে ঘন চিরসবুজ অরণ্যের সৃষ্টি হয়েছে।
আমাজন lনদীর উপনদীর সংখ্যা অনেক বেশি।
আমাজন অববাহিকা অত্যন্ত গভীর হওয়ায় তাই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ দেখা যায় এবং প্রচুর কীট পতঙ্গ এর উপদ্রব হয় । এর ফলে এই দূর্গম অরণ্যে প্রবেশ করা বেশ কষ্টকর।
৪. 'বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধে ৩০° থেকে ৪০° অক্ষ রেখার মাঝের স্থানগুলোর জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে '- উপযুক্ত উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর : ৩০° থেকে ৪০° অক্ষরেখার মাঝের অঞ্চলগুলো গ্রীষ্মকালে আয়নবায়ু ও শীতকালে পশ্চিমা বায়ু দ্বারা প্রভাবিত হয়। সূর্যের উত্তরায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়। ফলে গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের দেশগুলিতে বৃষ্টিপাত হয় না। আবার সূর্যের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ- পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। ফলে শীতকালে এই অংশে জলভাগের ওপর দিয়ে বয়ে আসা দক্ষিণ- পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়।
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona website-এ দৃষ্টিগোচর করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেনা। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি ও উপকৃত হয়েছো, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের বড় দাদা, দিদিদের কেউ Share করে, Model Activity Task Part 5 Paribesh o Geography Class 8 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও ভূগোল অষ্টম শ্রেণি তাদের করার সুযোগ করে দাও।
ভলো থেকো, সুস্থ থেকো। পরবর্তী Model Activity Task Part 6-এ প্রশ্নের উত্তর পর্ব নিয়ে হাজির হব তোমাদের সামনে প্রশ্নপত্র বিতরন করা মাত্রই।