![]() |
Model Activity Task Part 5 English Class 8 |
মডেল অ্যাক্টিভিটি টাস্কের, আমরা আগে দেখেছি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের প্রাইমারি স্কুল থেকে দেওয়া Text Book এবং বিভিন্ন সাহায্যকারী বই যেমন ছাত্রবন্ধু, পড়ার সাথী ইত্যাদি বইগুলিতে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না, যার ফলে ছাত্র-ছাত্রীরা অসুবিধার মুখে পড়ছে এবং অভিভাবকরাও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। তাই আমরা তোমাদের ও অভিভাবকদের সাহায্যের জন্য বন্ধুর মতো বা Digital Teacher হিসেবে তোমাদের কাছে দুই হাত বাড়িয়ে দিয়েছে।
তোমরা তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের শিক্ষা বৃত্তি মূলক– Digital Porasona website. এছাড়া তোমাদের ভাই-বোন, বন্ধু-বান্ধব, দাদা-দিদি যারা নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশুনা করে তাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের এখানে।
তোমরা পাবে সমস্ত Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরল ভাষায়।
আমরা কেবল মাত্র Model Activity Task Part 5 English Class 8 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইংরেজি অষ্টম শ্রেণিউত্তর নিয়ে আলোচনা করেছি এই পর্বে। তবে তোমরা আর সময় অপচয় না করে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে লিখে নাও।
Model Activity Task Part 5 English Class 8 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইংরেজি অষ্টম শ্রেণি
Model Activity Task Part 5 English Class 8
Class 8 Model Activity Task Part 5 English
Sisir and Subhas had maintained total secrecy about the plan of escape. None of the family members knew anything except Subhas’s niece Ila and a male cousin, Dwijen. Subhas and Sisir waited until the rest of the Bose family had fallen asleep.
Ans: F
Supporting statement: Sisir finished his dinner early and drove to Elgin Road around 8.30 p.m.
(ii) Sisir was the only person who knew about the plan of escape
Ans: F
Supporting statement: None of the family members knew anything except Subhas’s niece Ila and a male cousin, Dwijen.
(iii) Muhammad Ziauddin was Subhas Chandra Bose in disguise.
Ans: T
Supporting statement: Subhas had changed into his disguise as Muhammad Ziauddin.
ACTIVITY 2
Answer the following questions:
Ans: Wanderer is the name of a car of Sisir.
b) Which persons of the Bose family knew about the great escape of Subhas?
Ans: Subhas’s niece Ila and a male cousin, Dwijen knew about the great escape of Subhas.
c) How did Subhas disguise himself?
Ans: Subhas was dressed in a long, brown coat, baggy shalwars and a black fez and he wore gold wire-rimmed spectacles.
ACTIVITY 3
Classify the Noun phrase, Adjective phrase and Adverb phrase of the following sentences and fill in the table given below:
b) I will never do that, never in a million years.
c) She is rather fond of singing.
d) The spotted puppy is up for adoption.
e) It was cold, bleak, biting weather.
f) Meet me at the mall later in the evening.
Answer-
![]() |
Model Activity Task Part 5 English Class 8 |
Write a letter to your friend (in about 80 words),who stays far away, describing about a festival of West Bengal. You may use the the following points:
Hints: time when the festival took place- how long it lasted- number of people participate - description of the festival - your enjoyment.
Model Activity Task Bangla Part 5 Class 8 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ বাংলা অষ্টম শ্রেণি
Model Activity Task Poribesh o Biggyan Part 5 Class 8 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণি
Model Activity Task Part 5 Paribesh o Geography Class 8 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও ভূগোল অষ্টম শ্রেণি
Model Activity Task Part 5 Swathya o Sharir Siksha Class 8 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ স্বাস্থ্য ও শারীরশিক্ষা অষ্টম শ্রেণি
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona website-এ দৃষ্টিগোচর করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেনা। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি ও উপকৃত হয়েছো, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের বড় দাদা, দিদিদের কেউ Share করে, তাদের Model Activity Task Part 5 English Class 8 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইংরেজি অষ্টম শ্রেণি করার সুযোগ করে দাও।
ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী Model Activity Task Part 6 এ প্রশ্নের উত্তর পর্ব নিয়ে হাজির হব তোমাদের সামনে প্রশ্নপত্র বিতরন করা মাত্রই।