Model Activity Task Part 5 English Class 8 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইংরেজি অষ্টম শ্রেণি

 

Model Activity Task Part 5 English Class 8
Model Activity Task Part 5 English Class 8 
আশা করি, তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। তোমরা অবশ্য জ্ঞ্যাত, যে তোমাদের Model Activity Task 1 ও 2 আগে প্রশ্নের উত্তর লিখে জমা দিতে হয়েছে, তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে।  শিগ্রী Model Activity Task Part 3 সমাধান করে তোমরা জমা দিয়েছো, আর সঙ্গে সঙ্গে তোমাদের পড়াশোনাকে  ধারাবাহিক বজায় রাখতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আবার পূর্বের ন্যায় প্রত্যেক বিষয়ের Model Activity Task Part 5 English Class 8 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইংরেজি অষ্টম শ্রেণি -এই প্রশ্নপত্র উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে পূর্বের মতো নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

মডেল অ্যাক্টিভিটি টাস্কের,  আমরা আগে দেখেছি সমস্ত প্রশ্নের উত্তর   তোমাদের প্রাইমারি স্কুল থেকে দেওয়া Text Book এবং বিভিন্ন সাহায্যকারী বই যেমন ছাত্রবন্ধু, পড়ার সাথী ইত্যাদি বইগুলিতে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না, যার ফলে ছাত্র-ছাত্রীরা অসুবিধার মুখে পড়ছে এবং অভিভাবকরাও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। তাই আমরা তোমাদের   ও অভিভাবকদের সাহায্যের জন্য বন্ধুর মতো বা Digital Teacher  হিসেবে তোমাদের কাছে দুই হাত বাড়িয়ে দিয়েছে

তোমরা তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের শিক্ষা বৃত্তি মূলক– Digital Porasona website. এছাড়া তোমাদের ভাই-বোন, বন্ধু-বান্ধব, দাদা-দিদি যারা নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশুনা করে তাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের এখানে। 
তোমরা পাবে সমস্ত Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরল ভাষায়। 
আমরা কেবল মাত্র Model Activity Task Part 5 English Class 8 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইংরেজি অষ্টম শ্রেণিউত্তর নিয়ে আলোচনা করেছি এই পর্বে। তবে তোমরা আর সময় অপচয় না করে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে লিখে নাও। 

Model Activity Task Part 5 English Class 8 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইংরেজি অষ্টম শ্রেণি

Model Activity Task Part 5 English Class 8

Class 8 Model Activity Task Part 5 English

Model Activity Task 2021 
Sub- English, Part 5
Class- 8
Read the following passage and answer the questions given below:
On 16th January, 1941, Sisir finished his dinner early and drove to Elgin Road around 8.30 p.m. He parked the Wanderer at the back of the house.
Sisir and Subhas had maintained total secrecy about the plan of escape. None of the family members knew anything except Subhas’s niece Ila and a male cousin, Dwijen. Subhas and Sisir waited until the rest of the Bose family had fallen asleep.
Subhas had changed into his disguise as Muhammad Ziauddin. He was dressed in a long, brown coat, baggy shalwars and a black fez. He wore gold wire-rimmed spectacles. 
ACTIVITY 1
Write ‘T’ for true and ‘F’ for false statements in the given boxes. Write supporting statements for your answers: 
(i) It was around 8.30 p.m. when Dwijen reached their house at Elgin Road.
Ans: F   
Supporting statement: Sisir finished his dinner early and drove to Elgin Road around 8.30 p.m.
(ii) Sisir was the only person who knew about the plan of escape
Ans: F  
Supporting statement: None of the family members knew anything except Subhas’s niece Ila and a male cousin, Dwijen.
(iii) Muhammad Ziauddin was Subhas Chandra Bose in disguise.
Ans: T   
Supporting statement: Subhas had changed into his disguise as Muhammad Ziauddin.

 ACTIVITY 2

Answer the following questions:

a) What is the Wanderer?
Ans: Wanderer is the name of a car of Sisir.
b) Which persons of the Bose family knew about the great escape of Subhas? 
Ans: Subhas’s niece Ila and a male cousin, Dwijen knew about the great escape of Subhas.
c) How did Subhas disguise himself? 
Ans: Subhas was dressed in a long, brown coat, baggy shalwars and a black fez and he wore gold wire-rimmed spectacles.

ACTIVITY 3

Classify the Noun phrase, Adjective phrase and Adverb phrase of the following sentences and fill in the table given below:

a) Those houses are very expensive.
b) I will never do that, never in a million years.
c) She is rather fond of singing.
d) The spotted puppy is up for adoption. 
e) It was cold, bleak, biting weather.
f) Meet me at the mall later in the evening.

Answer- 

Model Activity Task Part 5 English Class 8
Model Activity Task Part 5 English Class 8

ACTIVITY 4
Write a letter to your friend (in about 80 words),who stays far away, describing about a festival of West Bengal. You may use the the following points:
Hints:  time when the festival took place- how long it lasted- number of people participate - description of the festival - your enjoyment.
Answer-
Rampurhat 
Birbhum- 731220

Dear friend,
   I am glad to receive your letter and you want to know about West Bengal’s festival Durga Puja. Well I will try to describe the the festival of Durga Puja.
 The whole Bengal  is decorated by pandel, light etc. We have holidays for a month. Everybody  go to the market and malls for shopping each day. We visit many temples and decorated pandals  every day and offer  prasad to Goddess Durga. The festival will end with the immersion of the idol.This is my most favourite puja. And the food during this entire season was mesmerizing. Every family prepared  rasgullas, jhal muri,shukto, shondesh, bhapa doi and cake. 
I wish this year you can join us during durga puja.I will wait for your letter. No more today.

Your dearest friend.
Suman
আমরা তোমাদের সুবিধার জন্য তোমাদের বাকি বিষয়গুলির Link নিচে দিয়ে দিলাম-

Model Activity Task Bangla Part 5 Class 8 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ বাংলা অষ্টম শ্রেণি

Model Activity Task Poribesh o Biggyan Part 5 Class 8 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণি

Model Activity Task Part 5 Paribesh o Geography Class 8 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও ভূগোল অষ্টম শ্রেণি

Model Activity Task Part 5 Swathya o Sharir Siksha Class 8 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ স্বাস্থ্য ও শারীরশিক্ষা অষ্টম শ্রেণি

তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona website-এ দৃষ্টিগোচর করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment  Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেনা। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি ও উপকৃত হয়েছো, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের বড় দাদা, দিদিদের কেউ Share করে, তাদের Model Activity Task Part 5 English Class 8 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইংরেজি অষ্টম শ্রেণি করার সুযোগ করে দাও। 

ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী Model Activity Task Part 6 এ প্রশ্নের উত্তর পর্ব নিয়ে হাজির হব তোমাদের সামনে প্রশ্নপত্র বিতরন করা মাত্রই।

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post